চাকরির খবর ২৪৭ঃ প্রায় ১০ হাজার মহিলা পুলিস রয়েছেন বাংলায়। গঠন করা হয়েছে শখানেক মহিলা থানা। কিন্তু রাজ্যে এখনও তাঁদের পৃথক কোনও ব্যাটালিয়ন নেই। অন্যান্য বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে কাজ করেন মহিলা পুলিস কর্মীরা। সেই দিন এবার বদলাতে চলেছে। আর তার জন্য নতুন করে ৪,৫০০ মহিলা পুলিস নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তাঁদের জন্য গঠন করা হবে মোট ১৫০টি বিশেষ বাহিনী বা ব্যাটালিয়ান। প্রতিটিতে থাকবেন ৩০ জন করে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কলকাতা সহ বিভিন্ন পুলিস কমিশনারেট এবং জেলা পুলিসে ওই ব্যাটালিয়নগুলিকে কাজে লাগানো হবে। কোন এলাকায় কত বিশেষ বাহিনীর প্রয়োজন, তা খতিয়ে দেখে পুরো বিষয়টি চূড়ান্ত করবেন পুলিস ও প্রশাসনের শীর্ষ কর্তারা।
নবান্ন সূত্রে খবর, নতুন মহিলা পুলিসদের ক্যারাটে, মার্শাল আর্ট এবং শারীরিক কসরতে পারদর্শী হতে হবে। মন্ত্রিসভার বৈঠকে আলোচনার সময় একথা উল্লেখ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রশাসনিক মহল মনে করছে, পুলিসের কাজে দক্ষতা প্রদর্শন করতে পারবে এমন মহিলাদের নিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি। কারণ, রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তার উপর নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলার রক্ষার কাজেও নামানো হবে ব্যাটালিয়নগুলিকে। এই ধরনের কাজে চটপটে ও সক্রিয় পুলিস কর্মী প্রয়োজন।
ইতিমধ্যে বিভিন্ন ব্যাটালিয়ান থেকে কয়েকজন মহিলা পুলিস কর্মীকে নিয়ে কলকাতা সহ অন্যান্য জেলায় ‘উইনার্স’ নামে বিশেষ দল তৈরি হয়েছে। মার্শাল আর্ট সহ নানা প্রশিক্ষণ এবং নজরদারির জন্য টু হুইলারও পেয়েছে তারা। রাস্তাঘাটে ইভটিজিংয়ের ঘটনা রুখতে সক্রিয় এই বিশেষ দল। সম্প্রতি দার্জিলিং সফরে সেখানকার ‘উইনার্স’ দলের মহড়া পরিদর্শনে এসে মহিলা পুলিসদের ক্যারাটে প্রদর্শনের প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে পুলিস বাহিনীতে প্রচুর নিয়োগ হয়েছে। গত ১০ বছরে পুলিসে সৃষ্টি করা হয়েছে ৫২ হাজার ৪২০টি পদ। এর মধ্যে বেশিরভাগের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ। তাদের মধ্যে প্রচুর সংখ্যক মহিলাও আছেন। সেই তালিকায় যুক্ত হবেন আরও সাড়ে চার হাজার জন।
এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত মন্ত্রীদের এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘সামনেই রামনবমীর উৎসব। রমজান মাসও শুরু হয়ে গিয়েছে। ঈদ উৎসব পালিত হবে। নিজেদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নজর রাখতে হবে আপনাদের।’ কোথাও যাতে প্ররোচনা দিয়ে অশান্তি বাধানোর চেষ্টা না হয়, সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ এপ্রিল ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে। তার দু’দিন পরেই কলকাতায় অনুষ্ঠিত হবে শিল্প-বাণিজ্য শীর্ষ সম্মেলন ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’। মন্ত্রিসভার ওই বৈঠকে রাজ্যের শিল্পে বিনিয়োগ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
Tags: ৪৫০০ মহিলা পুলিশ নিয়োগ রাজ্যে, west bengal lady constable recruitment 2022, west bengal lady constable recruitment, WB Police Recruitment 2022 WBP SI, west bengal police constable recruitment 2022, west bengal police recruitment 2022 result, west bengal police constable recruitment 2022, wbp constable result 2022, kolkata police recruitment 2022, west bengal police recruitment 2022 apply online date .