পশ্চিমবঙ্গে নতুন আশাকর্মী নিয়োগ ২০২২ । মাধ্যমিক পাশ/ফেলে আবেদন করো । কোন আবেদন ফি লাগবে না ।

চাকরির খবর ২৪৭ঃ  পশ্চিমবঙ্গে নতুন আশাকর্মী  পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে , যেখানে আপনি মাধ্যমিক পাশ করুন বা ফেল আবেদন করতে পারবেন এই পদে । তো চলুন জেনে নিই এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে।




 নিয়োগকারী সংস্থাঃ- 

 মহকুমা শাসকের করণ শ্রীরামপুর, হুগলী

Memo No. 1335/Con/Srp.

Date:20/11/2021


রাজ্য মিশন অধিকর্তা স্বাস্থ্য মিশন- এর ২৭.০৬.২০১২ তারিখের, পত্র নম্বর : HFW/NRHM 20/2006/PART ||/1631 এর আদেশনামা অনুযায়ী হুগলী জেলার শ্রীরামপুর মহকুমার অন্তগত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্যকেন্দ্রের পার্শ্বে উল্লেখিত স্থানের) নিয়ােগের উদ্দেশ্যে ঐ এলাকার অর্ন্তগত গ্রাম গুলিতে মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদন পত্রে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

 শর্তাবলী :

১) কেবলমাত্র বিবাহিতা / বিধবা / আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলাই আবেদন করতে পারেন।

২) আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণ স্বরূপ সাম্প্রতিক তালিকা অনুসারে প্রাথীকে তার EPIC (ভােটার কার্ড) বা রেশনকার্ড - এর প্রত্যায়িত নকল অবশ্যই জমা দিতে হবে। সম্প্রতি বাসস্থান পরিবর্তনকারী প্রাথীর ক্ষেত্রে তার পরিবারের যােগ সূত্র যাচাই করা হবে।

৩) সাধারণ প্রার্থীর বয়স ০১/০১/২০২১ তারিখে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপশিলী জাতি, তপশিলী উপজাতি ভুক্ত প্রার্থীদের বয়ঃসীমা ঐ তারিখে ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

৪) প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, মাধ্যমিক বা সমতুল্য অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচত হবেন। উচ্চতর শিক্ষাগত যােগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন, এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যােগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার কোন মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবেনা।

৫) গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গােষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণ প্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কারগন সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যােগ্য হবেন।

৬) সাবসেন্টার সন্নিহিত গ্রাম সমূহের (সারণী দ্রষ্টব্য) ২০১১ সালের জনগণনা (SECC-2011)তথ্য প্রক্ষেপণ করে তপশিলী জাতি। উপজাতি অধ্যুষিত রূপে ঘােষিত ক্ষেত্রে তপশিলী জাতি ও উপজাতি শংসাপত্র দাখিল করা সংরক্ষনের ক্ষেত্রে বিবেচিত হবেন।


৭) আবেদন পত্রের সঙ্গে যে সকল প্রমাণ পত্রের প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে :

ক) জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। 

খ) এলাকার বাসিন্দা হিসাবে ভােটার পরিচয়পত্র ( EPIC) বা রেশনকার্ড। 

গ) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র (তপশিলী জাতি, উপজাতি)। 

ঘ) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশীট এর স্ব-প্ৰত্যায়িত কপি। 

ঙ) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গােষ্টীভুক্ত সদস্য। প্রশিক্ষণপ্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কার প্রমানপত্র। (প্রযােজ্য হলে)

চ) প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপাের্ট সাইজ রঙিন ফটো।

শংসাপত্র গুলির মধ্যে যে কোনাে একটি আবেদন পত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। 

ইন্টারভিউ এর দিনে প্রার্থীকে অবশ্যই ক) থেকে ঙ) তে উল্লেখিত প্রমাণপত্র গুলির আসল দেখাতে হবে।


৮) উপরিউক্ত শর্তপূরণ কারী প্রার্থীদের ইন্টারভিউ এর তারিখ, সময় ও স্থান উল্লেখিত পত্র যােগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযােগে প্রেরণ করা হবে।

৯) অসম্পূর্ন ও ত্রুটিপূর্ন আবেদন খারিজ হবে এবং পরবর্তী কালে অনুরােধ গ্রাহ্য হবেনা।

 ১০) আবেদন পত্র জমা দেওয়ার স্থান : সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ (বি.ডি.ও) অফিসে। আবেদন পত্র জমা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বি.ডি.ও অফিসে ঢুপ বক্সের ব্যবস্থা থাকবে। আবেদনপত্র ডাক যােগেও পাঠানাে যাবে। তবে আবেদনপত্রটি সংশ্লিষ্ট বি.ডি.ও অফিসে ১৩/১২/২০২১ তারিখ বিকাল সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছাতে হবে।

১১) আবেদনপত্র জমা দেবার তারিখ : ২২-১১-২০২১ থেকে ১৩.১২.২০২১ বেলা ১১টা থেকে বিকেল ৫.৩০ (সাড়ে পাঁচ) টা পর্যন্ত (সরকারী ছুটির দিন ব্যতীত)।

Important Links:-

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন