SSC তে 6 হাজার শুন্যপদে সাব ইন্সপেক্টর নিয়োগ 2022 ।। Staff Selection Commission Sub Inspector Recruitment 2022..

চাকরির খবর ২৪৭ঃ আপনি কি পুলিশে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। দিল্লি পুলিশের পক্ষ থেকে সাব ইন্সপেক্টর পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে। চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।




 নিয়োগকারী সংস্থা- 

Government of India,

Ministry of Personnel, Public Grievances & Pensions,

Department of Personnel and Training,

Staff Selection Commission,

Block No. 12, CGO Complex, Lodhi Road,

New Delhi – 110003

Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2022



গুরুত্বপূর্ণ তারিখ- 

  • আবেদন শুরুর তারিখ- 10/08/2022,
  • লাস্ট ডেট- 30/08/022



শূন্যপদের বিবরণ-

১) পদের নাম- Sub-Inspector (GD) in CAPFs,

বেতন- Rs.35,400-Rs.1,12,400/-

ভ্যাকান্সি- মোট 3960টি,



২) পদের নাম- Sub-Inspector (Exe.) in Delhi Police-Male,

ভ্যাকান্সি- ছেলেদের জন্য 28টি মেয়েদের জন্য 112টি,



বেতন- Rs.35,400-Rs.1,12,400/-

বয়স- 
01/01/2022 তারিখ অনুযায়ী ২০ থকে ২৫ বছরের মধ্যে বয়স হওয়া চাই, জন্ম তারিখ হতে হবে 02.01.1997 তারিখ থেকে 01.01.2002 তারিখের মধ্যে।

বয়সের ছাড়- 

SC/ST আবেদনকারীরা ৫ বছর এবং OBC কাস্টের প্রার্থীরা ৩ বছর বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন ।

শিক্ষাগত যোগ্যতা- 

30/08/2022 তারিখ অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ বাঁ সমতূল্য যোগ্যতা থাকতে হবে।



আবেদন ফি- 

জেনারেল/OBC ক্যান্ডিডেটের শুধুমাত্র ছেলেদের জন্য ১০০টাকা ফি এবং SC/ST ও সমস্ত কাস্টের মহিলাদের জন্য কোনপ্রকার ফি নেই । 


পরীক্ষা কেন্দ্র-

 Kolkata


নির্বাচন পদ্ধতি-  

  1. Paper-I (Multiple Choice Type Questions )
  2. Physical Standard Test (PST)/Physical Endurance Test (PET), 
  3. PAPER-II 
  4. Detailed Medical Examination (DME)



সিলেবাস-



প্রশ্নপত্র-

প্রশ্নপত্র পাবেন ইংরেজি ও হিন্দি ভাষায়, 0.25 মার্ক কাটা যাবে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য।





Physical Standard Test (for all Posts):

হাইট-

i) ছেলেদের জন্য হাইট লাগবে ১৭০সেমি, বুক লাগবে না ফুলিয়ে ৮০সেমি এবং ফুলিয়ে ৫ সেমি এক্সট্রা, ৮৫ সেমি।

ii) মেয়েদের জন্য হাইট লাগবে ১৫৭সেমি, বুক লাগবে না ফুলিয়ে ৭৭সেমি এবং ফুলিয়ে ৫ সেমি এক্সট্রা, ৮২ সেমি।


ওয়েট-

উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ।



Physical Endurance Test (PET) (For all posts):

i) ছেলেদের ক্ষেত্রে-

  1. ১০০ মিটার রেস ১৬ সেকেন্ডে কমপ্লিট করতে হবে,
  2. ১৬০০ মিটার রেস সাড়ে ৬ মিনিটে কমপ্লিট করতে হবে,
  3. লং জাম্প ৩.৬৫ মিটার ৩টি সুযোগ পাবেন,
  4. হাই জাম্প ১.২ মিটার ৩টি সুযোগ পাবেন,
  5. শট পুট (১৬ ল্যাবস) ৪.৫মিটার ৩টি সুযোগ পাবেন।


ii) মেয়েদের ক্ষেত্রে-

  1. ১০০ মিটার রেস ১৮ সেকেন্ডে কমপ্লিট করতে হবে,
  2. ৮০০ মিটার রেস সাড়ে ৪ মিনিটে কমপ্লিট করতে হবে,
  3. লং জাম্প ২.৭ মিটার ৩টি সুযোগ পাবেন,
  4. হাই জাম্প ০.৯ মিটার ৩টি সুযোগ পাবেন।



আবেদন পদ্ধতি- 

অনলাইনে SSC এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।


Important Links- 






Tags: ssc delhi police sub inspector recruitment 2022, ssc delhi police sub inspector recruitment, delhi police sub inspector recruitment, ssc cpo upcoming vacancy 2022, ssc cpo notification 2022 pdf, ssc cpo 2022 notification release date, ssc capf si recruitment 2022, ssc cpo 2022 eligibility, ssc cpo total vacancy 2022, ssc cpo upcoming vacancy 2022, ssc cpo notification 2022 pdf, ssc cpo 2022 notification release date, ssc capf si recruitment 2022, ssc cpo 2022 eligibility, ssc cpo total vacancy 2022, ssc cpo age limit 2022, ssc cpo 2022 application form.


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন