গত বছর লকডাউনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক মহিলার ব্যাঙ্ক একাউন্টে ৫০০ টাকা করে তিনবার, মোট 1500 টাকা দিয়েছিলেন। ঠিক সেইরকমই প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনায়, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কৃষকেরাও কিন্তু গত কয়েকদিন আগে টাকা পেয়ে গেছেন।
আমরা এর আগে বলেছিলাম, যে ইদের পরে লকডাউন দেবে, সেটা কিন্তু হয়েছে।
এর আগে আপনাদের এও আপডেট দিয়েছিলাম, যে প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনায়, আপনারা চাল, গম, ছোলা পাবেন, তার অফিশিয়াল নোটিশ কিন্তু এইবার প্রকাশিত হয়েছে।
তাছাড়া, সামাজিক সুরক্ষা ও ন্যায় প্রকল্পে, SC/ST কাস্টের মহিলারা মাসিক 1,000 টাকা করে, বছরে 12,000 এবং জেনারেল কাস্টের মহিলারা মাসিক 500 টাকা করে, বছরে 6,000 টাকা পাবেন। এর আপডেটও ভিডিও বানিয়ে আপনাদের দিয়েছিলাম, এই কথা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের মুখে বলেছেন, প্রেস কনফারেন্সে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে আমরা যেই সমস্ত আপডেট দিই, সেগুলো একদমই সঠিক।
আর এই মুহূর্তের সবথেকে বড় আপডেট হল,
এই করোনা পরিস্থিতিতে, এই লকডাউনে সাধারন মানুষের উপকার করার জন্য, সাধারন মানুষের পাশে দাড়ানোর জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি ৫০০০ টাকা করে দেবার চিন্তাভাবনা করছেন।
কারা পাবেন এই টাকা?
আপনার যদি প্রধানমন্ত্রী জনধন যোজনার একাউন্ট থেকে থাকে, তাহলে আপনার একাউন্টে সরাসরি এই ৫০০০ টাকাটি ঢুকে যাবে৷
তবে এই ৫০০০ টাকাটি, ২ কিস্তিতে আপনার একাউন্টে ঢুকবে।
অর্থাৎ, প্রথম কিস্তিতে ২৫০০, এবং দ্বিতীয় কিস্তিতে ২৫০০ টাকা, মোট এই ৫০০০ টাকা।
এর জন্য আপনাকে কোন ফর্ম ফিলাপ করতে হবেনা, আপনার "জনধন একাউন্ট" থাকলেই হবে। ওই একাউন্টে সরাসরি এই টাকাটি ক্রেডিট হয়ে যাবে৷