নতুন দিল্লি , ৩০ শে মার্চ :- ফের কিছুটা কমল পেট্রোল ও ডিজেলের দাম । আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম কমে যাওয়ায় মঙ্গলবার দেশের বড় বড় শহরে পেট্রোল ও ডিজেলের দাম কমেছে । শহর ভেদে পেট্রোলের দাম ১৯ - ২২ পয়সা কমেছে , অন্যদিকে ডিজেলের দাম সারা দেশে ২১ - ২৩ পয়সা কমেছে । মঙ্গলবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ২২ পয়সা কমে হয়েছে ৯০ টাকা ৫৬ পয়সা । লিটার প্রতি ডিজেলের দাম ২৩ পয়সা কমে হয়েছে ৮০ টাকা ৮৭ পয়সা ।
২১ পয়সা কমে মুম্বাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ৯৬ টাকা ৯৮ পয়সা । অন্যদিকে ২৪ পয়সা কমে মুম্বাইয়ে এক লিটার ডিজেলের দাম হয়েছে ৮৮ টাকা ২০ পয়সা ।
কলকাতায় পেট্রোলের দাম কমেছে ২১ পয়সা । নতুন দাম ৯০ টাকা ৭৭ পয়সা । ২৩ পয়সা কমে কলকাতার এক লিটার ডিজেলের নতুন দাম ৮৩ টাকা ৭৫ পয়সা ।
চেন্নাইতে আজ পেট্রোল ১৯ পয়সা কম দামে বিক্রি হচ্ছে এবং প্রতি লিটারে নতুন দাম হয়েছে ৯২ টাকা ৫৮ পয়সা । ডিজেলের দাম ২২ পয়সা কমে হয়েছে ৮৫ টাকা ৮৮ পয়সা ।