চাকরির খবর ২৪৭ঃ পশ্চিমবঙ্গ জেলা আদালত থেকে গ্রুপ D পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করুন।
নিয়োগকারী সংস্থাঃ
বীরভূম জেলা আদালত,
চেয়ারম্যান, ডাইরেক্ট রিক্রুটমেন্ট কমিটি, বীরভূম
Employement Notification No: 01
Date: 15/01/2022
1) পদের নামঃ ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ B)
ভ্যাকান্সিঃ মোট ০৫ টি,
বেতনঃ ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা প্রতিমাসে ।
2) পদের নামঃ বাংলা ট্রান্সলেটর (গ্রুপ B)
ভ্যাকান্সিঃ মোট ০৩ টি,
বেতনঃ ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা প্রতিমাসে ।
3) পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ C)
ভ্যাকান্সিঃ মোট ২৮ টি,
বেতনঃ ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা প্রতিমাসে ।
4) পদের নামঃ প্রসেস সার্ভার (গ্রুপ C)
ভ্যাকান্সিঃ মোট ০৮ টি,
বেতনঃ ২১,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকা প্রতিমাসে ।
5) পদের নামঃ পিওন/নাইট গার্ড (গ্রুপ D)
ভ্যাকান্সিঃ মোট ৪৯ টি,
বেতনঃ ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা প্রতিমাসে ।
কোন কাস্টে কত গুলি ভ্যাকান্সি আছে, তা জানতে অফিশিয়াল নোটিশ দেখুন ।
এখন শুধুমাত্র শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে, আবেদন করার বিস্তারিত অফিশিয়াল নোটিশ প্রকাশিত হয়নি । যখনই এই চাকরির আবেদন শুরু হবে, সবার আগে তা চাকরির খবর ২৪৭ এই চ্যানেলে জানতে পারবেন ।
Important Links:-
- Official Notice: Download
- Official Website: Click Here
- Latest Job: Click Here
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: wb group d new vacancy 2021/wbssc group d new recruitment 2021/wbssc group c & group d vacancy 2021,wbssc group d new vacancy 2021,wbssc group d new recruitment,wbssc group d group si new vacancy selection process eligible criteria 2021,school service commission west bengal group d group c new vacancy,wbssc group d and group c new vecancy,wbssc group d group c selection process eligible criteria 2021,west bengal group d new vacancy,chakrir khabar 247,