পশ্চিমবঙ্গ নবোদয় বিদ্যালয় সমিতি নিয়োগ 2022 | NVS Various Group- C Posts Recruitment 2022 ।

  চাকরির খবর ২৪৭ঃ মাধ্যমিক পাশ যোগ্যতায় ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো । চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করুন।


 নিয়োগকারী সংস্থাঃ 

NAVODAYA VIDYALAYA SAMITI

(An Autonomous Organization under Ministry of Education)

Department of School Education and Literacy ,Govt. of India

B-15, Institutional Area, Sector-62,

Noida, District Gautam Budh Nagar,

Uttar Pradesh – 201309

RECRUITMENT DRIVE 2021-22 


শূন্যপদের বিবরনঃ

1) পদের নাম:- ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার বেতন:-19900-63200/-

বয়স:- 18থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

শূন্যপদ:-273টি

2) পদের নাম:-ল্যাব এটেন্ডেন্ট

মাসিক বেতন:-18000-56900/-

বয়স:-18থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ এবং ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা করে থাকতে হবে/বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে।

শূন্যপদ:- 142টি


3) পদের নাম:- মেস হেল্পার

মাসিক বেতন:- 18000-56900/-

বয়স:- 18থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:- কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে।

শূন্যপদ:- 629টি


4) পদের নাম:- মাল্টি টাস্কিং স্টাফ

মাসিক বেতন:- 18000-56900/-

বয়স:- 18থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:- কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে।

শূন্যপদ:- 23টি

5) পদের নাম:- স্টেনোগ্রাফার

মাসিক বেতন:- 25500-81100/-

বয়স:- 18থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:- উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে শর্টহ্যান্ড স্পীডে মিনিটে ৮০টি শব্দ শব্দ এবং টাইপিং স্পিডে মিনিটে ৪০ টি শব্দ ইংরেজিতে লেখার দক্ষতা থাকতে হবে।

শূন্যপদ: 22টি


6) পদের নাম:- কম্পিউটার অপারেটর

মাসিক বেতন:- 25500-81100/-

বয়সসীমা:- 18থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে।ওয়ার্ড প্রসেসিং এবং ডাটা এন্ট্রি এর কাজ জানতে হবে । এক বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

শূন্যপদ:- 4টি


7) পদের নাম:- ক্যাটারিং এসিস্ট্যান্ট

মাসিক বেতন:- 25500-81100/-

বয়সসীমা: 35বছর বয়সের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে এবং ক্যাটারিং বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।

শূন্যপদ:- 87টি

8) পদের নাম:- জুনিয়র সেক্রেটারিয়েট এসিস্ট্যান্ট

মাসিক বেতন:- 19900-63200/-

বয়সসীমা:- 18থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে। ইংরেজিতে মিনিটে ৩০ টি শব্দ লেখার দক্ষতা / হিন্দিতে মিনিটে ২৫টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।

শূন্যপদ:- 622টি


9) পদের নাম: জুনিয়র ট্রান্সলেশন অফিসার

মাসিক বেতন: 35400-112400/-

বয়সসীমা: প্রার্থীকে 32বছর বয়সের মধ্যে হতে হবে।

যোগ্যতা: হিন্দির সাথে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পাশ থাকতে হবে।

শূন্যপদ: 4টি


10) পদের নাম:-জুনিয়র ইঞ্জিনিয়ার

মাসিক বেতন:-29200-92300/-

বয়সসীমা:-35 বছর বয়সের মধ্যে হতে হবে।

যোগ্যতা:-সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমা করা থাকতে হবে। তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

শূন্যপদ:-1টি

11) পদের নাম:-ফিমেল স্টাফ নার্স

মাসিক বেতন:-44900-142400/-

বয়সসীমা:-প্রার্থীকে 35 বছরের মধ্যে হতে হবে।


12) পদের নাম:-এসিস্ট্যান্ট সেকশন অফিসার

মাসিক বেতন:-35400-112400/-

বয়সসীমা:-প্রার্থীকে 18-30বছর বয়সের মধ্যে হতে হবে।

যোগ্যতা:-যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।কম্পিউটার অপারেশনে বিশেষ দক্ষতা থাকতে হবে। কেন্দ্রীয় সরকারের অন্তর্গত যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের কাজের অভিজ্ঞতাপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

শূন্যপদ:-10টি


13) পদের নাম:-অডিট এসিস্ট্যান্ট

মাসিক বেতন:-35400-112400/-

বয়সসীমা:-প্রার্থীকে 18-30 বছর বয়সের মধ্যে হতে হবে।

যোগ্যতা:-B.Com থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের কাজের অভিজ্ঞতাপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

শূন্যপদ:-11টি

আবেদন পদ্ধতি:- 

আবেদন করতে হবে অনলাইনে। www.navodaya.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। 


আবেদন ফি:-

  • ল্যাব এটেনডেন্ট, মেস হেলপার,মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য আবেদন ফি বাবদ ৭৫০ টাকা দিতে হবে।
  • স্টাফ নার্স পদের জন্য আবেদন ফি বাবদ ১২০০ টাকা দিতে হবে।
  • এছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০০ টাকা দিতে হবে।


আবেদনের শেষ তারিখ:-10/02/2022

Important Links:- 

বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।

Tags: NVS Form Fillup 2022, nvs form fillup 2022,nvs form fillup problem 2022,navodaya vidyalaya vacancy 2022,navodaya vidyalaya form fillup online,nvs,nvs form kaise bhare,nvs online form kaise bhare,nvs new vacancy 2022,nvs mts syllabus,navodaya vidyalaya vacancy 2022 syllabus,eligibility,navodaya vidyalaya samiti vacancy 2022,nvs form kaise bhare mobile se,new job vacancies 2021,job vacancy 2022,chakrir khobar,new job,how to form fillup navodaya form online         

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন