পশ্চিমবঙ্গে গ্রাম রোজগার সহায়ক নিয়োগ 2022। উচ্চমাধ্যমিক পাশ । West Bengal GRS Recreuitme

 চাকরির খবর ২৪৭ঃ পশ্চিমবঙ্গের ০৪টি গ্রাম পঞ্চায়েতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ D পদে। যেখানে ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবেন । 

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।





 নিয়োগকারী সংস্থাঃ 

পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ

রানীবাঁধ ব্লক, বাঁকুড়া, 

গ্রাম + পােস্ট + থানা- রানীবাঁধ, জেলা - বাঁকুড়া, পিন - ৭২২ ১৪৮, 


গুরুত্বপূর্ণ তারিখঃ 

আবেদন শুরুর তারিখঃ অলরেডি শুরু হয়ে গেছে,

লাস্ট ডেটঃ ২৯/০৩/২০২২ ।



শূন্যপদের বিবরণঃ

1) পদের নামঃ গ্রাম রোজগার সহায়ক (Gram Rojgar Sahayak), 

শিক্ষাগত যোগ্যতাঃ ৫৫% নম্বর নিয়ে সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ অথবা ভোকেশনাল থেকে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা । এর সাথে নূন্যতম ০৬ মাসের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকা লাগবে ।


কাজের মেয়াদঃ

প্রাথমিক ভাবে ০১ বছরের জন্য কন্ট্রাক্টচুয়াল নিয়োগ হবে এবং পরবর্তীতে আপনার কাজে সন্তুষ্ট হলে কাজের মেয়াদ বাড়ানো হবে ।

ভ্যাকান্সিঃ মোট ০৪টি,



কোন কোন গ্রাম পঞ্চায়েতে পোষ্টিং হবে?

  1. Haludkanali Gram Panchayat 
  2. Rajakata Gram Panchayat 
  3. Ranibandh Gram Panchayat 
  4. Ambikanagar Gram Panchayat

প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ১ জন করে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করা হবে ।


বেতনঃ ১২ হাজার টাকা প্রতিমাসে ।

বয়সঃ ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স থাকা লাগবে এবং আউটডোরে কাজ করার দক্ষতা থাকতে হবে ।


সিলেকশন প্রসেসঃ 

উচ্চমাধ্যমিকের নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরী হবে, এবং মেরিটের বেসিসে নিয়োগ করা হবে ।



আবেদন পদ্ধতিঃ 

অফলাইন, আবেদন ফর্ম ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস এটাচ করে, ''পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, রানীবাঁধ ব্লক, বাঁকুড়া, গ্রাম + পােস্ট + থানা- রানীবাঁধ, জেলা - বাঁকুড়া, পিন - ৭২২ ১৪৮ '' এই ঠিকানায় যেকোন কাজের দিন গিয়ে জমা দিয়ে আসবেন ।


আবেদন ফর্মের সাথে আর কি কি ডকুমেন্টস এটাচ করবেন?

1. Admit Card of Secondary Examination / Birth Certificate. 

2. Marksheet of Higher Secondary / Vocational Examination. 

3. EPIC 

4. Certificate of 6 (six ) month Computer training from any recognized institute. 

5. Residential Certificate (Ration Card / Aadhaar Card / any other Government document) 

6. Two self addressed envelope affixed with postage stamp of Rs. 5.00 each.




Important Links:- 


বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন