করোনায় ভারতেও মৃত্যু, প্রতিটা রাজ্যে চালু হেল্পলাইন নম্বর, রইল নম্বরের সম্পূর্ণ তালিকা



বিশ্বজুড়ে করোনা ত্রাস ! ভারতেও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকালেও ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৮৷ একলাফে তা হয়ে যায় ৭৩৷ করোনা ভাইরাসের জেরে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটল ভারতে। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু বিবৃতিতে জানান, কর্নাটকে ছিয়াত্তর বছর বয়সি যে-বৃদ্ধের গত মঙ্গলবার মৃত্যু হয়েছিল, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।  কর্নাটক সরকার জানিয়েছে, ওই বৃদ্ধের লালারস পরীক্ষায় নোভেল করোনাভাইরাস পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও বিবৃতি দিয়ে ওই মৃত্যুর কথা জানিয়েছে।
গোটা দেশে চালু হয়েছে করোনা ভাইরাসে যে-কোনওরকম সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর। একনজরে জেনে নিন কোন রাজ্যের কী নম্বর--
অন্ধ্র প্রদেশ- ০৮৬৬২৪১০৯৭৮
অরুণাচল প্রদেশ- ৯৪৩৬০ ৫৫৭৪৩
বিহার- ১০৪
ছত্তিশগড়- ০৭৭১২২ ৩৫০৯১
গোয়া- ১০৪
গুজরাত- ১০৪
হরিয়ানা- ৮৫৫৮৮ ৯৩৯১১
হিমাচল প্রদেশ- ১০৪
ঝাড়খণ্ড- ১০৪
কর্নাটক- ১০৪
মধ্যপ্রদেশ- ০৭৫৫-২৫২৭১৭৭
মহারাষ্ট্র- ০২০-২৬১২৭৩৯৪
মণিপুর-৩৮৫২৪১১৬৬৮
মেঘালয়া- ১০৮
মিজোরাম- ১০২
নাগাল্যান্ড- ৭০০৫৫৩৯৬৫৩
পঞ্জাব- ১০৪
রাজস্থান- ০১৪১-২২২৫৬২৪
সিকিম- ১০৪
তামিলনাড়ু- ০৪৪-২৯৫১০৫০০
তেলেঙ্গানা- ১০৪
ত্রিপুরা- ০৩৮১-২৩১৫৮৭৯
উত্তরাখণ্ড-১০৪
উত্তরপ্রদেশ- ১৮০০১৮০৫১৪৫
পশ্চিমবঙ্গ- ৩৩২৩৪১২৬০০
আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ - ০৩১৯২-২৩২১০২
চণ্ডিগড়- ৯৭৭৯৫৫৮২৮২
দাদরা, বগর হভেলি ও দিউ- ১০৪
কাশ্মীর- ০১৯৪২৪৪০২৮৩
লক্ষদ্বীপ-১০৪
পণ্ডিচেরি-১০৪

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন