নিয়োগকারী সংস্থাঃ-
West Central Railway
Starting Date- 26/03/21
Last Date- 30/04/21
আবেদন প্রক্রিয়াঃ-
অনলাইন
পদের নাম ও ভ্যাকান্সিঃ-
ইলেক্ট্রিশিয়ান - ১৩৫
ফিটার - ১০২
ওয়েল্ডার - ৪৩
পেইন্টর- ৭৫
মেসন- ৬১
কার্পেন্টর- ৭৩
ইলেকট্রনিকস- ৩০
প্লাম্বার- ৫৮
ওয়ারম্যান- ৫০
কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রাম এসিস্ট্যান্ট(COPA) - ১০
মেশিনিস্ট- ৫
টার্নার- ২
ল্যাব এসিস্ট্যান্ট- ২
ক্রেন এসিস্ট্যান্ট- ২
ড্রাফটসম্যান- ৫
শিক্ষাগত যোগ্যতাঃ-
(10+2 সিস্টেমে) মাধ্যমিক পাশ করতে হবে 50% নম্বর নিয়ে এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস সার্টিফিকেট থাকতে হবে।
বয়সঃ-
জেনারেল ১৫ থেকে ২৪ বছর।
OBC - ১৫ থেকে ২৭ বছর৷
SC/ST - ১৫ থেকে ২৯ বছর
আবেদন ফিঃ-
জেনারেল ও OBC দের ১৭০ টাকা।
SC/ST দের ৭০ টাকা।
নিয়োগ প্রক্রিয়াঃ-
মাধ্যমিক ও ITI পাওয়া মার্কসের ভিত্তিতে নিয়োগ করা হবে।
কোন পরীক্ষা বা ইন্টারভিউ হবে না।
আবেদন কিভাবে করবেন?
- প্রথমত, www.apprenticeshipindia.org
এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য নাম রেজিস্ট্রার করাতে হবে। তারপর এই ওয়েবসাইট থেকে একটা রেজিস্ট্রেশন নম্বর পাবেন, সেটা নিয়ে মেন ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে হবে।
অফিশিয়াল নোটিশ ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট