সমাজসাথী প্রকল্পট 2021

 বন্ধুরা , রাজ্য সরকারের তরফ থেকে এক নতুন প্রকল্প জারি করা হয়েছে যার মাধ্যমে আপনি মহিলা হন বা পুরুষ যদি আপনার কাছে একটু ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ এই প্রকল্পের মাধ্যমে দুই লক্ষ টাকা পেয়ে যাবেন তাও আবার বিনা মূল্যে । হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন , মমতা সরকারের পক্ষ থেকে এই নতুন প্রকল্পটির মাধ্যমে রাজ্যের সকল পুরুষ মহিলাদের দুই লক্ষ টাকা করে সাহায্য করা হচ্ছে । 

আপনারা জানেন যে লকডাউনের পর থেকে অনেক মানুষজন এখনও পর্যন্ত ঠিক মত কাজ করতে পারছেন না অনেকেই চাকরি হারিয়েছেন , অনেকেরই বাড়িতে এখন ঠিক মত খাওয়ার জুটছে না তো সেই কারণে কিন্তু মমতা সরকারের পক্ষ থেকে এই নতুন প্রকল্পটি জারি করা হয়েছে জেতার মাধ্যমে রাজ্যের সকল পুরুষ মহিলাদের দুই লক্ষ টাকা করে সাহায্য করা হবে । 


তো এই প্রকল্পের নাম হলো " সমাজ সাথী প্রকল্প " আর এই প্রকল্পের মাধ্যমে কারা কারা দুই লক্ষ টাকা পাবেন এবং তার জন্যে কি কি করতে হবে সেই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আলোচনা করা হবে  ।


তো আপনার কাছে যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি মমতা সরকারের পক্ষ থেকে এই নতুন প্রকল্পটি মাধ্যমে দুই লক্ষ টাকা পেয়ে যাবেন একদম বিনামূল্যে আর শুধু তাই নয় এক সাথে আরও অতিরিক্ত অনেক গুলো সাহায্য থাকছে যেগুলো আমরা এক এক করে ভিডিওতে জানিয়ে দেবো । 


পশ্চিমবঙ্গ সরকার " সমাজসাথী প্রকল্পটি " সুপরিকল্পতভাবে চালু করেছেন । স্বনির্ভর ও স্বনিযুক্ত দপ্তরের অধীনে স্বরোজগার নিগম এই প্রকল্পটি রূপায়ণ করেছে । এই প্রকল্পে প্রতিটি গরীব ও দুঃস্থদের বা খেটে খাওয়া মানুষদের বছরে সর্বাধিক দুই লক্ষ

 টাকা প্রদান করা হয়।


এই যোজনায় যে সমস্ত সুবিধাগুলো পাবেন টা হলো 


১. স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিনামূল্যে দুই লক্ষ টাকার বিমা পরিষেবা পাবে । 

২. দুর্ঘটনায় মৃত্যু , আংশিক ক্ষতিগ্রস্ত , সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে এই বিনা যোজনার পরিষেবা পাবে ।

৩. দুর্ঘটনা জনিত কারণে হাসপাতালে ভর্তি হলে ষাট হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার সুবিধা পাবেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন