Indian Railway Apprentice Training 2022। ইন্ডিয়ান রেলে বিনামূল্যে ট্রেনিং ও প্রতিমাসে বেতন ।

 চাকরির খবর ২৪৭ঃ আপনি কি ইন্ডিয়ান রেলে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ভারতীয় রেলের পক্ষ থেকে ট্রেনিং ও প্রতিমাসে বেতন দেওয়া হচ্ছে । 

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।




 নিয়োগকারী সংস্থাঃ 

GOVERNMENT OF INDIA

MINISTRY OF RAILWAYS

WESTERN RAILWAY

RAILWAY RECRUITMENT CELL

Parcel Depot, Alibhai Premji Road, Grant Road (East), Mumbai – 400 007.

Notification No. RRC/WR/01/2022 Apprentice Dated 26/05/2022


আরও পড়ুনঃ মে মাসের শেষে বেস্ট ৮টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি 2022 


গুরুত্বপূর্ণ তারিখঃ 

আবেদন শুরুর তারিখঃ 28/05/2022, 

লাস্ট ডেটঃ 27/06/2022 .



শূন্যপদের বিবরণঃ


1) পদের নামঃ এপ্রেন্টিস, 

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড থেকে 10+2 সিস্টেমে গড়ে ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে এবং নির্দিষ্ট ট্রেডে NCVT/SCVT বোর্ডের দ্বারা ITI পাশ যোগ্যতা।




ভ্যাকান্সিঃ মোট ৩৬১২টি, 

বয়সঃ ২৭/০৬/২০২২ তারিখ অনুযায়ী মিনিমাম ১৫ বছর থেকে সর্বচ্চ ২৪ বছরের মধ্যে বয়স হতে হবে ।


আরও পড়ুনঃ কলকাতা পুলিশে মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ 2022


জন্মতারিখঃ



বয়সের ছাড়ঃ SC/ST কাস্টের প্রার্থীরা ০৫ বছর এবং OBC কাস্টের প্রার্থীরা ০৩ বছর বয়সের উরদ্ধসীয় ছাড় পাবেন ।



ট্রেনিং এর মেয়াদঃ ০১ বছর ।

স্টাইপেন্ডঃ ০১ বছর ট্রেনিং চলাকালীন ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড দেওয়া হবে ।


আরও পড়ুনঃ রেলে ৬ লাখ চাকরির সুযোগ, দেশের ৭,০০০-র বেশি স্টেশনে করতে হবে কাজ


চাকরির সুবিধাঃ

এই ট্রেনিং কমপ্লিট করার পরে আপনি NAC/National Apprenticeship Certificate পাবেন, এক্ষেত্রে ডাইরেক্ট রিক্রূটমেন্টের মাধ্যমে আপনি চাকরি পেলে  Level – 1 (Rs.18,000/- -Rs. 56,900/-), স্যালারি থাকবে । তাছাড়া রেলেওয়ে চাকরির ক্ষেত্রে ২০% অগ্রাধিকার পাবেন ।


আবেদন ফিঃ 

জেনারেল এবং OBC কাস্টের শুধুমাত্র ছেলেদের ১০০/- টাকা ফি দিতে হবে, SC/ST/PWD/Women দের কোন ফি দিতে হবে না 



সিলেকশন প্রসেসঃ 

সম্পূর্ণ মেরিট বেসিসে প্রার্থী বাছাই হবে, কোন লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবেনা ।


আবেদন পদ্ধতিঃ 

অনলাইন ।


আরও পড়ুনঃ মে মাসের শেষে বেস্ট ৮টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি 2022 ।


অনলাইনে এপ্লাই করারা সময় কি কি ডকুমেন্ট আপলোড করবেন?

  • SSC (Standard 10th) or its equivalent Mark Sheet,
  • Certificate for proof of date of birth (Standard 10 or its equivalent certificate or mark sheet indicating date of birth or School Leaving Certificate indicating date of birth).
  •  Consolidated ITI mark Sheet of all semesters of the trade in which applied / Provisional National Trade Certificate indicating marks.
  • National Trade Certificate issued by NCVT or Provisional National Trade Certificate issued by NCVT /SCVT.
  •  Caste certificate for SC/ST/OBC Applicants in Annexure – B, C & D wherever applicable,as mentioned in Para
  • Disability certificate, in case of PwBD Applicants Annexure –E & F (as applicable).
  • Discharge certificate / Serving certificate, in case of Applicants applied against Ex-Servicemen quota.
  • Applicants are required to upload Scanned copy/ soft copy of their colour photograph (size 3.5 cm x 3.5 cm )




Important Links:- 
 ✓Official Notice: Download
 ✓Apply Online: Click Here
 ✓Official Website: Click Here
 ✓Latest Job: Click Here
 ✓Chakrir Khabar 247 App: Download


বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags: Railway Apprentice 2022, Central Railway Apprentice Recruitment 2022, railway apprentice 2022 apply online, railway apprentice 2022 merit list, iti apprentice vacancy 2022, railway recruitment 2022 apply online last date, iti apprentice in railway, indian railway recruitment 2022 apply online, railway apprentice salary, east coast railway apprentice 2022.    




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন