পদের নাম:
- লেবার
- সুপারভাইজার
শিক্ষাগত যোগ্যতা:
প্রাথীদের নুন্যতম এইট পাশ থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত যেকোন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন । তবে উচ্চ শিক্ষিতরাও আবেদন করতে পারবেন ।
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা-
লেবার- যে সমস্ত প্রার্থী নূন্যতম এইট পাশ করেছে, এই পদে তারা আবেদন করতে পারবেন।
সুপারভাইজার- উচ্চমাধ্যমিক পাশ করলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন।
বয়স-
প্রাথীদের বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন । তবে কোনো বয়সের ছাড় নেই ।
বেতন:
১৩,৫০০/- টাকা থেকে ২০হাজার/- টাকার মধ্যে প্রতি মাসে বেতন থাকবে। এইবার পদ অনুযায়ী বেতন আলাদা আলাদা হয় ।
সাথে ESI/PF/OT -র সুবিধা পাবেন কোম্পানির তরফ থেকে ।এছাড়াও থাকা এবং খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে পাবেন কোম্পানির তরফ থেকে ।
কাজের বিবরণ:
লেবার- সিপলা মেডিসিন ওয়ারহাউসে যেসব প্রোডাক্ট বা মেডিসিন উৎপাদন হয়, সেই সব প্রোডাক্ট পাকিং,স্ক্যানিং করায় মূল কাজ ।
সুপারভাইজার- কাজ দেখাশোনা করা এবং ডাটা এন্ট্রি করার কাজ করতে হবে। এই জন্য প্রার্থীকে কম্পিউটার জানতে হবে।
আরও জানতে অফিসের ফোন নম্বরে কল করে বিস্তারিত জানতে পারবেন ।
কাজের সময়:
প্রতিদিন ৮ (আট) ঘন্টা করে কাজ করতে হবে ।
কারা আবেদনের যোগ্য:
রাজ্যের প্রতিটি জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন । তবে কাজের স্থান হবে কলকাতা । অন্য জেলা থেকে আবেদন করলে তাদের থেকে কাজ করতে হবে, সেক্ষেত্রে থাকা ও খাওয়া কোম্পানির তরফ থেকে ফ্রি-তে পাবেন।
নিয়োগ পদ্ধতি:
প্রাথীদের শুধুমাত্র ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন-এর মাধ্যমে নিয়োগ করানো হবে ।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রাথীদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না । সরাসরি অফিসে কল করে কিভাবে এবং কবে ইন্টারভিউ দিতে যাবেন সেটা জেনে নিতে পারবেন । এখানে মাত্র ৫৫টা ভ্যাকান্সি রয়েছে, তাই যারা আগে কল করবেন শুধুমাত্র তাদেরই আগে সুযোগ দেওয়া হবে।
আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে তাড়াতাতি কল করে নিতে পাবেন নিচে দেওয়া ফোন নম্বরে ।
অফিস ফোন নম্বর:
8768593600