আজ থেকে চালু 7 টি নতুন প্রকল্প , 20,000 টাকা পাবেন, তাড়াতাড়ি আবেদন করুন

 


বর্তমানে পশ্চিমবঙ্গে মোট 13 টি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল এবং তার মধ্য থেকেই বর্তমানে 7 টি প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে খুব শীগ্রই চালু হতে চলেছে এবং তার মধ্যে কিছু কিছু প্রকল্প চালু হয়ে গেছে তাই আপনারা এই সমস্ত প্রকল্প এ অবশ্যই আবেদন করতে পারেন । 



মা কিচেন প্রকল্প - 


 ইশতেহার প্রকাশের সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন যে প্রকল্পটির নাম হল - " মা কিচেন প্রকল্প " , পশ্চিমবঙ্গের দীন দরিদ্র গরীব মানুষ যাতে অভুক্ত না থাকেন এবং খাদ্যের অভাব যেন তাদের না হয় সেই জন্য এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি । এই প্রকল্পের দরুন মাত্র 5 টাকায় মিলবে ভরপুর পেট ভর্তি খাবার , বর্তমানে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় চালু হয়েছিল এবং এটাকে খুব শীঘ্রই সারা পশ্চিমবঙ্গে চালু করা হবে । 


গতিধারা প্রকল্প - 


  এই করোনা মহামারীতে প্রচুর মানুষের কাজকর্ম বর্তমানে বন্ধ হয়ে গেছে এবং করোনার পরে সেই সমস্ত মানুষেরা যায় আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তার জন্য পশ্চিমবঙ্গে চালু করা হচ্ছে " গতিধারা প্রকল্প " কে । 

  এই প্রকল্পে রাজ্যের দুই লক্ষ বেকার যুবক - যুবতীদের কে গাড়ি কেনার জন্য এক লাখ টাকা পর্যন্ত সরকারী অনুদান দেওয়া হবে অর্থাৎ আপনারা যে টাকায় গাড়ি কিনবেন তার মধ্যে এক লক্ষ টাকা পর্যন্ত সরকার আপনাদেরকে অনুদান দেবে । 


দুয়ারে রেশন প্রকল্প - 


 পশ্চিমবঙ্গের দীন দরিদ্র মানুষদের বাড়িতে যাতে বিনা বাধায় খাদ্যদ্রব্য পৌঁছে যায় তার জন্য চালু করা হয়েছে দুয়ারে রেশন প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবারের কাছে বিনামূল্যে রেশন সরাসরি তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে , বর্তমানে এই প্রকল্পটি চালু করা হয়েছে এবং আস্তে আস্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রেশন দোকানে এই পরিষেবা চালু হয়ে যাবে । 


MSY প্রকল্প - 


   এই প্রকল্পে মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদেরকে সরাসরি 20,000 টাকা লোন দেওয়া হয় এবং এই টাকাটা নিয়ে মহিলারা মুড়ি ভাজার ব্যবসা থেকে শুরু করে যেকোন ব্যবসার কাজে লাগাতে পারেন , আর এই লোনের সবথেকে বড় সুবিধা হলো 20,000 টাকা লোনের ওপর 10,000 টাকা সরকার সাবসিটি দিয়ে থাকেন এই লোনে । 

   এই লোন সমস্ত এলাকার পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিস থেকে দেওয়া হয়ে থাকে । 



তরুণের স্বপ্ন -


  মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবছর করোনা পরিস্থিতিতে সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়েছিলেন ট্যাব কেনার জন্য এবং তিনি ঘোষণা করেছিলেন যে বর্তমানে প্রত্যেক নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে ট্যাব কেনার জন্য 10 হাজার টাকা করে দেবেন এবং এটা আগামী বছরও পাওয়া যাবে । 


বাংলার বাড়ি প্রকল্প - 


   পশ্চিমবঙ্গে এখনও বহু দীন দরিদ্র মানুষেরা আছেন যারা কাঁচা বাড়িতে বসবাস করেন এবং জায়গা থাকা সত্বেও তাদের মাথা গোঁজার ঠাঁই নেই । এই সমস্ত কাঁচা বাড়ির মানুষদের কথা ভেবে দীন দরিদ্র মানুষদের কথা ভেবে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী কিছুদিনের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্প চালু করা হবে । যাতে করে এই সমস্ত মানুষদের মাথার ওপর ছাদের ব্যবস্থা করে দেওয়া হয় এবং এই প্রকল্পে বলা হয়েছে পশ্চিমবঙ্গে 5 লক্ষ নতুন পাকা বাড়ি তৈরি করা হবে । এই প্রকল্পের সুবিধা সরাসরি গ্রাম পঞ্চায়েত অথবা ব্লক অফিস থেকে দেওয়া হয়ে থাকে । 



বাংলার যুব শক্তি প্রকল্প - 


    পশ্চিমবঙ্গে যে সমস্ত যুবক যুবতীরা বর্তমানে বেকার আছেন তাদের চাকরির ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার এই প্রকল্পের দ্বারা প্রতি তিন বছর অন্তর 10000 বেকার যুবক যুবতীদের কে চাকরি দেওয়া হবে । এছাড়া এই সমস্ত ছেলে মেয়েরা রাজ্য সরকারের তরফ থেকে কর্মশিক্ষা পাওয়ার সুবিধা পাবেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন