SSC এর 4500 শুন্যপদে চাকরির বিজ্ঞপ্তি 2023.. উচ্চমাধ্যমিক পাশে.. SSC CHSL Recruitment 2023..

চাকরির খবর ২৪৭ঃ আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে CHSL পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করেবন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করুন।




নিয়োগকারী সংস্থাঃ 

Government of India,
Staff Selection Commission,
Block No. 12, CGO Complex, Lodhi
Road, New Delhi - 110003.
(Website of the Commission: https://ssc.nic.in)
Combined Higher Secondary (10+2) Level Examination, 2022



গুরুত্বপূর্ণ তারিখঃ 

  • আবেদন শুরুর তারিখ- 06-12-2022
  • লাস্ট ডেট-  04-01-2023
  • Schedule of Tier-I (Computer Based Examination) Feb-Mar, 2023
  • Schedule of Tier-II (Computer Based Examination) To be notified later



পদের বিবরন-
১)পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর/Data Entry Operator,
বেতন- পে লেভেল ৪ এর স্যালারি পাবেন প্রতিমাসে  25,500/- থেকে 81,100টাকা/- পর্যন্ত।


গুরুত্বপূর্ণ চাকরির খবর- এই সপ্তাহের কর্মসংস্থান পেপার(10/12/2022) ডাউনলোড করো


২)পদের নাম- Lower DivisionClerk (LDC) /Junior Secretarial Assistant (JSA)
বেতন- পে লেভেল ২ এর স্যালারি পাবেন প্রতিমাসে  219,900 থেকে 63,200টাকা/- পর্যন্ত।



শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা থাকা চাই।
ভ্যাকান্সি- সম্ভাব্য ৪৫০০টি শুন্যপদ রয়েছে,


গুরুত্বপূর্ণ চাকরির খবর- প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক অনলাইনে ২০২৩


বয়স- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী নূন্যতম ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। জন্মতারিখ হতে হবে ০২.০১.১৯৯৫ তারিখ থেকে ০১.০১.২০০৪ তারিখের মধ্যে।
বয়সের ছাড়- SC/ST- কাস্টের প্রার্থীরা ০৫বছর এবং OBC প্রার্থীরা ০৩বছরের বয়সের উরধসীমায় ছাড় পাবেন।



আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় পাসপোর্ট সাইজ ফোটো এবং সিগনেচার আপলোড করতে হবে।
আবেদন ফি- জেনারেল, ও.বি.সি প্রার্থীদের জন্য ১০০ টাকা ফি এবং SC/ST ও মহিলা প্রার্থীদের কোনপ্রকার ফি দিতে হবেনা।


গুরুত্বপূর্ণ চাকরির খবর- ডিসেম্বর মাসের শুরুতে সেরা ৮টি সরকারি চাকরির খবর 2022


সিলেকশন প্রসেস- কম্পিউটার বেসড এক্সাম হবে ২টি ধাপে, Tier-I এবং Tier-II এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট নেওয়া হবে।
পরীক্ষা কেন্দ্র- Asansol(4417), Burdwan (4404), Durgapur (4426), Kalyani(4419), Kolkata(4410), Siliguri(4415) ।



Important Links:- 


Tags: SSC CHSL job 2023, SSC CHSL 2022 Notification Out for 4500 Vacancies, ssc chsl application form 2023, ssc chsl syllabus, ssc chsl notification 2022, ssc chsl 2023 syllabus, ssc nic in chsl, ssc chsl 2023 syllabus pdf, ssc chsl application form 2022, ssc chsl 2023 age limit.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন