প্রথমে আমরা জেনে নিয় এই ভলেন্টিয়ার পদে কি কি পোস্টে আবেদন চলছে | মোট ১৩ টি পোস্টে আবেদন চলছে - পোস্টগুলি হল -
এবার তুমি যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের থেকে প্রশ্ন আসবে |
ধরো, তুমি আবেদন করেছ Staff Nurse পদের জন্য - এবার তোমার প্রশ্ন আসতেই পারে যে
স্টাফ নার্সদের কাজ কি?
ঠিক তেমন ভাবে যে যেই পোস্টের জন্য আবেদন করবে - তার পোস্টের কাজ গুলি কি - তেমন প্রশ্ন আসতে পারে |
১) ভলেন্টিয়ার দের কাজগুলি কি কি?
- ভলেন্টিয়ার দের কাজ প্রশাসন ও সরকার কে সাহায্য করা | মূলত বিশেষ কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের পক্ষ থেকে ভলেন্টিয়ার নিযুক্ত করা হয়ে থাকে | ঠিক তেমনই পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস মোকাবিলার পরিস্থিতিতে বর্তমানে ভলেন্টিয়ার নিযুক্ত করা হয়েছে | এখানে আমাদের ডাক্তার, নার্স ও পুলিশকর্মীদের সবরকম কাজে সাহায্য করতে হবে |
২) এর আগে কখনো ভলেন্টিয়ার কাজ করেছে?
অথবা,
ভলেন্টিয়ার কাজের অভিজ্ঞতা আছে?
- বিভিন্ন পুজো বা বড় অনুষ্ঠান উপলক্ষে যখন পুজো কমিটি বা পাড়ার ক্লাব ভলেন্টিয়ার নিযুক্ত করে - সেখানে কাজের অভিজ্ঞতা আছে | (এটা সবাই বলবে)
.....(এটা বলার পর, নিজের ব্যাক্তিগত কাজের অভিজ্ঞতা থাকলে তা বলো)
যেমন - গঙ্গাসাগর মেলা, ঠাকুরনগর মেলা, দূর্গাপূজা, ইদ উপলক্ষে অমুক জায়গায় আমি ২/৩/৪/৫ দিন ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি |
৩) ভলেন্টিয়ারের এই কাজে তুমি কতক্ষন সময় দিতে পারবে?
- একজন ভলেন্টিয়ার হিসেবে আমি যতক্ষন পারি - এবং আপনাদের Terms & Condition এ যতক্ষন Duty Hours নির্ধারণ থাকবে, আমি ততক্ষণ কাজ করব |
এরপর কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো করে যদি সঠিক উত্তর না পায় (ইন্টারভিউ যে নেবে সে) , তাহলে তারা তাদের রিজেক্ট করে দেয় - অর্থাৎ এই প্রশ্নগুলো লোক ছাটাই প্রশ্ন - যার জন্যে তোমাদেরকে এর সঠিক উত্তর দিতে হবে।
৪) তুমি আমাদের কাছ থেকে কত বেতন চাও?
- বেতন আমার প্রাধান্য নয়, ভলেন্টিয়ার হিসেবে কাজ করার আমার মূল উদ্দেশ্য সাধারণ মানুষজন দের সাহায্য করা - আপনাদের Terms & Condition অনুযায়ী যা বেতন দেবেন আমি তাতেই কাজ করব |
৫) যদি আমি তোমাকে প্রতিদিন হিসেবে ৭০ টাকা করে বেতন দিই - তাহলে কি তুমি কাজ করবে?
- স্যার বর্তমান বাজারদর (Market Rate) দেখে যদি আপনার মনে হয় একজন ভলেন্টিয়ার কে ৭০ টাকা দিনমজুর দিয়ে কাজ করানো যায় - তাহলে অবশ্যই আমি এই বেতনেই কাজ করব |
(এই প্রশ্নের উত্তরে তোমার আত্মবিশ্বাস চেক করবে তারা)
৬) এত লোকের মধ্যে আমি তোমাকে কেন সিলেক্ট করব ভলেন্টিয়ার হিসেবে?
তোমার মধ্যে স্পেশাল কি আছে?
- মানুষজন কে সাহায্য করে আমি তৃপ্তি পাই | আমার ভাল লাগে কাউকে হেল্প করে | আর ভলেন্টিয়ার মানেই স্বেচ্ছাসেবক - যে নিজের ইচ্ছা তে সেবা করতে চায় - বেতনের জন্যে নয় | আমি এটাকে একটা চাকরি বা Job মনে করিনা - আমি প্রশাসনের মাধ্যমে সাধারণ মানুষজনদের এই ভয়াবহ পরিস্থিতি ভেদে সাহায্য করতে চাই | আর ভলেন্টিয়ার হিসেবে আমার কাজের অভিজ্ঞতাও রয়েছে - আপনি যদি আমাকে সিলেক্ট করেন তাহলে আমি ভলেন্টিয়ার হিসেবে সাধারণ মানুষজনদের সেবা করার সুযোগ পাব |
(এই উত্তরে ইন্টারভিউয়ার মনে করবে তুমি কাজটা টাকার জন্য করছ না - মানুষজন দের সাহায্য করার জন্য করছে - এবং তোমার উত্তরে ইমপ্রেসড হবে আর তোমায় ১০০% সিলেক্ট করবে)
সব ইন্টারভিউ তে কিছু কমন প্রশ্ন থাকে
যেমন -
1) Tell me about yourself.
2) What is yout strength & weakness?
3) Why do i hire you?
4) why are you choosing thia job?
-এই প্রশ্নগুলির উত্তর জানতে নীচে দেওয়া লিংকে ক্লিক করুন - Click Here

