6-12 ক্লাসদের জন্য বছরে 35,000 টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক | শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, বয়স?


 HDFC Bank Parivartan’s ECS Scholarship 2021-22

ভারতের শীর্ষ ব্যাংকিং এবং আর্থিক সেবা প্রদানকারী এইচডিএফসি ব্যাংক তার প্রধান কর্মসূচির অংশ হিসাবে এই শিক্ষাবৃত্তি চালু করেছে | সারা ভারতের সেই সমস্ত মেধাবী ছাত্রছাত্রী যারা সেরকম অর্থে কোন সুযোগ-সুবিধা পান না। তাদের জন্য HDFC ব্যাংক এই স্কলারশিপ চালু করেছে। 


যেই সমস্ত ছাত্রছাত্রীরা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য এককালীন 35,000/- টাকা দেবে এই স্কলারশিপ। 

আরও পড়ুনঃ- অ্যাপোলো ফার্মেসিতে Online চাকরির ফর্ম ফিলাপ | Step By Step | মাধ্যমিক/HS/BA পাসে | ছেলে/মেয়ে সবাই |


Last Date:- 31/July/2021


Eligibility-

1) শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। 

2) শিক্ষার্থীদের অবশ্যই বর্তমানে একটি বেসরকারী, সরকারী বা সরকারী সাহায্য প্রাপ্ত স্কুলে Class 6 থেকে 12 ক্লাসে অধ্যয়নরত থাকতে হবে।

3) আবেদনকারী অবশ্যই কমপক্ষে ৫৫% নম্বর নিয়ে আগের যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

4) বার্ষিক পারিবারিক আয় অবশ্যই 2,50,000 টাকার চেয়ে কম বা সমান হতে হবে। 


Benefits

Up to INR 35,000

Documents
1) Last year's marksheets (2019-20) (NOTE: In case, you don’t have a marksheet for 2019-20  session, please upload the marksheet of 2018-19 session.)

2) Identity proof (Aadhaar Card/Voter ID/Driving License) 

3) Current Year Admission Proof (Fee Receipt/Admission Letter/Institution ID Card/Bonafide Certificate) (2020-21)

4) Applicant Bank Passbook/Cancelled Cheque (Information will also be captured in the application form)

5)Income Proof (any of the three proofs given below)Income Proof issued by Gram Panchayat/Ward Counsellor/SarpanchIncome Proof issued by SDM/DM/CO/TehsildarAffidavit

6)  Passport size photograph

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন