PM Kisan: হোলির পরেই দেশের ১১ কোটি ৭৪ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবে কেন্দ্র
সেই তালিকায় যদি আপনার নাম না থাকে বিশদে জেনে নিন কী কী করতে হবে?
আগামী কিছুদিনের মধ্যেই স্টেটাসে Rft Signed by State লেখা থাকে সেক্ষেত্রে বুঝতে পারা যাবে এপ্রিলের কিস্তির টাকা পাওয়া যাবে ৷ তবে স্টেটাসে যদি না দেখানো হয় সেক্ষেত্রে টাকা পাওয়া যাবে কি না তার সন্দেহ আছে ৷ বাডিতে বসেই দেখা যেতে পারে আগামী কিস্তি পাওয়া যাবে কি না?
ব্যাঙ্কের নানান তথ্য ও আধার নম্বর দিতে হবে, সমস্ত তথ্য দেওয়ার পরে বিস্তারিত বিবরণ সেভ করতে হবে ৷ আবেদনের সর্বশেষ পরিস্থিতি জানতে নতুন হেল্পলাইন নম্বর (011) 24300606, এছাড়াও রেজিস্টার্ড মোবাইলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যেতে পারে ৷
Tags
Daily News