চাকরির খবর ২৪৭ঃ আপনি কি সিভিক ভলেন্টিয়ার হতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর । কলকাতা পুলিশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২০২২-২৩ সালে ।
চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।
নিয়োগকারী সংস্থাঃ
GOVERNMENT OF WEST BENGAL
OFFICE OF THE COMMISSIONER OF POLICE, KOLKATA
18, LALBAZAR STREET, KOLKATA- 700 001
ENROLMENT NOTICE NO. FRC/ENROL/01/2022
DATE: 19TH APRIL, 2022
গুরুত্বপূর্ণ তারিখঃ
✓ আবেদন শুরুর তারিখঃ শুরু হয়ে গেছে,
✓ লাস্ট ডেটঃ ২৬শে এপ্রিল ২০২২ বিকেল ৫টা পর্যন্ত ।
শূন্যপদের বিবরণঃ
1) পদের নামঃ সিভিক ভলেন্টিয়ার/Civic,
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম ক্লাস ৮ পাশ যোগ্যতা হলে আবেদন করতে পারবেন, এর সাথে মানসিক এবং শারীরিক ভাবে ফিট হতে হবে । কলকাতা পুলিশের এখতিয়ারের বাসিন্দা যারা তাদের আগে সুযোগ দেওয়া হবে । কোন থানাতে ক্রিমিনাল রেকর্ড থাকলে আবেদন করতে পারবেন না ।
ভ্যাকান্সিঃ মোট ৩০টি,
বেতনঃ
বয়সঃ ০১/০১/২০২২ তারিখ হিসেবে মিনিমাম ২০ বছর থেকে ম্যাক্সিমাম ৬০ বছরের মধ্যে বয়স হতে হবে,
পোষ্টিং কোথায় হবে?
Control Room in Kolkata Municipal Corporation
সিলেকশন প্রসেসঃ
শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ।
ট্রেনিংঃ
হোমগার্ড অর্গানাইজেশন কলকাতা, সিলেক্টেড প্রার্থীদের ০২ সপ্তাহের ট্রেনিং দেবেন ।
গুরুত্বপূর্ণ চাকরির খবরঃ
✓ এপ্রিল (2022) মাসের ৩য় সপ্তাহে মোট 12টি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে
✓ পশ্চিমবঙ্গে বিনামূল্যে 10মাসের প্রশিক্ষন ও প্রতিমাসে বেতন
✓ রাজ্যে সাড়ে ১১ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ 2022-23
✓ পশ্চিমবঙ্গে এগ্রিকালচার অফিসে 1650 শূন্যপদে ফ্রি ট্রেনিং ও চাকরি 2022
আবেদন পদ্ধতিঃ
অফলাইন, নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ২৬শে এপ্রিল ২০২২ তারিখ বিকেল ৫টার আগে ।
আবেদন ফর্মের সাথে কি কি ডকুমেন্ট দেবেন?
1) ID প্রুফ হিসেবে এর মধ্যে যেকোন একটা - [PAN Card/ Passport / Driving License / Voter Card / Bank Passbook with photograph / Aadhaar Card / e-Aadhaar Card with photograph],
2) এড্রেস প্রুফ হিসেবে এর মধ্যে যেকোন একটা - [Voter Card / Aadhaar Card / e-Aadhaar Card with photograph / Passport / Driving License / Bank Passbook / Electric Bill / Telephone Bill],
3) বয়সের প্রমানপত্র হিসেবে এর মধ্যে যেকোন একটা - [Birth Certificate / Certificate issued by recognised school showing date of birth/ Admit Card of any recognised examination showing date of birth].
4) কালার পাসপোর্ট সাইজ নিজের সই করা ১কপি ফোটো, আবেদন ফর্মে সেটে দেবেন,
5) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র ।
উপরের সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি ভেরিফাই করা হবে । আবেদন ফর্ম এবং উপরের এই সমস্ত ডকুমেন্ট একটা মুখবন্ধ খামের মধ্যে ভরবেন খামের উপরে লিখে দেবেন, “APPLICATION FOR THE POST OF CIVIC VOLUNTEER” ।
আবেদন ফর্ম কিভাবে জমা দেবেন?
Office of the Deputy Commissioner of Police, Central Division, Kolkata Police at 138, S. N. Banerjee Road, Kolkata 700013. এই ঠিকানায় একটি ড্রপ বক্স দেখতে পাবেন, এই ড্রপ বক্সে নিজে গিয়ে জমা দিয়ে আসবেন, অন্য কোন ভাবে যেমন পোষ্টের মাধ্যমে আবেদন ফর্ম পাঠালে হবে না ।
Important Links:-
Official Notice: DownloadOfficial Website: Click Here
Application Form: Download
Latest Job: Click Here
Chakrir Khabar 247 App: Download
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: civic volunteer recruitment 2022 application form online,west bengal civic volunteer recruitment 2022, west bengal civic police apply online, civic volunteer salary 2022, civic police recruitment 2022, west bengal civic volunteer salary, kolkata civic volunteer recruitment 2022, kolkata civic volunteer recruitment 2022.