চাকরির খবর ২৪৭ঃ আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? পুলিশে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর । কলকাতা পুলিশের পক্ষ থেকে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।
নিয়োগকারী সংস্থাঃ
WEST BENGAL POLICE RECRUITMENT BOARD
ARAKSHA BHAWAN (5TH FLOOR), 6TH CROSS ROAD, BLOCK - DJ,
SECTOR - II, SALT LAKE CITY, KOLKATA - 700 091
গুরুত্বপূর্ণ তারিখঃ
আবেদন শুরুর তারিখঃ 29.05.2022,
লাস্ট ডেটঃ 27.06.2022,
ভুল কারেকশন করার ডেটঃ ০১/০৭/২০২২ তারিখ থেকে ০৭/০৭/২০২২ তারিখ পর্যন্ত ।
শূন্যপদের বিবরণঃ
1) পদের নামঃ কনস্টেবল ও লেডি কনস্টেবল পুলিশ (Constables & Lady Constables in Kolkata Police)
শিক্ষাগত যোগ্যতাঃ West Bengal Board of Secondary Education বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা থাকতে হবে,
ভাষাঃ আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে, তবে শর্ত থাকে যে, এই নিয়মটি এমন ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে না যারা পাহাড়ের উপ-বিভাগগুলির স্থায়ী বাসিন্দা যেমন, দার্জিলিং ও কালিম্পং জেলা। (ii) দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য উপ-বিভাগের আবেদনকারীর জন্য ।
ভ্যাকান্সিঃ মেল কনস্টেবল পদে ১৪১০টি ও লেডি কনস্টেবল পদে ২৫৬টি, মোট ১৬৬৬টি ।
কাস্ট অনুযায়ী ভ্যাকান্সি রিজার্ভেশনঃ
বয়সঃ ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে ।
বয়সের ছাড়ঃ সরকারি নিয়মানুসারে SC/ST রা ০৫বছর এবং OBC কাস্টের প্রার্থীরা ০৩ বছর বয়সের উরদ্ধসীমায় ছাড় পাবেন ।
শারীরিক মাপজোখঃ
i) কনস্টেবল মেলঃ হাইট ১৬৭সেমি, ওয়েট ৫৭কেজি, বুক ৭৮ সেমি (না ফুলিয়ে), ৮৩ সেমি (ফুলিয়ে)
ii) লেডি কনস্টেবলঃ হাইট ১৬০সেমি, ওয়েট ৪৯কেজি, মেয়েদের বুক লাগবে না।
আবেদন ফিঃ
জেনারেল/OBC কাস্টের জন্য আবেদন ফি ও প্রসেসিং ফি মিলিয়ে ১৭০ টাকা এবং SC/ST কাস্টের আবেদন ফি শূন্য কিন্তু প্রসেসিং ফি ২০টাকা দেওয়া লাগবে ।
সিলেকশন প্রসেসঃ
i) প্রিলিমিনারি লিখিত পরীক্ষা,
১০০ নম্বরের MCQ টাইপের প্রশ্ন হবে, প্রশ্নপত্র হবে বাংলা ও নেপালি ভাষায়, 0.25 নম্বর নেগেটিভ মার্ক রয়েছে ১টি প্রশ্নের ভুল উত্তরের জন্য ।
সিলেবাসঃ জেনারেল এও্যারনেস ও জেনারেল নলেজ ৪০ নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিকস(মাধ্যমিক লেভেলের) ৩০ নম্বর, রিজনিং ৩০ নম্বরের ।
ii) ফিজিক্যাল মেজরমেন্ট টেস্ট(PMT),
কনস্টেবল মেলঃ হাইট ১৬৭সেমি, ওয়েট ৫৭কেজি, বুক ৭৮ সেমি (না ফুলিয়ে), ৮৩ সেমি (ফুলিয়ে)
লেডি কনস্টেবলঃ হাইট ১৬০সেমি, ওয়েট ৪৯কেজি, মেয়েদের বুক লাগবে না।
iii) ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট(PET),
কনস্টেবল মেলঃ ১৬০০ মিটার রান কমপ্লিট করতে হবে ৬ মিনিট ৩০ সেকেন্ডে,
লেডি কনস্টেবলঃ ৮০০ মিটার রান কমপ্লিট করতে হবে ৪ মিনিট ৩০ সেকেন্ডে ।
iv) ফাইনাল লিখিত পরীক্ষা,
যারা সফল্ভাবে ফিজিক্যাল মেজরমেন্ট টেস্ট(PMT) এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট(PET) পাশ করবে, তারা ৮৫ নম্বরের ফাইনাল লিখিত পরীক্ষায় ডাক পাবে । MCQ বেসড প্রশ্ন আসবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য ১নম্বর বরাদ্দ থাকবে । প্রশ্নপত্র হবে বাংলা ও নেপালি ভাষায়, 0.25 নম্বর নেগেটিভ মার্ক রয়েছে ১টি প্রশ্নের ভুল উত্তরের জন্য ।
vi) ডকুমেন্ট ভেরিফিকেশন ।
আবেদন পদ্ধতিঃ
২৯শে মে থেকে ২৭শে জুন পর্যন্ত অনলাইনে এপ্লাই করতে পারবেন । এপ্লাই লিঙ্ক নীচে দেওয়া আছে । অনলাইনে এপ্লাই করার সময় ৫০কেবির মধ্যে পাসপোর্ট সাইজ ফোটো এবং ২০কেবির মধ্যে সিগ্নেচার আপলোড করতে হবে । ৩ মাসের বেশী পুরানো ছবি আপলোড করবেন না, ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হওয়া চাই ।
✓Apply Online: Click Here
✓Official Website: Click Here
✓Latest Job: Click Here
✓Chakrir Khabar 247 App: Download
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: kolkata police constable recruitment 2022, kolkata police constable recruitment , kolkata police constable vacancy 2022, kolkata police constable and lady constable recruitment 2022, kolkata police constable recruitment 2022 datekolkata police si recruitment 2022, www kolkatapolice gov in 2022, wwwkolkatapolice gov in civic volunteer recruitment 2022, west bengal police recruitment 2022, kolkata police recruitment.