পদের নাম:
- লেবার ও
- সুপারভাইজার
শিক্ষাগত যোগ্যতা:
লেবার- প্রাথীদের নুন্যতম ৮ম (অষ্টম) শ্রেণি পাশ থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত যেকোন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন ।
সুপারভাইজার- নুন্যতম উচ্চমাধ্যমিক পাশ সাথে কম্পিউটার জানতে হবে।
উচ্চ শিক্ষিতরাও আবেদন করতে পারবেন ।
বয়স:
প্রাথীদের বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন । তবে কোনো বয়সের ছাড় নেই ।
বেতন:
লেবার- 13,000/- per month - Upto 17,000/-
সুপারভাইজার- 14,000/- per month - Upto 17,000/-
সাথে ESI/PF/OT -র সুবিধা পাবেন কোম্পানির তরফ থেকে ।এছাড়াও থাকা এবং খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে পাবেন কোম্পানির তরফ থেকে ।
কাজের বিবরণ:
লেবার- হলদিরাম, সিতারাম, প্রভুজি ফ্যাক্টরিতে লেবেলিং, সিল, পাকিং,স্ক্যানিং করাই মূল কাজ ।
সুপারভাইজার- স্টক চেক, ডাটা এন্ট্রি, লেবারদের কাজ অডিট করা ।
আরও জানতে অফিসের ফোন নম্বরে কল করে বিস্তারিত জানতে পারবেন ।
কাজের সময়:
প্রতিদিন ৮ (আট) ঘন্টা করে কাজ করতে হবে ।
কারা আবেদনের যোগ্য:
রাজ্যের প্রতিটি জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন । তবে কাজের স্থান হবে কলকাতা । অন্য জেলা থেকে আবেদন করলে তাদের থেকে কাজ করতে হবে ।
নিয়োগ পদ্ধতি:
প্রাথীদের শুধুমাত্র ইন্টারভিউ ও ডকুমেট ভেরিফিকেশন-এর মাধ্যমে নিয়োগ করানো হবে ।
আবেদন পদ্ধতি:
এখানে আলাদা করে কোন ফর্ম ফিলাপ করতে হবে না। ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটস্যাপে সিভি/বায়োডাটা পাঠাবেন। এখানে মাত্র ৫৫টা ভ্যাকান্সি রয়েছে, তাই যারা আগে বায়োডাটা পাঠাবেন, তাদেরকেই আগে চান্স দেওয়া হবে। বাকিরা লেট করে ফোন করলে চান্স পাবেন না ।