HDFC Bank Parivartan’s ECS Scholarship 2021-22
ভারতের শীর্ষ ব্যাংকিং এবং আর্থিক সেবা প্রদানকারী এইচডিএফসি ব্যাংক তার প্রধান কর্মসূচির অংশ হিসাবে এই শিক্ষাবৃত্তি চালু করেছে | সারা ভারতের সেই সমস্ত মেধাবী ছাত্রছাত্রী যারা সেরকম অর্থে কোন সুযোগ-সুবিধা পান না। তাদের জন্য HDFC ব্যাংক এই স্কলারশিপ চালু করেছে।
যেই সমস্ত ছাত্রছাত্রীরা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য এককালীন 35,000/- টাকা দেবে এই স্কলারশিপ।
আরও পড়ুনঃ- অ্যাপোলো ফার্মেসিতে Online চাকরির ফর্ম ফিলাপ | Step By Step | মাধ্যমিক/HS/BA পাসে | ছেলে/মেয়ে সবাই |
Last Date:- 31/July/2021
Eligibility-
1) শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য।
2) শিক্ষার্থীদের অবশ্যই বর্তমানে একটি বেসরকারী, সরকারী বা সরকারী সাহায্য প্রাপ্ত স্কুলে Class 6 থেকে 12 ক্লাসে অধ্যয়নরত থাকতে হবে।
3) আবেদনকারী অবশ্যই কমপক্ষে ৫৫% নম্বর নিয়ে আগের যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
4) বার্ষিক পারিবারিক আয় অবশ্যই 2,50,000 টাকার চেয়ে কম বা সমান হতে হবে।
Benefits