SSC Head Constable (Ministerial) Recruitment 2022। স্টাফ সিলেকশন কমিশনের হেড কনস্টেবল পদে চাকরির বিজ্ঞপ্তি 2022।

 চাকরির খবর ২৪৭ঃ আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? পুলিশে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। স্টাফ সিলেকশন কমিশনের(SSC) মাধ্যমে হেড কনস্টেবল পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।




 নিয়োগকারী সংস্থাঃ 

Government of India,

Ministry of Personnel, Public Grievances &

Pensions,

Department of Personnel and Training,

Staff Selection Commission,

Block No. 12, CGO Complex, Lodhi Road,

New Delhi – 110003.


গুরুত্বপূর্ণ তারিখঃ 

আবেদন শুরুর তারিখঃ 17.05.2022, 

লাস্ট ডেটঃ  16.06.2022,

Dates of ‘Window for Application Form Correction’ and online payment of Correction Charges: 21.06.2022 to 25.06.2022 (2300hours)

Schedule of Computer Based Examination September: 2022



শূন্যপদের বিবরণঃ

1) পদের নামঃ হেড কনস্টেবল(মিনিস্ট্রিয়াল)/Head Constable (Ministerial) মেল ও ফিমেল,

শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা লাগবে । এছাড়া টাইপিং স্পীড লাগবে ইংরেজি ভাষায় ৩০টি শব্দ প্রতিমিনিটে অথবা হিন্দী ভাষায় ২৫টি শব্দ প্রতিমিনিটে।


ভ্যাকান্সিঃ 

i) হেড কনস্টেবল মেল পদেঃ মোট ভ্যাকান্সি ৫৫৯টি, 


i) হেড কনস্টেবল ফিমেল পদেঃ মোট ভ্যাকান্সি ২৭৬টি, 


বয়সঃ 

০১/০১/২০২২ তারিখ হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে, আবেদনকারীর জন্ম তারিখ হতে হবে 02-01-1997 তারিখ থেকে 01-01-2004 তারিখের মধ্যে হতে হবে ।


বয়সের ছাড়ঃ 

SC/ST: 05 Years,

OBC: 03 Years.


আবেদন ফিঃ 

জেনারেল/OBC কাস্টের শুধুমাত্র ছেলেদের জন্য ১০০টাকা ফি পেমেন্ট করতে হবে। SC/ST/PWD এবং সমস্ত কাস্টের মহিলাদের কোনপ্রকার ফি দিতে হবে না ।


সিলেকশন প্রসেসঃ 

(i) Computer Based Examination by SSC: 100 Marks

(ii) Physical Endurance & Measurement Tests(PE&MT) by Delhi Police: Qualifying

(iii) Typing Test on Computer by Delhi Police: 25 Marks

(iv) Computer (Formatting) Test by Delhi Police: Qualifying


কম্পিউটার বেসড টেস্ট/CBT:

৯০ মিনিটের পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের, নেগেটিভ মারকিং থাকবে ১টি প্রশ্নের জন্য 0.50 মার্ক, ২টি প্রশ্ন ভুল করলে মোট ১নম্বর কাটা যাবে । প্রশ্নপত্র হবে হিন্দি অথবা ইংরেজি ভাষায় ।



সিলেবাসঃ

Part-A) General Awareness:  Questions-20, Marks-20

Part-B) Quantitative Aptitude (Basic Arithmetic Skill): Questions-20, Marks-20

Part-C) General Intelligence: Questions-25, Marks-25

Part-D) English Language (Basic Knowledge): Questions-25, Marks-25

Part-E) Computer Fundamentals, MS Excel, MS Word, Communication, Internet, WWW and Web Browsers etc: Questions-10, Marks-10

Total: Questions-100, Marks-100


Physical Endurance Test (Qualifying):

ছেলেদের জন্যঃ




মেয়েদের জন্যঃ



Physical Measurement

Height:- ছেলেদের জন্য165 cms, মেয়েদের জন্য - 157 cms

বুকঃ মিনিমাম ৭৮ সেমি এবং ফুলিয়ে ৮২ সেমি,


পরীক্ষা সেন্টারঃ

  1. Durgapur(4426), 
  2. Kalyani(4419), 
  3. Kolkata(4410), 
  4. Siliguri(4415) ।



আবেদন পদ্ধতিঃ 

অনলাইন, SSC এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এপ্লাই করতে হবে ।



Important Links:- 

 ✓Official Notice: Download
 ✓Apply Online: Click Here
 ✓Official Website: Click Here
 ✓Latest Job: Click Here
 ✓Chakrir Khabar 247 App: Download

বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags:  ssc head constable ministerial notification 2022,  ssc head constable ministerial syllabus, delhi police head constable recruitment 2022, delhi police head constable ministerial qualification, delhi police head constable ministerial syllabus 2022, delhi police head constable ministerial cut off, delhi police head constable ministerial exam date 2022, delhi police head constable ministerial selection process, head constable ministerial salary.          




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন