আরও কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য। কার্যত লডকাউন বলা চলে এই বিধিনিষেধকে। এবার বিধিনিষেধের মেয়াদ এক পক্ষ কাল অর্থাৎ ১৫ দিন (Lockdown in Bengal)। আগামী কাল সকাল ছ'টা থেকে ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যে জারি হচ্ছে এইনতুন বিধিনিষেধ। বন্ধ থাকবে স্কুল-কলেজ, সরকারি বেসরকারি অফিস সহ একাধিক পরিষেবা। যদিও সচল থাকবে সমস্ত জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য -পরিষেবা। ছবিতে জানুন কী খোলা কী বন্ধ থাকছে রাজ্যে।
লোকাল ট্রেন, মেট্রো, আন্ত:রাজ্য বাস পরিষেবা একেবারে বন্ধ থাকবে। চিকিৎসা ও জরুরি পরিষেবার ক্ষেত্রে পরিবহণ চালু থাকবে।
শপিং মল, জিম, সুইমিং পুল, সিনেমাহল, রেস্তোরাঁ বন্ধ থাকবে আগামী দুই সপ্তাহ।
সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে আগামী ১৫ দিন।
সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। খোলা থাকেব এটিএম পরিষেবা।
বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।
Tags
Daily News