লক্ষীর ভান্ডারের প্রকল্পের পর মমতার নয়া প্রকল্প "গৃহ লক্ষী কার্ড" / এই প্রকল্পে মহিলারা ৫০০/১০০০ টাকা নয়, একেবারে ৫০০০ টাকা করে পাবে প্রত্যেক মাসে । এই প্রকল্পে আপনি ১টি গৃহ লক্ষী স্মার্ট কার্ড পাবেন মহিলারা, যার অনলাইনে আবেদনও শুরু হয়ে গিয়েছে । কারা এখানে আবেদন করতে পারবেন, কি কি শর্ত রয়েছে সমস্ত কিছু আজকে আপনাদের বলে দেব।
একুশের বিধানসভায় নির্বাচনে বিপুল জনসমর্থনে জয়লাভ করার পর দলকে সর্বভারতীয় স্তরে সম্প্রসারনের লক্ক্যে ত্রিপুরা, অসম, মেঘালয়ের পাশাপাশি সমুদ্র নগরী গোয়াকেও পাখির চোখ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। ইতিমধ্যেই গোয়ার একাধিক কংগ্রেস নেতা তৃণমূলে যোগদান করেছেন।
এবার গোয়া বিধানসভার ভোটের আগে বড় ঘোষনা করল তৃণমূল। ক্ষমতায় এলে গোয়ার প্রতিটি পরিবার পিছু বাড়ির প্রধান মহিলাকে মাসে ৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিল তাঁরা,
শনিবার গোয়া তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ট্যুইট করে বলা হয়েছে,গৃহলক্ষ্মী কার্ডে পরিবারের গৃহকর্ত্রীকে প্রতিমাসে পাবেন ৫ হাজার টাকা, বছরে ৬০ হাজার টাকা। টাকা সরাসরি ব্যাঙ্ক একাউন্টে চলে আসবে। বিধানসভা ভোটে জয়লাভ করার পর বাংলার মহিলাদের জন্য 'লক্ষীর ভান্ডার' প্রকল্প শুরু করেন তৃনমূল নেত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। যেখানে প্রতিমাসে ৫০০/১০০০ টাকা করে মহিলারা পেয়ে যান। এবার সেই লক্ষীর ভান্ডার প্রকল্পের আদলেই গোয়ার মহিলাদের জন্য "গৃহ লক্ষী কার্ড" প্রকল্পের ঘোষনা করা হল ।
ওয়াকিবহল মহল অবশ্য মনে করেছে, গোয়ার মহিলা ভোটকে কেন্দ্রীভূত করতেই এই ঘোষনা করেছে তৃণমূল। কারন গোয়ার মোট জনসংখ্যার ৫১ শতাংশই মহিলা। আগামী বছর গোয়ার বিধানসভা নির্বাচনেও বাংলা মডেলকে তুলে ধরতে চাইছে তৃনমূল। আর মমতা বন্ধ্যোপাধ্যায়ের চিরকালের মহিলা ভোটের তাস তিনি গোয়াতেও ফেলতে চাইছেন বলেই এই ধরনের প্রলুব্ধকর প্রকল্পের আগাম ঘোষনা করেছেন বলে দাবি পর্যবেক্ষকদের।
গৃহ লক্ষী কার্ড প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটঃ