চাকরির খবর ২৪৭ঃ মালদা জেলার ৮টি সরকারি স্কুলে গ্রুপ D পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে ও মেয়ে সবাই বিনামূল্যে সরাসরি ইন্টারভিউ দিয়ে এখানে চাকরি পেতে পারেন। চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করেবন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করুন।
নিয়োগকারী সংস্থাঃ-
Government Model School at Malda
Important Date:-
- Start Date: Already Started
- Last Date: 29/12/2021
শূন্যপদের বিবরনঃ-
মালদা জেলার মোট ৮টি আলাদা আলাদা মডেল স্কুলে বিভিন্ন পোষ্টে নিয়োগ করা হচ্ছে, স্কুল অনুযায়ী পোষ্টের নাম এবং ভ্যাকান্সি নীচে আলোচনা করা হলঃ-
১) স্কুলের নামঃ GMS Old Malda
পদের নামঃ ফিজিক্যাল সায়েন্স (০১), লাইফ সায়েন্স (০১), গ্রুপ D (০১), সিকিউরিটি/নাইট গার্ড (০১)।
২) স্কুলের নামঃ GMS Manikchak
পদের নামঃ ফিজিক্যাল সায়েন্স (০১), সিকিউরিটি/নাইট গার্ড (০১)।
৩) স্কুলের নামঃ GMS Kaliachak-III
পদের নামঃ সিকিউরিটি/নাইট গার্ড (০১)।
৪) স্কুলের নামঃ GMS Habibpur
পদের নামঃ ভূগোল (০১), সিকিউরিটি/নাইট গার্ড (০২)।
৫) স্কুলের নামঃ GMS Ratua-I
পদের নামঃ ভূগোল (০১), ইতিহাস (০১), ইংরেজি (০১), ফিজিক্যাল সায়েন্স (০১), অঙ্ক (০১), গ্রুপ D (০১)।
৬) স্কুলের নামঃ GMS Harischandrapur-I
পদের নামঃ ভূগোল (০১), ইংরেজি (০১), অঙ্ক (০১), গ্রুপ D (০১)।
৭) স্কুলের নামঃ GMS Harischandrapur-II
পদের নামঃ ভূগোল (০১), ইতিহাস (০১), ইংরেজি (০১), বাংলা (০১),, ফিজিক্যাল সায়েন্স (০১), লাইফ সায়েন্স (০১), অঙ্ক (০১), গ্রুপ C (০১),, গ্রুপ D (০১), সিকিউরিটি/নাইট গার্ড (০২)।
৮) স্কুলের নামঃ GMS Ratua-II
পদের নামঃ ভূগোল (০১), ইতিহাস (০১), ইংরেজি (০১), বাংলা (০১),, ফিজিক্যাল সায়েন্স (০১), লাইফ সায়েন্স (০১), অঙ্ক (০১), গ্রুপ C (০১),, গ্রুপ D (০১), সিকিউরিটি/নাইট গার্ড (০২)।
মোট ভ্যাকান্সিঃ-
২৬ গেস্ট টিচার, ০২ গ্রুপ C, ০৭ গ্রুপ D, এবং ০৯টি সিকিউরিটি/নাইট গার্ড ।
শিক্ষাগত যোগ্যতাঃ-
গেস্ট টিচারঃ-
বিভিন্ন বিষয়ে গেস্ট টিচার পদে আবেদনের জন্য, ক্যান্ডিডেট যেই বিষয়ে টিচার পদের জন্য আবেদন করতে চাইছেন সেই বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে।
মানে, আপনি যদি ভূগোল বিষয়ে টিচার পদের জন্য আবেদন করতে চাইছেন তাহলে, ভূগোল সাব্জেক্ট নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে।
গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ কেন্দ্র সরকারের গ্রুপ C পদে চাকরি ২০২২।
নন-টিচিং স্টাফঃ-
যারা রিটায়ার্ড সরকারি এমপ্লয় তাদেরকে এই পদে সিলেক্ট করা হবে।
সিকিউরিটি/নাইট গার্ডঃ-
এক্স-সার্ভিসম্যান যারা তাদের এই পদে সিলেক্ট করা হবে।
বয়সঃ- ০১/০১/২০২১ তারিখ হিসেবে ম্যাক্সিমাম ৬২ বছর পর্যন্ত বয়স হতে হবে।
সিলেকশন প্রসেসঃ-
Walk In Interview
আবেদন পদ্ধতিঃ-
যেহেতু এখানে ও্যাক-ইন-ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে তাই, আপনাকে নীচের প্রয়োজনীয় ডকুমেন্ট অরিজিনাল ও সেলফ এটেস্টেড জেরক্স নিয়ে নির্দিষ্ট ইন্টারভিউ এর দিনে, নির্দিষ্ট ঠিকানায় যেতে হবে ইন্টারভিউ দেবার জন্য।
গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ অ্যাপোলো ফার্মেসিতে Online চাকরির ফর্ম ফিলাপ । মাধ্যমিক পাসে ।
কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন?
- বায়োডাটা,
- শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র(গ্রাজুয়েশন পাশ মার্কশীট),
- বয়সের প্রমানপত্র(মাধ্যমিকের এডমিট কার্ড অথবা সার্টিফিকেট),
- আধার/ভোটার কার্ড,
- লাস্ট পে স্লিপ (সরকারি এমপ্লয় হলে )।
ইন্টারভিউ এর তারিখ এবং সময়ঃ-
২৯/১২/২০২১, সকাল ১১ টা ।
ইন্টারভিউ এর স্থানঃ-
SDO Office, MALDA
Important Links:-
- Official Notice: Download
- Official Website: Click Here
- Latest Job: Click Here
Tags:- West bengal school group D job 2022, wbssc group d recruitment 2021 syllabus, wb group d recruitment 2021, wbssc non teaching staff recruitment 2021, wb group d recruitment 2021 last date, west bengal school clerk recruitment 2021, west bengal school service commission recruitment 2021 group c, wbssc group d recruitment 2021 syllabus, wb group d recruitment 2021, wb group d recruitment 2021 last date, west bengal group c and d recruitment 2020, wbssc non teaching staff recruitment 2021, west bengal school clerk recruitment 2021,