9534 টি শূন্যপদে SI নিয়োগ | ছেলে/মেয়ে সবার জন্য | রান, মাঠ, হাইট, বুক, ওজন বিস্তারিত জানুন |


 তো আজ আমি কথা বলবো UP SI requirement নিয়ে । ৯৫৩৪ টি শূন্যপদ আছে এবং ছেলে মেয়ে উভয়েই কিন্তু এটি অ্যাপ্লাই করতে পারবে । এবং এটি হলো All India Job vacancy অর্থাৎ ভারতীয় নাগরিক হলে কিন্তু আপনি এটির জন্য আবেদন করতে পারবেন । পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও আবেদন করতে পারবেন। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আবেদন করলে আপনি যে কাস্টেরই হোন না কেন, আপনাকে জেনারেল কাস্ট হিসেবে ধরা হবে, অর্থাৎ SC/ST/OBC কাস্ট হলেও আপনি বয়স, হাইটে ছাড় পাবেন না। 


 তো এখানে শিক্ষাগত যোগ্যতা , বয়সসীমা , ক্যাটাগরি অনুযায়ী ভাক্যান্সি কতগুলো রয়েছে , আবেদন ফি , আবেদন করার শেষ তারিখ এবং সেই সঙ্গে সিলেকশন প্রসেস কি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আজ আমি আলোচনা করবো ।


এই নিয়োগের মূল বিজ্ঞপ্তি কিন্তু হিন্দিতে প্রকাশিত হয়েছে । তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট - uppbpb.gv.in বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে । 


UP SI requirement এ কিন্তু ৯৫৩৪ টি শূন্যপদ রয়েছে এবং ছেলে মেয়ে উভয়েই কিন্তু এটি অ্যাপ্লাই করতে পারবে । 


এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে । আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে - 

আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ - 1/ 04 / 2021 

আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ - 30 / 04 / 2021 


বয়সসীমা - 

21 বছর থেকে 28 বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবে এবং বয়সসীমা হিসেব করতে হবে 1/07 / 2021 অনুযায়ী । 


শিক্ষাগত যোগ্যতা - এখানে তিন ধরনের পোস্ট রয়েছে 

1. SI 

2. Patloon commander 

3. Fireman officer 

SI এবং Patloon Commander পোস্টের জন্য যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ আবশ্যিক ।

Fireman officer পোস্টের জন্য কিন্তু সায়েন্স গ্র্যাজুয়েশন পাশ হলে আবেদন করতে পারবেন ।


Vacancy বা ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ :-


পদের নাম

UR

EWS

OBC

SC

SI

3613

902

2437

1895

Platoon Commander 

194

48

131

101

Fireman Officer

10

2

6

5

Total

3817

952

2574

2001

 


শারীরিক ক্ষমতার পরীক্ষা - 

এটি দুই ভাগে হবে - 

a) রান b) hight বা উচ্চতা 


রান :- 

1. পুরুষদের ক্ষেত্রে 4.8 km রান 28 মিনিটে কমপ্লিট করতে হবে 

2. মহিলাদের ক্ষেত্রে 2.4 km রান 16 মিনিটে কমপ্লিট করতে হবে ।


Hight বা উচ্চতা :- 

 

UR

ST

Male

168

160

Female

152

147


Chest বা বুক (in cm) :- 

 

UR

ST

Male

79-84 77-82
           


সিলেকশন প্রসেস :- 

  1. লিখিত পরীক্ষা 

  2. PET / PST Exam 

  3. PMT / Document verification 

  4. তারপর final merit list প্রকাশিত হবে । 


আবেদন প্রক্রিয়া ও ফি :-   

তোমাদের অনলাইনে আবেদন করতে হবে । এছাড়া অ্যাপ্লিকেশন ফি হলো - 400 টাকা । 


এরপর অনলাইনে আবেদন করার জন্য http://uppbpb.gov.in/ এই ওয়েবসাইটে চলে আসতে হবে ।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন