নিয়োগকারী সংস্থাঃ
Indian Air Force
গ্রুপ C সিভিলিয়ান পদে ওয়েস্ট বেঙ্গল সহ সারা ভারতে নিয়োগ করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখঃ-
আগামী ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
টোটাল ৩০টি পদে অনেকগুলি শুন্যপদ রয়েছে।
মাধ্যমিক / উচ্চমাধ্যমিক / গ্রাজুয়েশন পাশে MTS, LDC সহ আরও অনেক পদ রয়েছে।
তবে এক্সপেরিয়েন্স ছাড়া শুধুমাত্র মাধ্যমিক / উচ্চমাধ্যমিক / গ্রাজুয়েশন পাশে কোন পদে ফর্ম ফিলাপ করতে পারবেন সেই সমস্ত পদগুলি নিয়ে আলোচনা করব।
এই চাকরিতে আবেদন করার জন্য কোনরকম শারীরিক যোগ্যতা (যেমন, রান, মাঠ, হাইট, ওয়েট) চাওয়া হয়নি |
1) Supdt (Store) / স্টোর সুপারিন্টেন্ডেন্টঃ-
যেকোন বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করতে পারবেন।
2) স্টেনোগ্রাফার গ্রেড - II
উচ্চমাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা।
Skill Test Norms:Dictation: 10 Mts @ 80 wpm, Transcription: 50 Mts (Eng), 65 Mts (Hindi) on Computer.
3) লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
উচ্চমাধ্যমিক পাশ সাথে ১ মিনিটে ইংরেজিতে ৩৫টা শব্দ অথবা হিন্দিতে ৩০ টা শব্দ কম্পিউটারে টাইপিং স্পীড চাওয়া হয়েছে।
4) Hindi Typist
উচ্চমাধ্যমিক পাশ সাথে ১ মিনিটে ইংরেজিতে ৩৫টা শব্দ অথবা হিন্দিতে ৩০ টা শব্দ কম্পিউটারে টাইপিং স্পীড চাওয়া হয়েছে।
5) Store Keeper
উচ্চমাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা।
6) Painter (Skilled)
মাধ্যমিক পাশ ও পেইন্টার ট্রেডে ITI সার্টিফিকেট লাগবে।
7) Carpenter (Skilled)
মাধ্যমিক পাশ ও কার্পেনটার ট্রেডে ITI সার্টিফিকেট লাগবে।
8) আয়া/ওয়ার্ড সহায়িকাঃ-
মাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা।
9) হাউসকিপিং স্টাফ / মহিলা সাফাইওয়ালাঃ
মাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা।
10) লন্ড্রিম্যানঃ-
মাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা।
11) মেস স্টাফঃ-
মাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা।
12) MTS (Multi Tasking Staff)
মাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা।
13) ভ্যালকানাইজারঃ-
মাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা।
14) Tailor (Skilled)
মাধ্যমিক পাশ ও টেইলর ট্রেডে ITI সার্টিফিকেট লাগবে।
15) Tinsmith (Skilled)
মাধ্যমিক পাশ ও Tinsmith ট্রেডে ITI সার্টিফিকেট লাগবে।
16) Copper Smith and Sheet Metal Worker(Skilled)
মাধ্যমিক পাশ ও Copper Smith ও Sheet Metal ট্রেডে ITI সার্টিফিকেট লাগবে।
17) FMT(Fitter Mechanical Transport (Skilled)
মাধ্যমিক পাশ ও Fitter Mechanical Transport ট্রেডে ITI সার্টিফিকেট লাগবে।
18) Tradesman Mate:-
মাধ্যমিক পাশ
19) লেদার ওয়ার্কারঃ-
মাধ্যমিক পাশ ও লেদার ওয়ার্কার ট্রেডে ITI সার্টিফিকেট লাগবে।
20) Turner:-
মাধ্যমিক পাশ ও Turner ট্রেডে ITI সার্টিফিকেট লাগবে।
বয়সঃ-
১৮ থেকে ২৫ বছর। SC/ST রা 5 বছর ও OBC রা 3 বছর বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়াঃ
1) লিখিত পরীক্ষা
2) স্কিল টেস্ট/প্র্যাক্টিক্যাল টেস্ট।
প্রশ্নপত্র হিন্দি/ইংরেজি এই 2টি ভাষাতে হবে। বাংলাতে হবে না।
লিখিত পরীক্ষার মধ্যে এই সমস্ত বিষয় থাকবে
i) General Intelligence and Reasoning
(ii)Numerical Aptitude
(iii) General English
(iv) General Awareness.
আবেদন প্রক্রিয়াঃ-
অফলাইন।
নীচের লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করে তার সাথে সমস্ত ডকুমেন্টস এটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে, যেই ডিভিশনে আবেদন করতে চান, সেই ডিভিশনের ঠিকানায় পাঠাতে হবে।
- অ্যাপলিকেশন ফর্মটি ইংংরেজিতে ফিলাপ করবেন।
- দুই কপি পাসপোর্ট সাইজ ফোট।
- সব ডকুমেন্টস সেল্ফ এটেস্টেড করে দেবেন।
- ১০ টাকার পোষ্টাল স্ট্যাম্প সহ সেল্ফ এড্রেস এনভলেপ।
- মুখবন্ধ খামের উপরে অবশ্যই লিখবেন-
“APPLICATION FOR THE POST OF -------- AND CATEGORY--------”
ডিভিশন ওয়াইজ আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ-
অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে নিন, সেখানে ঠিকানা দেওয়া আছে। তাছাড়া আপনাদের সুবিধার জন্য, ওয়েস্ট বেঙ্গলে কোন লোকেশনে কত ভ্যাকান্সি আছে? কোন পোষ্টে ভ্যাকান্সি আছে? কোন এড্রেসে আবেদন পত্র পাঠাবেন সেটি নীচের ছবিতে মার্ক করে দিলাম। দেখে নিন।
আবেদন পত্র ডাউনলোড করুন