ফরেস্ট গার্ড, এসিস্ট্যান্ট ও ক্লার্ক নিয়োগ 2023.. মাধ্যমিক/HS পাশে.. Forest Guard Recruitment 2023..

চাকরির খবর ২৪৭ঃ আপনি কি সরকারি চাকরি খুজছেন? ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে গ্রুপ সি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করুন।




নিয়োগকারী সংস্থা- 

Forest Research Institute
Indian Council Of Forestry Research and Education
P.O. New Forest, Dehradun - 248006 Uttarakhand
Group C Recruitment 2022
Advertisement No. 1/FRI/GC/2022 Date: 09/12/2022



গুরুত্বপূর্ণ তারিখ- 

  • আবেদন শুরুর তারিখ- 24-12-2022
  • লাস্ট ডেট- 19/01/2023
  • কম্পিউটার বেসড এক্সাম ডেট- February 2023
  • লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের ডেট- ওয়েবসাইটে পরে জানানো হবে।



পদের বিবরন-

১) পদের নাম- টেকনিশিয়ান (ফিল্ড/ল্যাব রিসার্চ), 
শিক্ষাগত যোগ্যতা- সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিকে গড়ে ৬০% নম্বর পেলে এই পদের জন্য আবেদন যোগ্য।
ভ্যাকান্সি- মোট ২৩টি, 
বয়স- ১৮ থেকে ৩০ বছর বয়স হতে হবে।


২) পদের নাম- টেকনিশিয়ান (মেইন্টেন্স), 
i) ইনফরমেশন টেকনলজি-৩টি,
ii) ইলেক্ট্রনিকস মেকানিক-১টি,
iii) পাম্প অপারেটর কাম মেকানিক-২টি ।


শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সাথে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ যোগ্যতা থাকতে হবে।
ভ্যাকান্সি- মোট ৬টি, 
বয়স- ১৮ থেকে ৩০ বছর বয়স হতে হবে।



৩) পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক, 
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ এবং টাইপিং স্পীড চাওয়া হয়েছে।

টাইপিং স্পীড- 
ইংরেজি ভাষায় ৩৫টি শব্দ প্রতিমিনিটে এবং হিন্দি ভাষায় ৩০টি শব্দ প্রতিমিনিটে কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।
অথবা,
ইংরেজি ভাষায় ৩০টি শব্দ প্রতিমিনিটে এবং ইন্দি ভাষায় ২৫টি শব্দ প্রতিমিনিটে ম্যানুয়াল টাইপ রাইটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।

ভ্যাকান্সি- মোট ৫টি,
বয়স- ১৮ থেকে.২৭ বছর বয়স হতে হবে।



৪) পদের নাম- ফরেস্ট গার্ড,
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্বীকৃত বোর্ড থেকে সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ।

ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট-
পুরুষ- 
হাটা- ২৫ কিমি ৪ ঘন্টায় সম্পূর্ণ করতে হবে,
হাইট- নূন্যতম ১৬৫ সেমি,
বুক- না ফুলিয়ে ৭৯সেমি এবং ফুলিয়ে ৮৪ সেমি।


মহিলা- 
হাটা- ১৪কিমি ৪ ঘন্টায় সম্পূর্ণ করতে হবে,
হাইট- নূন্যতম ১৫০ সেমি,
বুক- না ফুলিয়ে ৭৪সেমি এবং ফুলিয়ে ৭৯ সেমি।


ভ্যাকান্সি- মোট ২টি, 
বয়স- ১৮ থেকে ২৭ বছর বয়স হতে হবে।



৫) পদের নাম- স্টেনোগ্রাফার গ্রেড ২, 
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটার এপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে এছাড়া হিন্দি বা ইংরেজি ভাষায় স্টেনোগ্রাফির নলেজ থাকতে হবে।
ভ্যাকান্সি- মোট ১টি, 
বয়স- ১৮ থেকে ২৭ বছর বয়স হতে হবে।


৬) পদের নাম- স্টোর কিপার, 
শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ।
ভ্যাকান্সি- মোট ২টি, 
বয়স- ১৮ থেকে ২৭ বছর বয়স হতে হবে।


৭) পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ/MTS, 
শিক্ষাগত যোগ্যতা- কোনো স্বীকৃত বোর্ড বা স্কুল থেকে মাধ্যমিক পাশ যোগ্যতা। ৩বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
ভ্যাকান্সি- মোট ৭২টি, 
বয়স- ১৮ থেকে ২৭ বছর বয়স হতে হবে।



বয়সের ছাড়- SC/ST- কাস্টের প্রার্থীরা ০৫বছর এবং OBC প্রার্থীরা ০৩বছরের বয়সের উরধসীমায় ছাড় পাবেন।
সিলেকশন প্রসেস- কম্পিউটার বেসড টেস্ট, ডেসক্রিপটিভ লিখিত পরীক্ষা, স্কিল/ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন ফি- Gen/OBC/EWS প্রার্থীদের জন্য ১৫০০টাকা/- এবং SC/ST/PWD/Female প্রার্থীদের জন্য ৭০০টাকা/- আবেদন মুল্য ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।



Important Links:- 




Tags: Forest Guard Recruitment 2023, Apply Online Forest Guard Jobs 2023, West Bengal Forest Recruitment 2023 Vacancy, forest guard recruitment 2022 official website, forest guard recruitment 2022 apply online, forest department recruitment 2022, forest guard salary, forest guard official website, forest guard bharti 2022 maharashtra, forest guard admit card, forest department gujarat recruitment 2022.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন