New Job Card Application Form | নতুন জব কার্ডের জন্য আবেদন করুন

          নতুন জব কার্ডের জন্য আবেদন করুন

বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের কাছেই জব কার্ড রয়েছে |  এবং যাদের কাছে জব কার্ড রয়েছে তারা সরকার থেকে যে 100 দিনের কাজ পাওয়া যায়, সে 100 দিনের কাজের লাভ  তারা নিতে পারে |  আর যাদের কাছে জব কার্ড নেই তারা সেই কাজ থেকে বঞ্চিত হয় |
  আজকের এই পোস্টে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের কাছে যদি জব কার্ড না থাকে, তাহলে আপনারা কিভাবে নতুন একটি জব কার্ডের জন্য আবেদনপত্র জমা দেবেন | যে সমস্ত পরিবারে জব কার্ড নেই তারা এই জব কার্ডের ফরম ফিলাপ করে আবেদন করতে পারেন | 

অথবা এমন কিছু পরিবার আছে যেখানে পরিবারের কিছু কিছু সদস্যদের নাম তাদের জব কার্ডে নেই  | সেক্ষেত্রেও আপনারা এই ফর্মটা ফিলাপ করে নতুন জব কার্ডের জন্য এপ্লাই করতে পারেন | জব কার্ডের এই ফরমটি আপনারা কিভাবে ফিলাপ করবেন সেটা যদি বিস্তারিত ভাবে জানতে চান তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করুন এবং সেখানে আমি একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়ে রেখেছি আপনারা সেই ভিডিও টিউটোরিয়ালটি দেখে খুবই সহজে এই জব কার্ড আবেদন এর ফরম ফিলাপ করতে পারবেন |

যে সমস্ত পরিবারের জব কার্ড ছিল না, সে সমস্ত পরিবার নতুন করে জব কার্ডে নাম তোলার কোন অপশন পেয়েছিল না | কি
2020 সালের পর থেকে নতুন করে জব কার্ডের নাম তোলার একটা সুযোগ এসেছে |  তাই যে সমস্ত পরিবারের এখনো পর্যন্ত জব কার্ড নেই তারা জব কার্ডের জন্য আবেদন করতে পারেন |

জব কার্ডের আবেদন এর জন্য অ্যাপ্লিকেশন ফর্ম টি নিচে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করুন |  ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে যথাযথভাবে ফরমটি ফিলাপ করবেন |  এবং ফিলাপ করার পর তার সঙ্গে সমস্ত সাপোর্টিং  ডকুমেন্টের জেরক্স কপি দিতে হবে এবং এই সমস্ত কাগজ গুলো আপনার গ্রাম পঞ্চায়েতে জমা করতে হবে |  আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্ম টি আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন |

কি কি ডকুমেন্টস লাগবে নতুন জব কার্ড আবেদন করার জন্য :
1. আধার কার্ড
2. ভোটার কার্ড
3. রেশন কার্ড
4. ব্যাংকের পাস বই

কিভাবে ফরম ফিলাপ করবেন:
আপনাদের সুবিধার জন্য কিভাবে ফরম ফিলাপ করতে হবে তার জন্য আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটা ভিডিও বানানো আছে আপনারা দয়া করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন | সঠিকভাবে ফরম ফিলাপ করার জন্য এই ভিডিওটি দেখুন |

কোথায় ফর্ম জমা করবেন:
জব কার্ডের আবেদন পত্রটি সঠিকভাবে ফিলাপ করবেন এবং তার সঙ্গে উপরের দেওয়া ডকুমেন্টগুলো জেরক্স করে আপনার গ্রাম পঞ্চায়েতে জমা করে দেবেন

নতুন জব কার্ড করার ফরম
 এখান থেকে ডাউনলোড করুন - Click Here to Download

7 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন