চাকরির খবর ২৪৭ঃ Staff Selection Commission CHSL Recruitment 2022 এর নতুন একটি স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে নিয়োগ করা হবে।
SSC CHSL Recruitment 2022 এ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্য থেকেও করতে পারবে। অর্থ্যাৎ ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে। যেকোনো বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করা যাবে।
আমরা এই পেজে SSC CHSL 2022 Notification PDF -সহ আবেদনের যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন মূল্য, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছি।
আপনাদের জন্য আমরা নীচে SSC CHSL Apply Link দিয়েছি। আপনারা এই লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আপনাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুবিধার জন্য আমরা নীচে SSC CHSL Syllabus 2022 সম্পর্কে যথাযথ তথ্য বিস্তারিত ভাবে লিখেছি।
এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।
Combined Higher Secondary Level Examination 2022 এর সম্পর্কে বিস্তারিত তথ্য সঠিকভাবে জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
1) পদের নামঃ Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA)
বেতনঃ Pay Level-2 (Rs. 19,900-63,200).
2) পদের নামঃ Postal Assistant (PA)/Sorting Assistant (SA)
বেতনঃ Pay Level-4(Rs. 25,500-81,100)
3) পদের নামঃ Data Entry Operator (DEO)
বেতনঃ Pay Level-4(Rs. 25,500-81,100) and Level-5(Rs. 29,200-92,300)
4) পদের নামঃ Data Entry Operator, Grade ‘A’
বেতনঃ Pay Level-4(Rs. 25,500-81,100).
গুরুত্বপূর্ণ তারিখঃ
আবেদন শুরুর তারিখঃ 01/02/2022
লাস্ট ডেটঃ 07/03/2022
পরীক্ষা (CBE-Tier1):- May, 2022
পরীক্ষা (Tier-2):- অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে।
মোট শূন্যপদ ( Total Vacancy)-
প্রথমে শূন্যপদ সম্পর্কে নোটিসে কিছু জানানো হয়না। পরবর্তীতে SSC জানিয়ে দেবে শূন্যপদ সম্পর্কে। তখন আমরা জানিয়ে দেবো আপনাদের।
বয়সসীমা (Age limit)-
পরীক্ষার্থীকে ১/১/২০২২ তারিখের ভিত্তিতে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এবং রিসার্ভ ক্যাটাগরিতে সরকারি নিয়ম অনুসারে বয়সসীমার সুবিধা থাকবে।
সিলেবাস(Syllabus)-
আমরা আমাদের ইউটিউবের ভিডিওতে সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
শিক্ষাগত যোগ্যতা (Qualification)-
- LDC/ JSA, PA/ SA, DEO (except DEOs in C&AG) পদের জন্য উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে।
- Data Entry Operator (DEO Grade ‘A’) in the Office of Comptroller and
- Auditor General of India (C&AG) পদের জন্য সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। উচ্চমাধ্যমিকে গনিত বিষয় থাকতেই হবে।
আবেদন ফিঃ
আবেদন করার সময় 100 টাকা দিয়ে আবেদন করতে হবে । তবে রিসার্ভ ও মহিলাদের জন্য ফ্রি।
আবেদন পদ্ধতিঃ
আবেদন করতে পারবেন অনলাইনে।
Important Links:-
- Official Notice: Download
- Official Website: Click Here
- Apply Now: Click Here
- Latest Job: Click Here
- Chakrir Khabar 247 App: Download
Tags: ssc chsl new vacancy 2022,ssc chsl 2022,ssc chsl notification 2022,ssc chsl 2022 vacancy,ssc chsl 2022 age limit,ssc chsl bharti 2022,ssc chsl recruitment 2022,ssc chsl new vacancy,ssc chsl qualification 2022,chsl 2022 notification,chsl form fill up 2022,chsl vacancy 2022,chsl 2022 vacancy,chsl 2022 exam date,chsl 2022 age limit,chsl 2022 form,ssc chsl 2022 syllabus,ssc chsl syllabus 2022,ssc chsl,chsl,chsl new vacancy 2022,chsl syllabus 2022,chsl 2022