GNM ও ANM এর পার্থক্য কী ?
GNM ও ANM এর মিল ও অমিল ?
অকজিলারি নার্স অ্যান্ড মিডওয়াইফেরি বা এ.এন.এম (Auxiliary Nurse Midwifery; ANM) এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি বা জি.এন.এম (General Nursing and Midwifery) যা কিনা GNM ও ANM নার্সিং কোর্স নামে পরিচিত।
আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই কোর্স দুটি সম্পর্কে কিছু মিল এবং অমিল বিষয়কে তুলে ধরব এবং এই কোর্স দুটির কিছু পার্থক্য বলব।
নিম্নে কোর্স দুটির বিবরণ এবং কিছু মিল এবং অমিল দেওয়া হলঃ
ভাষাঃ
আবেদনকারি ছাত্রছাত্রীকে অবশ্যই বাংলা অথবা নেপালি ২টি ভাষার মধ্যে যেকোনো একটি ভাষায় লিখতে এবং পড়তে সক্ষম হতে হবে।
কোর্সের সময়সীমাঃ
ANM কোর্সের সময়সীমা ২ বছরের।
GNM কোর্সের সময়সীমা ৬ মাসের ইন্টার্নশিপ সহ ৩ বছরের।
সীট সংখ্যা বা আসন সংখ্যাঃ
ANM - ৫০০টি আসন। (শুধুমাত্র মহিলাদের জন্য। অর্থাৎ
এই কোর্সটির জন্য শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে।)
বয়সসীমাঃ
ANM - ১/১/২০২০ হিসেবে প্রার্থীর বয়স ১৭ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
GNM - ১/১/২০২০ তারিখ হিসেবে প্রার্থীর বয়স ১৭ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
ANM ও GNM উভয় ক্ষেত্রেই
উচ্চমাধ্যমিক (১০+২) পাশ এবং ইংরেজি বিষয়ে নুন্যতম ৪০% নম্বর থাকা বাধ্যতামূলক।
মেধাতালিকা বা মেরিট লিস্ট কিভাবে নির্বাচন হবে?
ANM ও GNM উভয় ক্ষেত্রেইউচ্চমাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট বের হবে। আরও বিস্তারিত বলতে গেলেঃ
ইংরেজি+৩টি ঐচ্ছিক বিষয় (পরিবেশ বিদ্যা বাদে) পাওয়া নম্বর। অর্থাৎ মধ্যে ইংরেজি বিষয়ে
৪০% মার্ক থাকা লাগবে এবং আর বাকি যে ৪টি বিষয় আছে তার মধ্যে যে ৩টিতে সবথেকে বেশী নম্বর পেয়েছ তার টোটাল মার্কের ভিত্তিতে মেরিট লিস্ট বের হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
ANM ও GNM উভয় ক্ষেত্রেই
- উচ্চমাধ্যমিকের মার্কশীট
- মাধ্যমিকের এডমিট (বয়সের প্রমাণপত্র)
- রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (নিজের গ্রামের প্রধান বা B.D.O অফিসে পেয়ে যাবেন)
- কাস্ট সার্টিফিকেট
- সিভিল ডিফেন্সের সার্টিফিকেট
- অরফ্যাঞ্জ সার্টিফিকেট (অনাথ আশ্রমে বসবাসকারী দের ক্ষেত্রে প্রযোজ্য)
- শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজ ফোটো (নিজের সই করা)
স্টাইপেন্ড বা স্কলারশিপঃ
ANM ট্রেনিং চলাকালীন প্রার্থীকে প্রতি মাসে ৫০০টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে ২বছরের জন্য।
এবং GNM এ ট্রেনিং শেষের লাস্ট ৬মাসে স্টাইপেন্ড বা ইন্টার্নশিপ দেবে(কত টাকা স্টাইপেন্ড দেবে সেটা উল্লিখিত নেই)।
গুরুত্বপূর্ণ তথ্য
এই বছরের নতুন নিয়ম অনুসারে, ট্রেনিং চলাকালীন প্রার্থীদেরকে থাকার বাসস্থান (হোস্টেল) দেওয়া হবে না।এবং পরবর্তী বছরে যদি সম্ভব হয় তাহলেই দেবে নয়তো দেবে না।
ট্রেনিং শেষের পর প্রার্থীকে চাকরি প্রদানে সরকারের কোনো দায়বদ্ধতা থাকবে না।
ট্রেনিং চলাকালিন ছাত্রছাত্রীরা কোনো নিয়মরীতির উলঙ্ঘন করলে, তাকে ট্রেনিং থেকে ডিসকোয়ালিফাইয় করে দেওয়া হবে।এবং ডিসকোয়ালিফাইয় এর কারন ছাত্রছাত্রীকে ব্যক্তিগত ভাবে জানান হবে।
ট্রেনিং শেষের পর প্রার্থীকে চাকরি প্রদানে সরকারের কোনো দায়বদ্ধতা থাকবে না।
ট্রেনিং চলাকালিন ছাত্রছাত্রীরা কোনো নিয়মরীতির উলঙ্ঘন করলে, তাকে ট্রেনিং থেকে ডিসকোয়ালিফাইয় করে দেওয়া হবে।এবং ডিসকোয়ালিফাইয় এর কারন ছাত্রছাত্রীকে ব্যক্তিগত ভাবে জানান হবে।
কত টাকা খরচ পরবে?
ANM কোর্সটি করার জন্য খরচ হতে পারে পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা।
GNM কোর্সটি করার জন্য খরচ হতে পারে এক লাখ থেকে পচিশ হাজার টাকা।
চাকরির সুযোগ কেমন?
ANM কোর্স করলে আপনি সরকারী হাসপাতাল বা বেসরকারী নার্সিংহোমে দশ থেকে কুড়ি হাজার টাকা বেতনের চাকরি পেতে পারেন।
GNM কোর্স করলে আপনি সরকারী হাসপাতাল বা বেসরকারী নার্সিংহোমে দশ থেকে চব্বিশ হাজার টাকা বেতনের চাকরি পেতে পারেন।
আবেদন কিভাবে করবেন?
আমি আমার YouTube চ্যানেলে GNM & ANM সম্পর্কিত অনেক ভিডিও বানিয়েছি, নিচে চ্যানেলের লিংক দিয়ে দেব এবং ভিডিও এরও লিংক দিয়ে দেব আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন।
- GNM Nursing 2020| Education Qualification| GNM নার্সিং শিক্ষাগত যোগ্যতা,অনলাইনে আবেদন কিভাবে করবেন? - Click Here




