চাকরির খবর ২৪৭ঃ আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? সরকারি চাকরি খুজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। SSC/স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে একাধিক শুন্যপদে স্টেনোগ্রাফার পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।
নিয়োগকারী সংস্থা-
Government of India,
Ministry of Personnel, Public Grievances &
Pensions,
Department of Personnel and Training,
Staff Selection Commission,
Block No. 12, CGO Complex, Lodhi Road,
New Delhi - 110003.
গুরুত্বপূর্ণ তারিখ-
শূন্যপদের বিবরণ-
পদের নাম- স্টেনোগ্রাফার গ্রেড C ও D,
শিক্ষাগত যোগ্যতা- 05.09.2022 তারিখ অনুযায়ী কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে,
-
বয়স(০১/০১/২০২২ তারিখ অনিযায়ী)- স্টেনোগ্রাফার গ্রেড C পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে, এবং স্টেনোগ্রাফার গ্রেড D পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে।
জন্ম তারিখ হতে হবে-
স্টেনোগ্রাফার গ্রেড C পদের ক্ষেত্রে 02.01.1992 থেকে 01.01.2004 তারিখের মধ্যে,
স্টেনোগ্রাফার গ্রেড D পদের ক্ষেত্রে 02.01.1995 থেকে 01.01.2004 তারিখের মধ্যে,
বয়সের ছাড়- SC/ST আবেদনকারীরা ৫ বছর এবং OBC কাস্টের প্রার্থীরা ৩ বছর বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন ।
আবেদন ফি- জেনারেল/OBC শুধুমাত্র ছেলেদের জন্য ১০০টাকা ফি জমা দিতে হবে, SC/ST এবং সমস্ত কাস্টের মহিলা প্রার্থীদের কোনপ্রকার ফি দিতে হবে না।
নির্বাচন পদ্ধতি-
- কম্পিউটার বেসড এক্সাম,
- স্টেনোগ্রাফার স্কিল টেস্ট,
- ডকুমেন্ট ভেরিফিকেশন ।
কম্পিউটার বেসড এক্সাম সিলেবাস- (i)জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং এ ৫০টি প্রশ্ন ৫০ নম্বর, (ii)জেনারেল এও্যারনেস ৫০টি প্রশ্ন ৫০ নম্বর, (iii)ইংলিশ ল্যাঙ্গয়েজ ১০০টি প্রশ্ন ১০০ নম্বর, সবমিলিয়ে মোট এই ২০০টি প্রশ্ন এবং ২০০ নম্বরের পরিক্ষা হবে, সময় থাকবে ২ ঘণ্টা ।
পরিক্ষার বিবরন- মাল্টিপ্ল চয়েজ কোশ্চেন/MCQ প্রশ্ন থাকবে, এবং নেগেটিভ মার্ক থাকবে 0.25, মানে চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।
পরীক্ষা সেন্টার- পশ্চিমবঙ্গে শুধুমাত্র কলকাতা এবং শিলিগুড়িতে পরিক্ষা সেন্টার পাবেন।
আবেদন পদ্ধতি-
https://ssc.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে এপ্লাই করার সময় নিজের পাসপোর্ট সাইজ ফোটো এবং সিগনেচার ও অন্যান্য ডকুমেন্ট আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার Step by step ভিডিও পেয়ে যাবেন আমাদের Chakrir Khabor 247 চ্যানেলে, অথবা এখান থেকে দেখুন।
- Official Notice: Download
- Apply Online: Click Here
- Official Website: Click Here
- Latest Job: Click Here