কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার উচ্চমাধ্যমিক নিয়োগ ২০২০
কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সমানিশেন
কয়েক হাজার পোস্টাল অ্যাসিস্ট্যান্ট / সর্টিং অ্যসিসট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক / জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে, কেন্দ্রীয় সরকারের মন্ত্রক, বিভাগ ও বিভিন্ন অফিসে | কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ( ১০ + ২) এক্সমানিশেন, ২০১৯ – এর মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন
আবেদন শুরুর তারিখঃ (Application Started Date)
3 Dec 2019
আবেদন শেষের তারিখঃ (Closing Date of Application)
10 Jan 2020
চাকরির বিবরণ (Job Details)
আবেদনের পদ্ধতিঃ (Application Procedure)
Online
নিয়োগকারী সংস্থাঃ (Recruiter Organisation)
Central Gov
Watch Video
পদের নামঃ (Post Name)
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট / সর্টিং অ্যসিসট্যান্ট,
লোয়ার ডিভিশন ক্লার্ক / জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিট্যান্ট ও
ডাটা এন্ট্রি অপারেটর
কর্মস্থলঃ (Job Posting)
All Over in India
ভ্যাকান্সিঃ (Vacancy)
কয়েক হাজার ভ্যাকান্সি রয়েছে, তবে এক্সাটলি কত ভ্যাকান্সি তা এখনো সঠিক ভাবে জানা যায়নি |
তবে তপশিলি, দৈহিক প্রতবন্ধী, ও.বি.সি এবং প্রাক্তন সমরকর্মী দের জন্য শুন্যপদ সরকারি নিয়মানুসারে সংরক্ষিত থাকবে |
প্রয়োজনীয় যোগ্যতা (Required Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
সব পদের ক্ষেত্রেই উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল |
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট / সর্টিং অ্যসিসট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক / জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রার্থীদের ক্ষেত্রে ইংরেজিতে মিনিটে ৩৫ টি শব্দ বা হিন্দিতে মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে |
ডাটা এন্ট্রি অপারেটর স্কিল টেস্টের সময় কম্পিউটার ঘন্টায় অন্তত ৮,০০০ কি ডিপ্রেশনের গতিতে একটি প্যাসেজ ১৫ মিনিটে টাইপ করতে হবে |
Watch Video
Age Limit (বয়স সীমা)
১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
তফসিলিরা ৫ বছর, ও.বি.সি ৩ বছর, দৈহিক প্রতিবন্ধীদের ১০ বছর এবং প্রাক্তন সমরকর্মীদের নিয়মানুসারে বয়সের ছাড় থাকবে |
বিধবা, বিবাহবিচ্ছিন্ন, ও আইনত স্বামীবিচ্ছিন্ন মহিলারা পুনরায় বিবাহ না করে থাকলে এবং ৩৫ বছরের ( তফসিলি দের ৪০ বছর, ও.বি.সি দের ৩৮ বছর) মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে |
সরকারি নিয়মানুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় থাকবে |
কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সমানিশেন
কয়েক হাজার পোস্টাল অ্যাসিস্ট্যান্ট / সর্টিং অ্যসিসট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক / জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে, কেন্দ্রীয় সরকারের মন্ত্রক, বিভাগ ও বিভিন্ন অফিসে | কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ( ১০ + ২) এক্সমানিশেন, ২০১৯ – এর মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন
আবেদন শুরুর তারিখঃ (Application Started Date)
3 Dec 2019
আবেদন শেষের তারিখঃ (Closing Date of Application)
10 Jan 2020
চাকরির বিবরণ (Job Details)
আবেদনের পদ্ধতিঃ (Application Procedure)
Online
নিয়োগকারী সংস্থাঃ (Recruiter Organisation)
Central Gov
Watch Video
পদের নামঃ (Post Name)
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট / সর্টিং অ্যসিসট্যান্ট,
লোয়ার ডিভিশন ক্লার্ক / জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিট্যান্ট ও
ডাটা এন্ট্রি অপারেটর
কর্মস্থলঃ (Job Posting)
All Over in India
ভ্যাকান্সিঃ (Vacancy)
কয়েক হাজার ভ্যাকান্সি রয়েছে, তবে এক্সাটলি কত ভ্যাকান্সি তা এখনো সঠিক ভাবে জানা যায়নি |
তবে তপশিলি, দৈহিক প্রতবন্ধী, ও.বি.সি এবং প্রাক্তন সমরকর্মী দের জন্য শুন্যপদ সরকারি নিয়মানুসারে সংরক্ষিত থাকবে |
প্রয়োজনীয় যোগ্যতা (Required Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
সব পদের ক্ষেত্রেই উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল |
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট / সর্টিং অ্যসিসট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক / জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রার্থীদের ক্ষেত্রে ইংরেজিতে মিনিটে ৩৫ টি শব্দ বা হিন্দিতে মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে |
ডাটা এন্ট্রি অপারেটর স্কিল টেস্টের সময় কম্পিউটার ঘন্টায় অন্তত ৮,০০০ কি ডিপ্রেশনের গতিতে একটি প্যাসেজ ১৫ মিনিটে টাইপ করতে হবে |
Age Limit (বয়স সীমা)
১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
তফসিলিরা ৫ বছর, ও.বি.সি ৩ বছর, দৈহিক প্রতিবন্ধীদের ১০ বছর এবং প্রাক্তন সমরকর্মীদের নিয়মানুসারে বয়সের ছাড় থাকবে |
বিধবা, বিবাহবিচ্ছিন্ন, ও আইনত স্বামীবিচ্ছিন্ন মহিলারা পুনরায় বিবাহ না করে থাকলে এবং ৩৫ বছরের ( তফসিলি দের ৪০ বছর, ও.বি.সি দের ৩৮ বছর) মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে |
সরকারি নিয়মানুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় থাকবে |
নির্বাচন পদ্ধতি (Selection Procedure)
- কম্পিউটার বেসড টেস্ট ( CBT)
- মেন এক্সাম
- স্কিল টেস্ট
কম্পিউটার বেসড টেস্ট ( CBT) - আয়োজিত হবে ১৬ – ২৭ শে মার্চ | পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষাকেন্দ্র আছে |
কম্পিউটার বেসড টেস্ট হয় ৪ টি অংশে -
- English Language,
- General Intelligence,
- Quantitative Apttitude ,
- General Awareness
প্রতি অংশে ২৫ টি করে MCQ টাইপ প্রশ্ন হয় |
মেন এক্সাম – প্রথম ধাপের এই CBT টেস্টে সফল হলে, তবেই মেন এক্সামে ডাক পরবে | মেন এক্সাম হবে ২৮ শে জুন |
মেন এক্সাম – এটি লিখিত পরীক্ষা | এখানে থাকবে
SA Writing,
Letter Writing,
Application Writing |
SA Writing,
Letter Writing,
Application Writing |
নেগেটিভ মার্কিং থাকবে |
স্কিল টেস্ট – CBT Test এবং মেন এক্সামে সফল হলে তবে স্কিল টেস্ট বা টাইপিং টেস্টে ডাক পরবে |
আবেদন কিভাবে করবেন? (How to apply)
অফিসিয়াল নোটিশ প্রকাশিত হবে ৩ ডিসেম্বর ২০১৯, উপযুক্ত ও যোগ্য প্রার্থিরা অফিসিয়াল ওয়েবসাইট http://ssc.nic.in এর মাধ্যমে আবেদন করতে পারেন |
ডাউনলোড ফর্ম - Available 3 Dec 2019



