যশ নামক ঘূর্ণিঝড়ের নতুন লাইভ আপডেট চলে এসছে, এর আগে পর্যন্ত আপডেট ছিল, যে পশ্চিমবঙ্গের কান ঘেষে বেড়িয়ে যাবে এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার দিক দিয়ে, কিন্তু বর্তমানে এই ঘূর্ণিঝড় তার গতিপথ পরিবর্তন করেছে, এবং স্যাটেলাইটে এবার দেখা যাচ্ছে যে বর্তমানে এর গতিপথ আমাদের পশ্চিমবাংলার দিকে আসছে, এবং সেইসঙ্গে উড়িষ্যা, পশ্চিমবাংলা এবং বাংলাদেশ হয়ে, এই ঝড়টা বেরিয়ে যাবে।
তো কি কি আপডেট এসছে এবং সেইসঙ্গে স্যাটেলাইটে কি লাইভ এসছে, চলুন দেখে নেয়া যাক।
তো বন্ধুরা এইমাত্র আপনারা লাইভে দেখতে পেলেন, যে স্যাটেলাইটে এই যশ নামক ঘূর্ণিঝড়ের গতিপথ কিন্তু পরিবর্তন হয়েছে, এবং গতিপথ পরিবর্তন করে, আবার পশ্চিমবাংলার দিকে আসছে, এবং সেইসঙ্গে উড়িষ্যার দিক দিয়ে হয়ে এটা বাংলাদেশে চলে যাবে। আর সেইসঙ্গে আপনাদের বলে দিই, বর্তমানে যখন এই যশ নামের ঘূর্ণিঝড় টি প্রবেশ করবে, তখন কিন্তু দক্ষিন ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, এবং পূর্ব মেদেনিপুরের দিকে প্রভাব সবথেকে বেশি পড়বে। তাই এই সমস্ত অঞ্চল থেকে যারা আমাদের ভিডিও গুলো দেখছেন, তাদের উদ্দেশ্যে আমাদের চ্যানেল ও আমার তরফ থেকে অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন।