কোন কোন রেশন কার্ড থাকলে ১ লক্ষ ২০ হাজার টাকার সরকারি ঘর পাওয়া যাবে। জেনে নিন |



 বাংলার আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর দরকার হয়, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হল রেশন কার্ড।  আপনার কাছে কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেটার উপর নির্ভর করবে যে আপনি কত তাড়াতাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার ১ লক্ষ ২০ হাজার টাকার সরকারি ঘর পাবেন। 


কারা আবাস যোজনায় ঘর পাবেন?

  1. আবায যোজনায় সরকারি ঘর পাওয়ার জন্য অবশ্যই 
  2. আপনার কাছ একটা কাচা বাড়ি থাকতে হবে
  3. অবশ্যই আপনাকে খেটে খাওয়া দরিদ্র মানুষ হতে হবে
  4. বাড়িতে সরকারি চাকরি থাকলে এই ঘর পাওয়া যাবে না।


কোন কোন রেশন কার্ডে ঘর পাওয়া যায়?

1) AAY -  অন্তর্দয় অন্য যোজনা 

এই রেশন কার্ড আপনার কাছে থাকলে, আপনারা প্রধানমন্ত্রী যোজনা অথবা বাংলার আবাস যোজনায় সরকারি ঘরের জন্য যোগ্য, কারন এই রেশন কার্ডটি সুপার BPL ক্যাটাগরির মধ্যে পড়ে। 



2) SPHH - State Priority Ration Card

এই ক্যাটাগরির রেশন কার্ড যদি থাকে তাহলে, আপনারা প্রধানমন্ত্রী যোজনা অথবা বাংলার আবাস যোজনায় সরকারি ঘরের জন্য যোগ্য, তবে এক্ষেত্রে অন্তর্দয় অন্য যোজনা (AAY) পরের স্থানেই এই কার্ডটি রয়েছে।  এই কার্ডটিও BPL ক্যাটাগরির মধ্যে পড়ে। 

3) PHH - Priority Household 

বাংলার আবাস যোজনার ঘর পাওয়ার জন্য PHH রেশন কার্ড যোগ্য, BPL ক্যাটাগরির মধ্যে এই রেশন কার্ড তৃতীয় নম্বরের স্থানে রয়েছে, অর্থাৎ এঈ রেশন কার্ড যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার ঘর পেতে পারেন। 



4) RKSY - 1 (খাদ্য সুরক্ষা যোজনা ১) 

এই রেশন কার্ডটি সম্পূর্ণ রাজ্য সরকারের অধীনস্থ রেশন কার্ড। এবং এটাও BPL ক্যাটাগরির মধ্যে পড়ে, তাই রাজ্য সরকারের এই রেশন কার্ড যাদের আছে তারা এই রেশন কার্ডের জন্য সরকারি ঘর পেতে পারেন৷

চাকরির খবরঃ R G Kar হসপিটালে গ্রুপ C পদে কর্মী নিয়োগ 


5) RKSY - 2 (খাদ্য সুরক্ষা যোজনা ২) 

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বিতীয়তম রেশন কার্ডটি হল রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ নম্বর রেশন কার্ড। এই রেশন কার্ডটি APL ক্যাটগরি রেশন কার্ড, তাই এটি যাদের আছে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনায় সরকারি ঘর পাওয়ার সম্ভাবনা খুবই কম।  তবে কিছু কিছু ক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকরা যদি মনে করেন যে আপনি প্রধানমন্ত্রী বা বাংলার বাড়ি যোজিনায় ঘর পাওয়ার যোগ্য তাহলে এই রেশন কার্ডে ঘর আপনাকে দেয়া হতে পারে৷ 



কি কি ডকুমেন্টস লাগবে? 

  1. আধার কার্ডের জেরক্স
  2. ভোটার কার্ডের জেরক্স
  3. ব্যাংকের পাশবইয়ের জেরক্স
  4. পাসপোর্ট সাইজের 4 কপি ছবি


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন