চাকরির খবর ২৪৭ঃ SSC বা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৫০০০+ শুন্যপদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করুন।
নিয়োগকারী সংস্থাঃ-
Staff Selection Commission (SSC)
Government of India,
Ministry of Personnel, Public
Grievances & Pensions,
Department of Personnel and Training,
Staff Selection Commission,
Block No. 12, CGO Complex, Lodhi
Road, New Delhi - 110003.
Combined Graduate Level Examination, 2021
গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহে মোট ১০টি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে।
Important Date:-
- Start Date: 23-12-2021
- Last Date: 23-01-2022
- Last date and time for making online fee payment: 25-01-2022
- Dates of ‘Window for Application Form Correction’ including online payment: 28-01-2022 to 01-02-2022 (23:30)
- Schedule of Computer Based Examination (Tier-I) April: 2022
- Dates of Tier-II Examination (CBE) & Descriptive Paper (Tier-III): To be notified later
শূন্যপদের বিবরনঃ-
কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে?
গ্রুপ B:
Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Inspector of Income Tax, Inspector, (CGST & Central Excise), Inspector (Preventive Officer), Inspector (Examiner), Assistant Enforcement Officer, Sub Inspector, Inspector Posts, Inspector, Assistant/ Superintendent, Assistant, Research Assistant, Divisional Accountant, Junior Statistical Officer (JSO), Statistical Investigator Grade-II,
গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ পশ্চিমবঙ্গে আশা কর্মী পদে লোক নিয়োগ ২০২২ । মাধ্যমিক পাশ/ফেলে।
গ্রুপ C:
Auditor, Accountant, Accountant/ Junior Accountant, Senior Secretariat Assistant/ Upper Division Clerks, Tax Assistant, Sub-Inspector
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাঃ
১) এসিস্ট্যান্ট অডিট অফিসার/এসিস্ট্যান্ট একাউন্টস অফিসারঃ
যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ ।
২) জুনিয়র স্টাটিস্ট্যাকাল অফিসারঃ
যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ, অথবা অঙ্কে ৬০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ ।
৩) স্টাটিস্ট্যাকাল ইনভেস্টিগেটর গ্রেড ২ঃ
স্ট্যাটিকিস বিষয় সহ যেকোন বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাশ যোগ্যতা ।
৪) এসিস্ট্যান্ট in National Company Law Appellate Tribunal (NCLAT):
যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ ।
যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ ।
যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ বা সমতূল্য কোন যোগ্যতা ।
বয়সঃ-
প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা বয়স চাওয়া হয়েছে, কোন পদে কত বয়সসীমা চাওয়া হয়েছে সেটা অফিশিয়াল নোটিশ থেকে দেখে নেবেন ।
জন্মতারিখঃ-
বয়সের ছাড়ঃ
- SC/ST:- 05 Years,
- OBC- 03 Years,
- PwD (Unreserved) 10 years
- 04 PwD (OBC) 13 years
- 05 PwD (SC/ST) 15 years
আবেদন ফিঃ-
- জেনারেল এবং OBC কাস্টের শুধুমাত্র ছেলেদের ১০০ টাকা ফি দিতে হবে, এবং এই কাস্টের মেয়েদের কোন ফি দিতে হবে না ।
- SC/ST/Women/PWD এদের কোন ফি দিতে হবে না ।
ভ্যাকান্সিঃ-
মোট ৫০০০ টি ।
সিলেকশন প্রসেসঃ-
- Tier-I: Computer Based Examination
- Tier-II: Computer Based Examination
- Tier-III: Pen and Paper Mode (Descriptive paper)
- Tier-IV: Computer Proficiency Test/ Data Entry Skill Test (wherever applicable).
পরীক্ষা কেন্দ্রঃ-
Asansol, Kalyani, Kolkata, Siliguri
আবেদন পদ্ধতিঃ-
অনলাইন, SSC এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ।
আবেদন করার সময় কালার পাসপোর্ট মাপের ছবি আপলোড করতে হবে, ৩ মাসের বেশী পুরানো হলে চলবে না। ছবিরম সাইজ হবে ২০ কেবি - ৫০ কেবির মধ্যে 3.5 cm (width) x 4.5 cm (height) ।
Important Links:-
- Official Notice: Download
- Official Website: Click Here
- Apply Link: Click Here
- Latest Job: Click Here
Tags:- ssc cgl notification 2021-22, ssc cgl notification 2021, ssc cgl application form 2021, west bengal ssc cgl notification 2021, west bengal staff selection commission official website, west bengal staff selection commission recruitment 2021, west bengal staff selection commission job 2021,