এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বড় খবর বেরিয়ে এসেছে যেখানে বলা হয়েছে শেষ দফার জনমত সমীক্ষায় কোন দল কয়টি আসন পেতে চলেছে !!
বিধানসভায় কয়টি আসন পেতে পারে তৃণমূল আর বিজেপির ঝুলিতে কটি আসন , এই নির্বাচনে কোন দল জিতবে , তৃণমূল কি ক্ষমতায় থাকবে নাকি রাজ্যে ফের হবে রাজনৈতিক পালাবদল - ইঙ্গিত পেতে জনমত সমীক্ষা চালিয়েছিল সি ভোটার । বিধানসভা ভোটে কোন দল কয়টি আসনে জিততে পারে সেই প্রশ্ন করা হয়েছিল সাধারণ মানুষকে আর সি ভোটারের সেই জনমত সমীক্ষায় জানা গিয়েছে , তৃণমূল কংগ্রেস আসন্ন বিধান সভায় ১৭০ - ১৭৫ টি আসন পেতে পারে , বিজেপি পেতে পারে ৯০ - ৯৫ টি আসন , বাম কংগ্রেস ও আই এস এফ্ জোট পেতে পারে ১৬ - ২০ টি আসন , অন্যান্যরা পেতে পারে ০ - ২ টি আসন । বিধানসভায় মোট আসন হলো ২৯৪ টি আর সরকার গড়তে প্রয়োজন ১৪৮ টি আসন । সেই জন্য ১৪৮ টি ম্যাজিক ফিগার ধরা হয় । সমীক্ষায় দেখা যাচ্ছে , তৃণমূল কংগ্রেস হয়তো সেই ম্যাজিক ফিগার পার করতে পারে । বিধানসভা ভোটে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে টা নিয়েও সমীক্ষা চালিয়েছিল সি ভোটার । তাতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৪২ শতাংশ ভোট , ৩৭ শতাংশ ভোট পেতে পারে বিজেপি , বাম কংগ্রেস ভোট পেতে পারে ১৩ শতাংশ , অন্যান্যরা পেতে পারে ৮ শতাংশ ভোট ।
বাংলা এই মুহূর্তে সব থেকে গুরু্ত্তপূর্ণ ইস্যু ,, কি মনে করেন সাধারণ মানুষ এই নিয়ে জনমত চালিয়েছিল সি ভোটার । তাদের সেই সমীক্ষায় দেখা গেছে ,, ৩০ শতাংশ মানুষ মনে করেন রাজ্যে বেকারত্বের সমস্যা হলো সব থেকে গুরত্বপূর্ণ ইস্যু , ২১ শতাংশ মানুষ মনে করেন বিদ্যুৎ , জল , রাস্তা এই মুহূর্তে সব থেকে বড় ইস্যু ,, করোনা ভাইরাস সংক্রমনের ঢেউ আছড়ে পড়েছে আজ গোটা বিশ্বে আর ফের বাড়ছে সংক্রমণের হার ,,সমীক্ষায় দেখা গেছে ১১ শতাংশ মানুষ মনে করেন , বাংলায় এই মুহূর্তে সব থেকে বড় ইস্যু হলো করোনা ।