মুর্শিদাবাদ জেলার ২৬ টি মোট ব্লকে আশাকর্মী নিয়োগ 2022 । মাধ্যমিক পাস/ফেলে আবেদন । West Bengal AshaKarmi Recruitment 2022 ।

 চাকরির খবর ২৪৭ঃ মুর্শিদাবাদ জেলার ২৬ টি মোট ব্লকে আশাকর্মী পদে লোক নিয়োগ করা হচ্ছে । চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করুন।


  নিয়োগকারী সংস্থাঃ 

পশ্চিমবঙ্গ রাজ্য মিশন অধিকর্তা, 

জাতীয় স্বাস্থ্য মিশন (NHM),

পশ্চিমবঙ্গ সরকার, মুর্শিদাবাদ


এক নজরে ০৫টি জেলার আশাকর্মী পদে চাকরির বিজ্ঞপ্তি দেখে নিন

  1. উত্তরদিনাজপুর: Apply Now
  2. মালদাApply Now
  3. মুর্শিদাবাদApply Now
  4. দার্জিলিংApply Now
  5. কোচবিহারApply Now


গুরুত্বপূর্ণ তারিখঃ 

  • আবেদন শুরুর তারিখঃ ০৩/০১/২২
  • লাস্ট ডেটঃ ২৪/০১/২০২২

মুর্শিদাবাদ জেলার ২৬ টি মোট ব্লকে আশাকর্মী পদে লোক নিয়োগ করা হচ্ছে । কোন কোন ব্লকে নিয়োগ হচ্ছে, নীচে তার নাম ও সাথে অফিশিয়াল নোটিশ দেওয়া হল । যেখানে আপনারা দেখতে পারবেন বিস্তারিত শূন্যপদের বিবরন, যেমন কোন "গ্রাম পঞ্চায়তে, সাব সেন্টারে" আশাকর্মী  নিয়োগ করা হচ্ছে ।

  1. সাগরদিঘী
  2. রঘুনাথগঞ্জ-১
  3. রঘুনাথগঞ্জ-২
  4. সুতি-১
  5. সুতি-২
  6. সামসেরগঞ্জ
  7. ফারাক্কা
  8. নবগ্রাম
  9. জিয়াগঞ্জ
  10. লালগোলা
  11. ভগবানগোলা-১
  12. ভগবানগোলা-২
  13. রানীনগর-১
  14. রানীনগর-২
  15. জলঙ্গী
  16. দমকল
  17. বেলডাঙ্গা-১
  18. বেলডাঙ্গা-২
  19. নওডা
  20. হরিহরপুর
  21. বহরমপুর
  22. বুরয়ান(Burwan)
  23. খরগ্রাম
  24. ভরতপুর-১
  25. ভরতপুর-২
  26. কান্দি

বিশেষ নোটঃ 
  • উপরের প্রত্যেকটি ব্লকে আশাকর্মী পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস, আবেদন পদ্ধতি সব একই, তাই আপনাদের সুবিধার জন্য নীচে বিস্তারিত একবারে আলোচনা করে দিয়েছি । 

  • আপনি যেই গ্রামের বাসিন্দা, আপনি শুধুমাত্র সেই গ্রামের জন্যই আবেদন করতে পারবেন। পাশের গ্রাম বা অন্য গ্রামে আবেদন করতে পারবেন না ।

আবেদনের শর্তাবলী : -

১) কেবলমাত্র বিবাহিতা / বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলাই আবদন করতে পারবেন। 
  • বিবাহিত হলে স্বপ্ৰত্যায়িত নকল (বিবাহের শংসাপত্র / / স্বামীরনাম আছে এমন প্রমান (EPIC/ Ration Card)) / 
  • বিধবা হলে স্বামীর মৃত্যুর শংসাপত্রের স্বপ্ৰত্যায়িত নকল,
  • বিবাহবিচ্ছিন্ন হলে উপযুক্ত কর্তৃপক্ষের আদেশ বা শংসাপত্র স্বপ্ৰত্যায়িত নকল আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
২) স্থায়ীভাবে বসবাসের প্রমাণ স্বরূপ সাম্প্রতিক নির্বাচক তালিকা অনুসারে প্রার্থীকে তার সচিত্র ভােটার পরিচয়পত্রের স্বপ্ৰত্যায়িত নকল(EPIC)/রেশন কার্ডের স্বপ্ৰত্যায়িত নকল আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।

৩) যে নির্ধারিত আশার এলাকায় ৫০% এর বেশী তপশিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ের বসবাস সেই নির্ধারিত আশার এলাকার তপশিলী জাতি বা উপজাতিভুক্ত প্রার্থীরা আগ্রাধিকার পাবে।


শিক্ষাগত যোগ্যতাঃ

প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অকৃতকাৰ্য্য প্রার্থীরাও আবেদনকারী হিসাব বিবেচিত হবে। এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যােগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার জন্য কোনাে মূল্যায়ন বা বিবচনার সুবিধা থাকবে না।



বয়সঃ-

০১/০১/২০২২ তারিখে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে ৩০বছর থেকে ৪০ বছরের মধ্যে। তপশিলী জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদর ক্ষেত্রে বয়সসীমা হতে হবে ২২বছর থেকে ৪০ বছরের মধ্যে। 
জন্ম তারিখের প্রমাণ স্বরূপ উপযুক্ত কর্তৃপক্ষের জন্মের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড।


আবেদন ফিঃ
এখানে কোন কাস্টের কোন-প্রকার আবেদন ফি নেই ।

আবেদন পদ্ধতিঃ
অফলাইন, উপরের যেই ২৬টি ব্লকে নিয়োগ করা হচ্ছে, সব ব্লকের জন্য আবেদন পদ্ধতি একই । আপনাকে আবেদন পত্র তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস লাস্ট ডেটের আগে যেই ব্লকে আবেদন করছেন, সেই ব্লকে গিয়ে (ড্রপ বক্সে) জমা দিয়ে আসতে হবে ।


আবেদন ফর্মের সাথে আর কি কি ডকুমেন্টস জমা দেবেন?

  • প্রার্থীর স্বাক্ষরসহ সম্প্রতি তােলা ২ কপি পাসপাের্ট সাইজ ফটো।এক কপি সদ্য তােলা ছবি আবেদনপত্রের নিদিষ্ট স্থানে আঠা দিয়ে সেটে দিতে হবে।
  • ১০ টাকার ডাকটিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম,
  • মাধ্যমিক অ্যাডমিট কার্ড (বয়সের প্রমান),
  • মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশীট,
  • EPIC / Ration Card,
  • উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া SC/ST শংসাপত্র (প্রযােজ্য হলে) ।
আবেদনপত্র সঠিক ভাবে পুরন করে তার সঙ্গে প্রমানপত্র সুচ-সুতাে দিয়ে সেলাই করে খামে পুরে মুখ আঠা দিয়ে বন্ধ করতে হবে। খামের উপরে অবশ্যই কোন নির্ধারিত আশা এলাকার জন্য আবেদন করতে চান তার নাম ও উপ স্বাস্থ্য কেন্দ্রের নাম লিখতে হবে।


আবেদন পত্র জমাঃ-
আবেদন পত্র জমা দেওয়া যাবে ০৩/০১/২০২২ তারিখ থেকে ২৪/০১/২০২২ তারিখ পর্যন্ত প্রত্যহ বেলা১১.০০ টা থেকে বিকাল ৫.০০পর্যন্ত (সরকারী ছুটির দিন বাদে) 





Important Links:- 

অফিশিয়াল নোটিশ ও আবেদন ফর্ম ডাউনলোড করার লিঙ্কঃ
  1. সাগরদিঘী: Download 
  2. রঘুনাথগঞ্জ-১: Download 
  3. রঘুনাথগঞ্জ-২: Download 
  4. সুতি-১: Download 
  5. সুতি-২: Download 
  6. সামসেরগঞ্জ: Download 
  7. ফারাক্কা: Download 
  8. নবগ্রাম: Download 
  9. জিয়াগঞ্জ: Download 
  10. লালগোলা: Download 
  11. ভগবানগোলা-১: Download 
  12. ভগবানগোলা-২: Download 
  13. রানীনগর-১: Download 
  14. রানীনগর-২: Download 
  15. জলঙ্গী: Download 
  16. দমকল: Download 
  17. বেলডাঙ্গা-১: Download 
  18. বেলডাঙ্গা-২: Download 
  19. নওডা: Download 
  20. হরিহরপুর: Download 
  21. বহরমপুর: Download 
  22. বুরয়ান(Burwan): Download 
  23. খরগ্রাম: Download 
  24. ভরতপুর-১: Download 
  25. ভরতপুর-২: Download 
  26. কান্দি: Download 


বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।

Tags:  Asha kormi, West Bengal Asha Karmi recruitment, West Bengal Asha Karmi recruitment 2021, West Bengal Asha Karmi recruitment 2022, West Bengal Asha kormi job, WB Asha Karmi job 2022, New Asha Karmi recruitment in West Bengal, Latest Asha Karmi recruitment in West Bengal, Asha Karmi recruitment online apply, Asha kormi recruitment 2022 in West Bengal, Asha kormi job in West Bengal, Asha Karmi recruitment application form, Asha kormi recruitment online apply process, West Bengal Asha Karmi recruitment online apply, Asha Karmi recruitment online form.           

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন