আপনার আধার কার্ডে কতগুলি সিম তোলা আছে? কিভাবে বন্ধ করবেন? আজকের এই প্রতিবেদনে আপনাদের সেই পদ্ধতি বলে দেব। তাই মনযোগ সহকারে পুরো আর্টিকেল টি পড়ুন এবং নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করুন ।
কিভাবে জানবেন আপনার আধার কার্ডে কতগুলি সিম তোলা আছে?
- কেন্দ্র সরকার নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করেছে, যার মাধ্যমে আপনি আপনার ফোন নম্বর দিয়ে, চেক করতে পারেন যে আপনার আধার কার্ডে কতগুলি সিম বর্তমানে চালু আছে ।
- প্রথমে আপনাকে https://tafcop.dgtelecom.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে,
- এরপর এখানে আপনার একটি চালু ফোন নম্বর বসাবেন, সেই ফোন নম্বরে একটী OTP আসবে, সেটি বসিয়ে দেবেন।
- আপনি এইমাত্র যেই ফোন নম্বর টি বসালেন, সেই সিমটি যেই আধার কার্ডে তোলা, সেই সেম আধার কার্ড দিয়ে আর কতগুলি সিম চালু আছে সেগুলো আপনি দেখতে পাবেন।
- এরপর যেই নম্বরটি আপনি বন্ধ করতে চান, সেই ফোন নম্বরের পাশে টিক মার্ক করে, REPORT অপশন এ ক্লিক করলে, আপনার আবেদন সাবমিট হয়ে যাবে, এওবং আপনি একটি টিকিট নম্বর পেয়ে যাবেন,
- এর কিছু দিনের মধ্যে আপনার রিপোর্ট করা সিম টি বন্ধ করে দেয়া হবে।
এই সম্পূর্ণ প্রসেস্টি কিভাবে করবেন, তার Step by Step ভিডিওটি দেখে নিনঃ-
Tags
Daily News