ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম 2022 ।। West Bengal Civil Service Exam 2022

 চাকরির খবর ২৪৭ঃ WBPSC এর মাধ্যমে 'ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস' পরিক্ষার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল এইমাত্র । পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর । গ্রুপ A, B, C, D এই 4টি ক্যাটাগরিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।



 নিয়োগকারী সংস্থাঃ 

PUBLIC SERVICE COMMISSION, WEST BENGAL

161 A, S. P. MUKHERJEE ROAD, KOLKATA-700026

ADVERTISEMENT No.- 2/2022

WBPSC WBCS EXAM


গুরুত্বপূর্ণ তারিখঃ 

আবেদন শুরুর তারিখঃ 03/03/2022

লাস্ট ডেটঃ 24/03/2022


শূন্যপদের বিবরণঃ

1) পদের নামঃ এখানে 4টি ক্যাটাগরিতে অনেকগুলি পদ রয়েছে । Group A, B, C, D এই 4টি ক্যাটাগরিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।


গ্রুপ অনুযায়ী পদের নাম ও বেতন নীচে আলোচনা করা হলঃ


1) GROUP – A

(i) West Bengal Civil Service (Executive): 

PAY LEVEL :16 (56,100 - 1,44,300)


(ii) Assistant Commissioner of Revenue in the integrated West Bengal Revenue Service :

PAY LEVEL : 16 (56,100 - 1,44,300 )


(iii) West Bengal Co-operative Service: 

PAY LEVEL : 16 (56,100 - 1,44,300 )


(iv) West Bengal Labour Service : 

PAY LEVEL : 16 (56,100 - 1,44,300 )


(v) West Bengal Food and Supplies Service : 

PAY LEVEL : 16 (56,100 - 1,44,300 )


(vi) West Bengal Employment Service [Except the post of Employment Officer 

(Technical)] : 

PAY LEVEL : 16 (56,100 - 1,44,300 )


2) GROUP – B

 West Bengal Police Service : 

 PAY LEVEL : 16 (56,100 - 1,44,300 )


3) GROUP – C

(i) Superintendent, District Correctional Home / Deputy Superintendent, Central 

Correctional Home :

PAY LEVEL : 15 (42,600 - 1,09,800 )


(ii) Joint Block Development Officer : 

PAY LEVEL : 14 (39,900 - 1,02,800 )


(iii) Deputy Assistant Director of Consumer Affairs and Fair Business Practices : 

PAY LEVEL : 14 (39,900 - 1,02,800 )


(iv) West Bengal Junior Social Welfare Service: 

PAY LEVEL : 14 (39,900 - 1,02,800 )


(v) West Bengal Subordinate Land Revenue Service, Grade-I : 

PAY LEVEL : 14 (39,900 - 1,02,800 )


(vi) Assistant Commercial Tax Officer : 

PAY LEVEL : 14 (39,900 - 1,02,800 )

(vii) * Registrar(District Consumer Disputes Redressal Commission)/Joint Registrar (West 

Bengal State Consumer Disputes Redressal Commission under the Consumer Affairs 

Department, Government of West Bengal) :

 PAY LEVEL : 14 (39,900 - 1,02,800 )


(viii) Assistant Canal Revenue Officer (Irrigation) : 

PAY LEVEL : 12 (35,800 – 92,100)


(ix) Chief Controller of Correctional Services: 

PAY LEVEL : 12 (35,800 - 92,100 )


4) GROUP – D

(i) Inspector of Co-operative Societies : 

PAY LEVEL : 10 (32,100 - 82,900 )


(ii) Panchayat Development Officer under the Panchayat and Rural Development 

Department : 

PAY LEVEL : 10 (32,100 - 82,900)

(iii) Rehabilitation Officer under the Refugee Relief and Rehabilitation Department : 

PAY LEVEL : 10 (32,100 - 82,900)



শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ এর সাথে বাংলা ভাষায় লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে ।

ভ্যাকান্সিঃ অফিশিয়াল নোটিশে জানানো হয়নি, পরবর্তীতে অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ।

বয়সঃ  01/01/2022 তারিখ হিসেবে মিনিমাম ২১ বছর থেকে ম্যাক্সিমাম ৩৬ বছর পর্যন্ত বয়স হতে হবে ।

জন্মতারিখঃ আবেদনকারীর জন্মতারিখ হতে হবে 02/01/1986 তারিখ থেকে 01/01/2001 তারিখের মধ্যে ।

বয়সের ছাড়ঃ  SC/ST কাস্টের ছেলেমেয়েরা ০৫ বছর এবং OBC কাস্টের ছেলেমেয়েরা ০৩ বছর বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন ।


বিশেষ নোটঃ

  • একজন আবেদনকারী শুধুমাত্র একটি পোষ্টের জন্য আবেদন করতে পারবেন, একের বেশী পোষ্টে আবেদন করলে আবেদন ক্যান্সেল হয়ে যেতে পারে ।
  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।
  • West Bengal Police Service (Group ‘B’ Service)- এই পদের বেলায় হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে  1.65 মিটার এবং মেয়েদের ক্ষেত্রে 1.50 মিটার ।


আবেদন ফিঃ 

  • জেনারেল ও OBC ক্যান্ডিডেটদের ২১০ টাকা ফি দিতে হবে, 
  • SC/ST/PWD কাস্টের ছেলেমেয়েদের কোন ফি দিতে হবে না ।


আরও চাকরির খবরঃ

বাংলা লিখতে ও পড়তে জানলেই TV9 নিউজ চ্যানেলে চাকরি ।

পশ্চিমবঙ্গে গ্রুপ D পদে নিয়োগ ।। ৮ পাশে ।

মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে স্বাস্থ্য কর্মী নিয়োগ ।

RBI/রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৯৫০টি শূন্যপদে এসিস্ট্যান্ট নিয়োগ ।


সিলেকশন প্রসেসঃ 

প্রিলিমিনারি এক্সাম (MCQ টাইপ)

মেডিক্যাল এক্সাম ।


এক্সাম সেন্টারঃ

01–Kolkata, 02–Baruipur, 03–Diamond Harbour, 04–Barrackpore, 

05–Barasat, 06–Howrah, 07–Chinsurah , 08–Burdwan, 09–Durgapur, 

10–Medinipur, 11–Tamluk, 12–Bankura, 13–Purulia, 14–Jhargram, 15-Suri, 

16–Krishnanagar, 17–Berhampore, 18-Malda,19–Balurghat, 20-Raigunj, 

21-Jalpaiguri, 22-Alipurduar, 23-Coochbehar, 24-Siliguri, 25-Kalimpong and 

26-Darjeeling.


পরিক্ষার ভাষাঃ
ইংরেজি অথবা বাংলা ভাষায় পরিক্ষার প্রশ্নপত্র হবে এবং নেগেটিভ মারকিং থাকবে ।


আবেদন পদ্ধতিঃ 

অনলাইন ।wbpsc এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ।


Important Links:- 

বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।

Tags:   wbcs 2022 notification, wbcs notification 2022, wbcs prelims 2022 notification, wbcs exam 2022 notification, wbcs notification, wbcs 2022 notification date, wbcs 2022 new notification, wbcs preliminary notification 2022, wbcs preliminary 2022 notification, wbcs 2022, wbcs new notification 2022, wbcs preparation, wbcs, wbcs 2022 notification release date, wbcs preliminary 2022, wbcs prelims 2022, wbcs 2022 preliminary exam date.          

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন