চাকরির খবর ২৪৭ঃ পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে সারা ভারত জুড়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।
নিয়োগকারী সংস্থা-
State Bank of India
CENTRAL RECRUITMENT & PROMOTION DEPARTMENT,
CORPORATE CENTRE, MUMBAI
(Phone: 022-2282 0427; Fax: 022- 2282 0411; E-mail: crpd@sbi.co.in)
RECRUITMENT OF JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES)
(Advertisement No. CRPD/CR/2022-23/15)
গুরুত্বপূর্ণ তারিখ-
- আবেদন শুরুর তারিখ- 07.09.2022
- লাস্ট ডেট- 27.09.2022
শূন্যপদের বিবরণ-
পদের নাম- JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES)
শিক্ষাগত যোগ্যতা- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ বা সমতুল্য যোগ্যতা। গ্রাজুয়েশন অবশ্যই 30.11.2022 তারিখের আগে পাশ করতে হবে।
ভ্যাকান্সি- সারা ভারতবর্ষে মোট 5008টি শুন্যপদ রয়েছে এবং পশ্চিমবঙ্গে ভ্যাকান্সি রয়েছে মোট 340টি, কাস্ট হিসেবে শুন্যপদের বিবরন- SC-78, ST-17, OBC-75, EWS-34, GEN-136 ।
বেতন- প্রতিমাসে 19900/- টাকা সাথে অন্যান্য সুবিধা।
বয়স- 01.08.2022 তারিখ হিসেবে নূন্যতম ২০বছর থেকে সরবোচ্চ ২৮বছরের মধ্যে বয়স হতে হবে, জন্মতারিখ হতে হবে 02.08.1994 তারিখ থেকে 01.08.2002 তারিখের মধ্যে।
বয়সের ছাড়- SC/ST আবেদনকারীরা ৫ বছর এবং OBC কাস্টের প্রার্থীরা ৩ বছর বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন ।
প্রার্থীবাছাই পদ্ধতি-
- প্রিলিমিনারি এক্সাম,
- মেন এক্সাম ।
প্রিলিমিনারি এক্সাম সিলেবাস- ইংলিশ ল্যাঙ্গয়েজ ৩০টি প্রশ্ন ৩০ নম্বর, নিউমেরিকাল এবিলিটি ৩৫টি প্রশ্ন ৩৫ নম্বর, রিজনিং এবিলিটি ৩৫টি প্রশ্ন ৩৫ নম্বর, মোট ১০০টি প্রশ্ন ১০০ নম্বরের পরিক্ষা হবে সময় পাবেন ১ ঘন্টা ।
মেন এক্সাম সিলেবাস- জেনারেল/ফিনান্সিয়াল এও্যারনেস ৫০টি প্রশ্ন ৫০ নম্বর, জেনারেল ইংলিশ ৪০টি প্রশ্ন ৪০ নম্বর, কোয়ান্টিটিভ এপ্টিটিউড ৫০টি প্রশ্ন ৫০ নম্বর, রিজনিং এবিলিটি ও কম্পিউটার এপ্টিটিউড ৫০টি প্রশ্ন ৬০ নম্বর, মোট ১৯০টি প্রশ্ন ২০০ নম্বরের পরিক্ষা হবে, সময় পাবেন ২ঘন্টা ৪০মিনিট।
নেগেটিভ মারকিং- ১টি প্রশ্ন ভুল করলে 0.25 মার্ক এবং ৪টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে ১নম্বর কেটে নেওয়া হবে
পরিক্ষা ভাষা- পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইংরেজি, হিন্দি ও বাংলা ভাষায় প্রশ্ন হবে।\
আবেদন ফি-
- SC/ ST/ PwBD/ ESM/DESM- Nil
- General/ OBC/ EWS- Rs 750/-
পরিক্ষা কেন্দ্র- Asansol, Durgapur, Greater Kolkata, Hooghly, Howrah, Kalyani, Siliguri
আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে প্রার্থীকে আবেদন করতে হবে । আবেদন করার সময় ছবি, বা হাতের বুড়ো আঙ্গুলের ছাপ, সিগুনেচার ও hand-written declaration আপলোড করতে হবে।
- Official Notice: Download
- Apply Online: Click Here
- Official Website: Click Here
- Latest Job: Click Here
- Chakrir Khabar 247 App: Download