প্রশাসনকে আমজনতার আরও কাছে পৌঁছে দিতে নয়া কর্মসূচী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় --- ‘পাড়ায় পাড়ায় সমাধান’। বোলপুরের এক প্রশাসনিক সভা থেকে এই কর্মসূচির ঘোষণা করেন তিনি।
ছোট ছোট আঞ্চলিক সমস্যায় প্রশাসনের দরজায় ঘুরতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়েন মানুষ। সেই সমস্যাগুলি সমাধানের উদ্দেশ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
আগামী 2 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। বড় পরিকাঠামো নয়, ছোট ছোট ক্যাম্প করে এই কর্মসূচী চালানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উদাহরণ দিয়ে তিনি বলেন হয়তো পাড়ায় একটি কালভার্ট দরকার, কিন্তু অনেক জায়গায় ঘুরেও সেই কাজ হয়নি। নয়া কর্মসূচিতে স্থানীয় ক্যাম্প করে এই ধরনের সমস্যার সমাধান করা হবে।
আগামী ২ জানুয়ারি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে এই কর্মসূচির জন্য আলাদা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। গোটা প্রকল্পটি দেখাশোনার জন্য থাকবেন প্রিন্সিপাল সেক্রেটারিরা।
Dada ata apply korte parbo ?
উত্তরমুছুন2 জানুয়ারি থেকে
মুছুন