বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা লোনের প্রকল্প শুরু হয়েছে যে প্রকল্পে কিন্তু আপনাদের বাড়ির মহিলাদের কিন্তু সরাসরি 20000 টাকা করে লোন দেওয়া হবে এবং এই টাকাটা কিন্তু সরাসরি আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে । কিন্তু এই লোনের সবথেকে বড় সুবিধা হলো যদি আপনি 20000 টাকা লোন নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই লোনের ওপর 10000 টাকার ছাড় দেওয়া হবে । অর্থাৎ আপনারা কিন্তু লোনের ওপর 50 % ছাড় পেয়ে যাবেন । এই সুবিধাটা দেওয়ার সবথেকে বড় কারন হলো বাড়ির মহিলারা যাতে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারেন বা সাবলম্বী হতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই লোনটা দেওয়া হচ্ছে । তো এই লোন পেতে গেলে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে , কিভাবে আবেদন করতে হবে , কোথায় আবেদন করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো ।
তো সর্বপ্রথম আমরা জেনে নেব যে এই লোনে আমরা কি কি সুবিধা পাবো ?
কি সুবিধা পাবেন ?
1. এই প্রকল্পে 20000 টাকার লোন দেওয়া হয়
2. লোনের 50% ছাড় দেওয়া হয় অর্থাৎ 20000 টাকা লোন নিলে আপনাকে মেটাতে হবে মাত্র 10000 টাকা
এই লোনের শর্ত কি কি ?
1. এই লোনের সুবিধা নিতে হলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে
2. এই লোন শুধুমাত্র মহিলাদেরকে দেওয়া হয়
3. লোন নেওয়ার ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে
এই প্রকল্পে মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদেরকে সরাসরি 20,000 টাকার লোন করে দেওয়া হয় এবং এই টাকাটা নিয়ে মহিলারা মুড়ি ভাজার ব্যবসা থেকে শুরু করে যেকোনো ব্যবসার কাজে লাগাতে পারেন আর এই লোনের সবথেকে বড় সুবিধা হলো 20,000 টাকায় কিন্তু আপনাদেরকে 10,000 টাকা সরকার সাবসিটি দিয়ে থাকেন ।
এই লোন সমস্ত এলাকার পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিস থেকে দেওয়া হয়ে থাকে ।
কি কি ডকুমেন্টস লাগবে ?
1. আধার কার্ডের জেরক্স
2. ভোটার কার্ডের জেরক্স
3. 3 কপি পাসপোর্ট সাইজ ছবি
4. মাসিক আয়ের শংসাপত্র
5. জাতি শংসাপত্র
6. ব্যাংক পাসবুক এর জেরক্স
7. যে ব্যবসা করতে চাইছেন সেই ব্যবসার বা প্রকল্পের প্রয়োজনীয় তথ্য
কোথা থেকে এই লোন পাবেন ?
MSY প্রকল্পের এই লোন পেতে হলে আপনার পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে অথবা আপনার ব্লক অফিস থেকেও আপনারা এই লোন পেয়ে যাবেন ।