West Bengal Lockdown: কাল থেকে রাজ্যে কার্যত লকডাউন! বন্ধ অফিস-পরিবহণ, কী খোলা কী বন্ধ


 আরও কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য। কার্যত লডকাউন বলা চলে এই বিধিনিষেধকে। এবার বিধিনিষেধের মেয়াদ এক পক্ষ কাল অর্থাৎ ১৫ দিন (Lockdown in Bengal)। আগামী কাল সকাল ছ'টা থেকে ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যে জারি হচ্ছে  এইনতুন বিধিনিষেধ। বন্ধ থাকবে স্কুল-কলেজ, সরকারি বেসরকারি অফিস সহ একাধিক পরিষেবা। যদিও সচল থাকবে সমস্ত জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য -পরিষেবা। ছবিতে জানুন কী খোলা কী বন্ধ থাকছে রাজ্যে।



লোকাল ট্রেন, মেট্রো, আন্ত:রাজ্য বাস পরিষেবা একেবারে বন্ধ থাকবে। চিকিৎসা ও জরুরি পরিষেবার  ক্ষেত্রে  পরিবহণ চালু থাকবে।



শপিং মল, জিম, সুইমিং পুল, সিনেমাহল, রেস্তোরাঁ বন্ধ থাকবে আগামী দুই সপ্তাহ।


সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে  আগামী ১৫ দিন।


সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। খোলা থাকেব এটিএম পরিষেবা।



বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।


আগামী ১৫ দিন দোকান বাজার খুলবে শুধুই সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

বিবাহবাসরে ৫০-এর বেশি মানুষ থাকতে পারবেন না।

জরুরি কারণ ছাড়া রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জরুরি কারণ ছাড়া বেরোনো যাবে না। আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হতে পারি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট মেনে।

চালু থাকবে ই-কমার্স ও হোম ডেলিভারি।

সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান বন্ধ।

খোলা থাকবে পেট্রল পাম্প। চা বাগানে কাজ হবে ৫০ শতাংশ লোক নিয়ে।

বন্ধ থাকবে পার্ক- চিড়িয়াখানা।

সৎকারের ক্ষেত্রে বিধি মেনে ২০ জন উপস্থিত থাকতে পারবেন সর্বোচ্চ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন