চাকরির খবর ২৪৭ঃ আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে ১৮টি ট্রেডে ট্রেনিং ও প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। যার আবেদন ইতিমধ্যে অনলাইনে শুরু হয়ে গেছে।চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করেবন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করুন।
নিয়োগকারী সংস্থাঃ
INDIAN OIL CORPORATION LIMITED
(Marketing Division)
CIN: L23201MH1959GOI011388
IndianOil Bhavan, G-9, Ali Yavar Jung Marg,
Bandra East, Mumbai, Maharashtra, 400051
Advertisement No. IOCL/MKTG/APPR/2022-23
গুরুত্বপূর্ণ চাকরির খবর-
বর্তমানে সেরা ১০টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি 2022
SSC এর 4500 শুন্যপদে চাকরির বিজ্ঞপ্তি 2023
পশ্চিমবঙ্গে LDC, মালি, সাফাইওয়ালা নিয়োগ 2023
গুরুত্বপূর্ণ তারিখঃ
- আবেদন শুরুর তারিখঃ 14.12.2022
- লাস্ট ডেটঃ 3rd January 2023 (5.00 P.M.)
পদের বিবরন-
পদের নামঃ এপ্রেন্টিস
কোন কোন পদে ট্রেনিং দেওয়া হচ্ছে?
- Technician ApprenticeMechanical
- Technician ApprenticeElectrical
- Technician ApprenticeInstrumentation
- Technician Apprentice-Civil
- Technician ApprenticeElectrical & Electronics
- Technician ApprenticeElectronics
- Trade Apprentice – Fitter
- Trade Apprentice
- Electrician
- Trade Apprentice
- Electronics Mechanic
- Trade Apprentice
- Instrument Mechanic
- Graduate Apprentice
- Trade apprentice - Data Entry Operator (Freshers)
- Trade apprentice - Data Entry Operator (Skill Certificate Holders)
- Trade apprentice - Retail Sales Associate (Freshers)
- Trade apprentice - Retail Sales Associate (Skill Certificate Holders)
ভ্যাকান্সিঃ মোট ১৬১টি,
বয়সঃ 31/12/2022 তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে বয়স হতে হবে।
বয়সের ছাড়ঃ SC/ST- কাস্টের প্রার্থীরা ০৫বছর এবং OBC প্রার্থীরা ০৩বছরের বয়সের উরধসীমায় ছাড় পাবেন।
ট্রেনিং এর মেয়াদ-
- Trade Apprentice – Data Entry Operator (Fresher) – 15 Months,
- Trade Apprentice - Retail Sales Associate (Fresher) – 14 Months,
- বাদ বাকি সমস্ত পদ/ট্রেডের ক্ষেত্রে ১২ মাস।
স্টাইপেন্ড- এপ্রেন্টিস নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেবে, কত এক্সাট এমাউন্ট অফিশিয়াল নোটিশে বলা নেই।
সিলেকশন প্রসেসঃ MCQ টাইপ অনলাইনে টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অফিশিয়াল নোটিস ডাউনলোড করে সিলেবাস দেখে নেবেন।
আবেদন পদ্ধতিঃ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Important Links:-
- Official Notice: Download
- Official Website: Click Here
- Apply Now: Click Here
- Latest Job: Click Here