ভারতের ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মী নিয়োগ চলছে 2022 । IBPS MANAGEMENT TRAINEES. IBPS XII Recruitment 2022

চাকরির খবর ২৪৭ঃ  পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর । ভারতের ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন গ্রহন শুরু হয়ে গিয়েছে । চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।




 নিয়োগকারী সংস্থা- 

Institute of Banking Personnel Selection (IBPS)

COMMON RECRUITMENT PROCESS FOR 

RECRUITMENT OF PROBATIONARY OFFICERS/ MANAGEMENT TRAINEES

IN PARTICIPATING BANKS (CRP PO/MT-XII for Vacancies of 2023-24)

Authorised Website: www.ibps.in

In case of queries / complaints please log in to http://cgrs.ibps.in/


গুরুত্বপূর্ণ তারিখ- 

  • আবেদন শুরুর তারিখ- 02.08.2022,
  • লাস্ট ডেট-  22.08.2022


শূন্যপদের বিবরণ-

1) পদের নাম- PROBATIONARY OFFICERS/ MANAGEMENT TRAINEES

শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ বা সমতুল্য যোগ্যতা (22/08/2022 তারিখ অনুযায়ী) ।

ভ্যাকান্সি- মোট 6432 টি,

কোন কোন ব্যাংকে কতগুলি শুন্যপদ রয়েছে?



বয়স- ০১/০৮/২০২২ তারিখ অনুযায়ী ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে, জন্ম তারিখ হতে হবে 02.08.1992 তারিখ থেকে 01.08.2002 তারিখের মধ্যে।

বয়সের ছাড়- SC/ST আবেদনকারীরা ৫ বছর এবং OBC কাস্টের প্রার্থীরা ৩ বছর বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন ।


নির্বাচন পদ্ধতি-  

  1. প্রিলিমিনারি এক্সাম,
  2. মেন এক্সাম,
  3. ইন্টারভিউ,
  4. ডকুমেন্ট ভেরিফিকেশন ।


প্রি-এক্সাম ট্রেনিং সেন্টার- কলকাতা, শিলিগুড়ি ।



প্রিলিমিনারি এক্সাম সিলেবাস-



মেন এক্সাম সিলেবাস-




নেগেটিভ মারকিং- প্রিলিমিনারি ও মেন দুটি এক্সামের ক্ষেত্রেই প্রতিটি প্রশ্নের ভুল উত্তরে জন্য 0.25 নম্বর কাটা হবে।

এক্সাম সেন্টার- Asansol, Baharampur, Burdwan, Durgapur, Greater Kolkata, Haldia, Hooghly, Howrah, Kalyani, Paschim Medinipur, Siliguri.

আবেদন পদ্ধতি- অনলাইনে, IBPS এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে এপ্লাই করতে হবে ।

আবেদন ফি- SC/ST/PWD দের জন্য ১৭৫/- টাকা এবং OBC/জেনারেলদের জন্য ৮৫০/- টাকা ফি জমা করতে হবে ।



অনলাইনে এপ্লাই করার সময় যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে-

  1. পাসপোর্ট সাইজ ফোটো (20kb–50 kb),
  2. সিগনেচার (10kb – 20kb),
  3. বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ(20 KB – 50 KB),
  4. সেলফ ডিক্লেরেশন ফর্ম (সেলফ ডিক্লেরেশন Pro-Forma ডাউনলোড করার লিঙ্ক নীচে পাবেন, সেটি ডাউনলোড করে একটা সাদা কাগজে কালো কালিতে সেলফ ডিক্লেরেশন ফর্ম নিজের হাতে লিখে আপলোড করতে হবে, সাইজ হতে হবে 50kb-100kb এর মধ্যে)।


Important Links- 



Tags: rrb ibps recruitment 2022, rbi ibps recruitment 2022, upcoming ibps recruitment 2022, rrb ibps recruitment 2022 apply online, latest ibps recruitment 2022, esic ibps recruitment 2022, rrb ibps recruitment 2022 sarkari result, ibps rrb recruitment 2022, ibps rrb recruitment 2022 apply online, ibps clerk recruitment 2022, ibps po recruitment 2022, ibps gramin bank recruitment 2022, ibps rbi recruitment 2022, ibps office assistant recruitment 2022, ibps research associate recruitment 2022, ibps so recruitment 2022, ibps rrb xi recruitment 2022.




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন