Pradhan Mantri Ujjwala Yojona: বিনমূল্যের LPG গ্রাহকদের জন্য বড় খবর, ভর্তুকিতে বদল আনতে চলেছে কেন্দ্র


যদি গ্রাহক বিনামূল্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা (Pradhan Mantri Ujjwala Yojona) যোজনার অন্তর্গত রান্নার গ্যাসের সংযোগ নেওয়ার পরিকল্পনা করছেন, এই তথ্যগুলি রাখাটা অত্যন্ত জরুরি ৷প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় (Pradhan Mantri Ujjwala Yojona) ভর্তুকির পরিকাঠামোতে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র ৷


 মানি কন্ট্রোলের একটি খবরের সূত্রে জানতে পারা গিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক নতুন পরিকাঠামো নিয়ে কাজ করছে ৷ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত (Pradhan Mantri Ujjwala Yojona) এবারের বাজেটে কেন্দ্রীয় সরকার এক কোটি নতুন গ্যাসের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷


 কিন্তু এইবার কেন্দ্রীয় সরকার OMCs-এর পক্ষ থেকে অগ্রিম পেমেন্টের মডেলে পরিবর্তন করতে পারে ৷প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত (Pradhan Mantri Ujjwala Yojona) মানি কন্ট্রোলের খবর সূত্রে জানতে পারা গিয়েছে OMCs- ১,০০০ টাকা EMI বা মাসিক কিস্তি হিসাবে টাকা তুলবে ৷ বাকি ১,৬০০ চাকা কেন্দ্রীয় সরকার ভর্তুকি হিসাবে দেবে ৷


প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojona) অন্তর্গত গ্রাহকদের ১৪.২ কিলোর সিলিন্ডার ও গ্যাস স্টোভ দেওয়া হয় ৷ এই গ্যাস নিতে গেলে বিপিএল (BPL) পরিবারের মহিলারা নতুন গ্যাস কানেকশনের (New LPG connection) জন্য আবেদন করতে পারেন ৷প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় (Pradhan Mantri Ujjwala Yojona)এছাড়াও মহিলারা সম্পূর্ণ ঠিকানা, জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পরিবারের সবার আধার নম্বর দিতে হবে ৷



 এরপরেই LPG সংস্থার পক্ষ থেকে নতুন গ্যাসের সংযোগ দেওয়ার বিষয়ে তোড়জোড় শুরু হবে ৷ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় (Pradhan Mantri Ujjwala Yojona) কোনও গ্রাহক যদি EMI-এর বিকল্প বাছতে চান সেক্ষেত্রে, সেক্ষেত্রে ভর্তুকির টাকার সঙ্গে EMI-এর মূল্যের অ্যাডজাস্ট করতে পারবেন৷ বিশদ জানতে pmujjwalayojana.com ওয়েবসাইট দেখুন ৷

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন