IBPS Bank Clerck Recruitment 2022-23 । 7 হাজার শুন্যপদে ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ 2022 ।

 চাকরির খবর ২৪৭ঃ আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? ব্যাঙ্কে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর । IBPS এর পক্ষ থেকে 7 হাজার শুন্যপদে ভারতের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।




 নিয়োগকারী সংস্থাঃ 

Institute of Banking Personnel Selection

COMMON RECRUITMENT PROCESS FOR

RECRUITMENT OF CLERKS

IN PARTICIPATING BANKS (CRP CLERKS-XII for Vacancies of 2023-24 )


গুরুত্বপূর্ণ তারিখঃ 

  • আবেদন শুরুর তারিখঃ 01.07.2022, 
  • লাস্ট ডেটঃ 21.07.2022
  • Download of call letters for Pre- Exam Training August 2022
  • Conduct of Pre-Exam Training  August 2022
  • Download of call letters for Online examination – Preliminary August 2022
  • Online Examination – Preliminary September 2022
  • Result of Online exam – Preliminary September/ October 2022
  • Download of Call letter for Online exam – Main September/ October 2022
  • Online Examination – Main October 2022
  • Provisional Allotment April 2023




শূন্যপদের বিবরণঃ


1) পদের নামঃ ক্লার্ক/ Clerical Cadre,

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে একটি ডিগ্রি (স্নাতক) পাশ। লোকাল ল্যাঙ্গয়েজে (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষা) পড়তে, লিখতে ও কথা বলতে জানতে হবে ।


ভ্যাকান্সিঃ 

পশ্চিমবঙ্গে মোট ভ্যাকান্সি 528টি,

  1. BANK OF INDIA: Total 20,
  2. CANARA BANK: Total 02,
  3. CENTRAL BANK OF INDIA: Total 201,
  4. PUNJAB & SIND BANK: Total 03
  5. PUNJAB NATIONAL BANK: Total 219
  6. UCO BANK: Total 44
  7. UNION BANK OF INDIA: Total 39



বয়সঃ 

01/07/2022 তারিখ অনুযায়ী বয়স হতে হবে মিনিমাম ২০ বছর থেকে ম্যাক্সিমাম ২৮ বছরের মধ্যে । জন্ম তারিখ হতে হবে 02.07.1994 তারিখ থেকে 01.07.2002 তারিখের মধ্যে ।


বয়সের ছাড়ঃ 

  • SC/ST: 05 Years,
  • OBC: 03 Years


আবেদন ফিঃ 

  • SC/ST/PWBD/EXSM:  Rs. 175/- (inclusive of GST)
  • General/OBC/EWS: Rs. 850 /- (inclusive of GST)


সিলেকশন প্রসেসঃ 

  • Preliminary Examination
  • Main Examination



সিলেবাসঃ

a) Preliminary Examination

১ ঘণ্টার পরিক্ষা হবে, ১০০ নম্বরের, ১০০টি প্রশ্ন থাকবে ।




b) Main Examination
১৬০ মিনিটের পরিক্ষা হবে, ১৯০টি প্রশ্ন ২০০ নম্বর থাকবে ।



নেগেটিভ নম্বরঃ
প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, মানে 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে ।

প্রশ্নপত্রের ভাষাঃ
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় প্রশ্নপত্র পাবেন ।

এক্সাম সেন্টারঃ
Asansol, Durgapur, Greater Kolkata, Hooghly, Kalyani, Siliguri

আবেদন পদ্ধতিঃ 

অনলাইন, 



Important Links:- 
 Official Notice: Download
 Apply Online: Click Here
 Official Website: Click Here
 Latest Job: Click Here
 Chakrir Khabar 247 App: Download



বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags:  IBPS Clerk 2022 Notification PDF,IBPS Bank Clerck Recruitment In West Bengal 2022,Bank Clerck Recruitment In West Bengal 2022,IBPS Bank Clerck Recruitment 2022,IBPS Bank Clerck apply online in bangla,IBPS Bank Clerck form fillup 2022 west bengal,IBPS Clerk 2022,ibps clerk full details in bangla,ibps clerk vacancy 2022 state wise and category wise,www ibps in online application,punjab national bank ibps clerk recruitment,bank clerk recruitment process chakrir khabor 247           




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন