পশ্চিমবঙ্গে GNM/ANM নার্সিং এ ভর্তি শুরু হল ২০২১ | উচ্চমাধ্যমিক পাশে | ৭০০০+ সীট | ছেলে/মেয়ে সবাই |

 


২০২১ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের GNM ও ANM নার্সিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হল।


 এতদিন পর্যন্ত অনলাইনে আবেদন করার পর উচ্চমাধ্যমিকে পাওয়া নম্বরের বেসিসে মেরিট লিস্ট প্রকাশিত হত এবং উচ্চমাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে ছাত্রছাত্রীরা চান্স পেত এই নার্সিং-এ।  

তবে এবার গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হয়েছে। তা হল

এবার জয়েন এন্ট্রান্স এক্সাম হবে, এবং এক্সামে পাওয়া নম্বরের উপর ভিত্তি করে আপনাদের চান্স দেওয়া হবে। 


গুরুত্বপূর্ণ তারিখঃ

অনলাইন আবেদন শুরুর তারিখঃ- 

৩১ শে মার্চ ২০২১।

আবেদনের শেষ তারিখঃ-

২৭শে এপ্রিল ২০২১ 



শিক্ষাগত যোগ্যতাঃ-

উচ্চমাধ্যমিক পাশ।  

সায়েন্স, আর্টস, কমার্স সব বিষয়ের ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে। 

- উচ্চমাধ্যমিকে গড়ে 40% নম্বর পেতে হবে।

  এবং ইংরেজি বিষয়ে 40% নম্বর পেতে হবে৷ 

ভোকেশনাল থেকে যারা উচ্চমাধ্যমিক পাশ করেছেন তাদের কে 1)হেলথ কেয়ার সায়েন্স 2) কৃষি 3) হোম সায়েন্স এই 3টি বিষয়ের মধ্যে যেকোন 1টি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।


আবেদন মূল্যঃ-

SC/ST/অনাথ দের জন্য ২০০ টাকা। 

জেনারেল/OBC দের জন্য ৩০০ টাকা। 


অফিশিয়াল নোটিশ(বাংলা ভাষায়)

টাইম টেবিলঃ-

ভ্যাকান্সি(কোন জেলায় কোন স্কুলে কতগুলি সীট রয়েছে?)

অফিশিয়াল ওয়েবসাইট ও আবেদন করার লিঙ্ক 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন