PM Kisan: হোলির পরেই দেশের ১১ কোটি ৭৪ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবে কেন্দ্র
সেই তালিকায় যদি আপনার নাম না থাকে বিশদে জেনে নিন কী কী করতে হবে?
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হোলির পরে প্রায় ১১ কোটি ৭৪ লক্ষ কৃষকদের জন্য আসতে চলেছে সুখবর ৷ যদি কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করা থাকে খুব দ্রুত তাঁদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে ৷ কেন্দ্রীয় সরকার পিএম কিসানের অষ্টম কিস্তির টাকা দেওয়া হবে ৷ এই কিস্তির টাকা এপ্রিল মাসের যেকোনও সময়ের মধ্যেই অ্যাকাউন্টে দেওয়া হবে বলেই জানা গিয়েছে ৷
আগামী কিছুদিনের মধ্যেই স্টেটাসে Rft Signed by State লেখা থাকে সেক্ষেত্রে বুঝতে পারা যাবে এপ্রিলের কিস্তির টাকা পাওয়া যাবে ৷ তবে স্টেটাসে যদি না দেখানো হয় সেক্ষেত্রে টাকা পাওয়া যাবে কি না তার সন্দেহ আছে ৷ বাডিতে বসেই দেখা যেতে পারে আগামী কিস্তি পাওয়া যাবে কি না?
এর জন্য পিএম কিসান সম্মান নিধি ওয়েবসাইটে যেতে হবে (https://pmkisan.gov.in/), সেকান থেকেই ফার্মার্স কর্নার অপশনে যেতে হবে, বেনিফিশিয়ারি স্টেটাসে গিয়ে ক্লিক করতে হবে ৷ সেখানে ক্লিক করলেই নতুন একটি পেজ খুলে যাবে সেখানে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অথবা মোবাইল যে কোনও একটি বিকল্প চয়ন করতে হবে ৷ বিকল্প বাছার পরে Get Data অপশনে ক্লিক করতে হবে ৷ Get Data ক্লিক করতে ট্রানজাকশান ডিটেলস পাওয়া যাবে চোখের সামনে ৷ এর মধ্যে অষ্টম কিস্তি সংক্রান্ত বিষয়ে তথ্য পাওয়া যাবে ৷ পেমেন্টের স্টেটাস চেক করতে গিয়ে বেশ কয়েকবার Rft Signed by State for 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th বা 7th (প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম) কিস্তির বিষয়ে লেখা থাকবে ৷
এরপরেই রাজ্য সরকারের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা চলে যাবে ৷ এই ভাবেই ঘরে বসে নাম নথিভুক্ত করা যেতে পারে - আধিকারিকদের ওয়েবসাইটে যেতে হবে (https://pmkisan.gov.in/), অথবা ওযেবসাইটে গিযে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, আধার নম্বর এন্টার করলেই নাম রেজিস্ট্রেশন বা নাম নথিভুক্তকরণের পেজ খুলে যাবে, রেজিস্ট্রেশনের পেজ খুলতে হবে, সেখানে সমস্ত তথ্য প্রদান করতে হবে ৷
ব্যাঙ্কের নানান তথ্য ও আধার নম্বর দিতে হবে, সমস্ত তথ্য দেওয়ার পরে বিস্তারিত বিবরণ সেভ করতে হবে ৷ আবেদনের সর্বশেষ পরিস্থিতি জানতে নতুন হেল্পলাইন নম্বর (011) 24300606, এছাড়াও রেজিস্টার্ড মোবাইলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যেতে পারে ৷