পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে পিওন নিয়োগ 2022 ।। HS পাশে আবেদন ।। Panjub National Bank Peone Recruitment 2022 ।।

 চাকরির খবর ২৪৭ঃ আপনি কি ব্যাঙ্কে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর । পশ্চিমবঙ্গের একটি রাষ্ট্রায়ত ব্যাঙ্কে গ্রুপ D পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ।

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।




 নিয়োগকারী সংস্থাঃ 

pnb punjab national bank 

(Govt. Of India Undertaking)

হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট ডিভিশন

 সিও: মালদা, নজরুল সরণি, মালদা, পশ্চিমবঙ্গ-৭৩২১০১ 

ফোন: ০৩৫১-২২২৩১২৭; ই-মেল: comaldahrd@pnb.co.in



সাব-অর্ডিনেট ক্যাডারে পিয়ন নিয়ােগের বিজ্ঞপ্তি

মালদা সার্কল অফিসের অধীনস্থ শাখাসমূহে সাব-অর্ডিনেট ক্যাডারে পিয়ন পদে নিয়ােগের জন্য সংশ্লিষ্ট জেলার স্থায়ী অধিবাসী যােগ্য ভারতীয় নাগরিকদের থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দরখাস্ত আমন্ত্রণ করছে। 



১. জেলাভিত্তিক শূন্যপদ:


২. যোগ্যতামান

(ক) ০১.০১.২০২২ তারিখের ভিত্তিতে বয়স: 

সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বাধিক ২৪ বছর, প্রযােজ্য ছাড় অতিরিক্তরূপে বিবেচিত হবে।


বয়সের উর্ধসীমায় ছাড়: 

এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর; ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর; ওবিসি এবং শারীরিক/ অস্থিগত প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১৩ বছর; শারীরিক/ অস্থিগত প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০ বছর; | প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে ৩ বছর (সেনায় কর্মমেয়াদের অতিরিক্তরূপে) এবং ১৯৮৪ সালের দাঙ্গায় | নিহতদের সন্তান। পরিবারের সদস্যদের ক্ষেত্রে ৩ বছর। সরকারি নির্দেশিকায় সংস্থান না-থাকলে সব | ছাড় মিলিয়ে বয়স সর্বাধিক ৪৫ বছরের বেশি হওয়া চলবে না। সাধারণ শূন্যপদের জন্য আবেদনকারী ওবিসি/এসসি/এসটি প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ছাড় পাওয়ার যােগ্য হবেন না। 



(খ) বেতন:

বেসিক পেং১৪,৫০০/- থেকে ২২৮,১৪৫/-+ অন্যান্য ভাতা


(ঘ) ০১.০১,২০২২ তারিখের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা: 

১০+২ মান বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ, সঙ্গে | ইংরেজি পড়ালেখার প্রাথমিক জ্ঞান। এটিই সর্বনিম্ন ও সর্বাধিক শিক্ষাগত যােগ্যতামান। গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদনের যােগ্য নন।


(ঙ) সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা: 

যােগ্য প্রার্থীদের কেবলমাত্র যে জেলার জন্য শুন্যপদ বিজ্ঞপিত/প্রকাশিত হয়েছে, সেই জেলার স্থায়ী অধিবাসী হতেই হবে।



৩. উপরােক্ত যােগ্যতামান পূরণকারী প্রার্থীরা যথাযথভাবে স্বাক্ষরিত ও পূরণ করা দরখাস্ত পাঠাবেন যার মধ্যে দরকারি তথ্যগুলি দেওয়া থাকতে হবে: 

১. দরখাস্তকারীর নাম; 

২, পিতার নাম; 

৩, জন্মতারিখ:  

৪, ০১.০১.২০২২ তারিখের ভিত্তিতে বয়স; 

৫. ১০ম শ্রেণি থেকে সর্বশেষ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তারিখ এবং ১০মও ১২শ পরীক্ষায় প্রাপ্ত শতকরা নম্বর সমেত শিক্ষাগত যােগ্যতা; 

৬. বর্তমানে যদি কোনও কোর্সে পাঠরত হয়ে থাকে, তা উল্লেখ করতে হবে; 

৭, কাষ্ট, ক্যাটেগরি ও ধর্ম; 

৮. যােগাযােগের ঠিকানা; 

৯. স্থায়ী ঠিকানা; 

১০. যেখানকার স্থায়ী অধিবাসী, সেই ঠিকানা (ক, গ্রাম, খ, তালুক, গ, জেলা); 

১১. কোন কোন ভাষা জানা আছে (পড়তে পারা/ লিখতে পারা); 

১২. মােবাইল/ ল্যান্ডলাইন নম্বর; 

১৩, ই-মেল আইডি; 

১৪, বর্তমানে কোনও কাজে নিযুক্ত থাকলে তার বিশদ তথ্য উল্লেখ করতে হবে; 

১৫. অন্য কোনও দরকারি তথ্য।  



৪. যে সমস্ত নথিপত্রের স্বাক্ষরিত প্রতিলিপি দরখাস্তের সঙ্গে দিতে হবে:

১. যথাযথভাবে স্বাক্ষরিত দরখাস্তের একেবারে ওপরের অংশে ডানদিকের কোণে একটি পাসপাের্ট মাপের | ছবি সাঁটিয়ে দিতে হবে; 

২. সর্বশেষ যে স্কুল কলেজে পড়াশােনা করেছেন সেই স্কুল/কলেজ লিভিং / সার্টিফিকেট এবং ১০ম ও ১২শ শ্রেণি পরীক্ষার পূর্ণাঙ্গ মার্কশিট সহ শিক্ষাগত যােগ্যতার যাবতীয় সার্টিফিকেট; 

৩, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে নন-ক্রিমি লেয়ার অন্তর্ভুক্তির সর্বশেষ সার্টিফিকেট সহ কাষ্ট সার্টিফিকেট 

 ৪, ঠিকানা ও পরিচয় প্রমাণের প্রতিলিপি; 

৫. স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র বা ডােমিসাইল হওয়ার প্রমাণ হিসেবে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন সার্টিফিকেট; 

৬, বার্থ সার্টিফিকেট; 

৭, আধার কার্ড


 ৫. দরখাস্ত জমার শেষ তারিখ ও সময়: 

২২.০৪.২০২২, বিকেল ৫:০০টা

সহায়ক নথিপত্রগুলির (বয়স, যােগ্যতা, কাষ্ট, অভিজ্ঞতা, ডােমিসাইল ইত্যাদি) স্বস্বাক্ষরিত প্রতিলিপি সমেত সর্বতােভাবে সম্পূর্ণ দরখাস্ত সর্বশেষ ২২.০৪.২০২২ তারিখের মধ্যে স্পিড পােষ্ট/রেজিস্টার্ড পােষ্টের মধ্যে | 



এই ঠিকানায় জমা পড়তে হবে:

চিফ ম্যানেজার, এইচআরডি ডিপার্টমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সার্কল অফিস মালদা, থানা- ইংলিশ বাজার, পশ্চিমবঙ্গ-৭৩২১০১।


অনুগ্রহপূর্বক খেয়াল রাখবেন: ২২.০৪.২০১২ তারিখের পরে জমা পড়া/ অসম্পূর্ণ/ প্রয়ােজনীয় নথিবিহীন। সমস্ত বিষয়ে প্রাপ্ত নম্বর উল্লেখ করা ১০ম ও ১২শ শ্রেণির মার্ক শিট না-থাকা/ যে জেলাগুলির জন্য শূন্যপদ | প্রজ্ঞাপিত হয়েছে, সেগুলি বাদে অন্য কোনও জেলার প্রার্থীদের তরফে প্রেরিত দরখাস্তগুলি বিবেচনা করা হবে না। যে সকল প্রার্থীর দরখাস্ত বিবেচনা করা হবে না, তাঁদের প্রতি কোনও বার্তা পাঠানাে হবে না। প্রার্থীবাছাই সম্পর্কিত বিষয়ে ব্যাঙ্কের সিদ্ধান্তই চূড়ান্ত ও অবশ্য পালনীয় হিসেবে বিবেচিত হবে এবং | এবিষয়ে কোনও প্রকার যােগাযােগ গ্রাহ্য করা হবে না। পাশাপাশি, কোনও কারণ না দেখিয়ে এই নিয়ােগ | প্রক্রিয়া বাতিল করা/ স্থগিত রাখা/ শূন্যপদের সংখ্যা বৃদ্ধি বা হ্রাসের অধিকার ব্যাঙ্কের থাকবে। দরখাস্ত ও নথিপত্র ভরা খামের ওপর ‘সাব অর্ডিনেট ক্যাডারে পিয়ন নিয়ােগ ২০২১-২২ এর জন্য আবেদন' কথাগুলি পরিষ্কারভাবে উল্লেখ করা থাকতে হবে।




Important Links:- 

✓ Official Notice: Download 
✓ Official Website: Click Here 
✓ Application Form: Download
✓ Latest Job: Click Here
✓ Chakrir Khabar 247 App: Download


বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags: pnb Peone Recruitment 2022 west bengal, west bengal pnb Peone Recruitment 2022, sbi peon recruitment 2022punjab national bank peon recruitment 2022 application form pdf, punjab national bank recruitment 2022, punjab national bank peon recruitment 2022, peon vacancy 2022, pnb peon recruitment 2022 west bengal application form pdf, pnb recruitment 2022 apply online, pnb peon recruitment 2022 west bengal.             


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন