স্বাস্থ্য সাথী কার্ড ২০২১ | ১লা ডিসেম্বর থেকে শুরু হল নতুন আবেদন ও রিনিউ

           



     স্বাস্থ্য সাথী 

                 স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর 


      উদ্দেশ্য :- 

                  উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রতি রাজ্যবাসীর দরজায় পৌঁছে দেওয়া । স্বাস্থ্য সাথী কার্ডধারীর পরিবারের সদস্যরা পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাবেন রাজ্য ও ভিনরজ্য মিলিয়ে ১৫০০ হাসপাতালে ।


কারা আবেদন করবেন :- 

                                 এমন পরিবার 

                      ১. যাদের স্বাস্থ্য সাথী কার্ড নেই ।

                      ২. পরিবারের কোনো সদস্য যিনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কীম / কেন্দ্রীয় সরকারের হেলথ স্কীম / ই এস আই / সরকার পোসিত কোনো হেলথ ইন্সুরেন্স / আসুরেন্স স্কীমের অন্তর্ভুক্ত নন ।

                      ৩. সরকার / সরকারি সংস্থা থেকে বেতন পান কিন্তু চিকিৎসা ভাত পান না এমন ব্যক্তি ও তার পরিবার ।



কিভাবে আবেদন করবেন :- 

                         ১. আবেদনকারী ও পরিবারের সকল সদস্যের নাম ও ঠিকানা ( যেমন প্রযোজ্য ) সহ ফর্ম B পূরন করবেন ।

                         ২. মোবাইল নাম্বার দেবেন । 

                         ৩. খাদ্যসাথী কার্ড বা আধার কার্ডের প্রতিলিপি ( না থাকলে সরকারি যেকোনো সচিত্র পরিচয়পত্র ) জমা দিতে হবে । 


যোগাযোগ :- 

               মহকুমা শাসকের অফিস / পুরনিগমের ক্ষেত্রে বরো অফিস , স্বাস্থ্য সাথী মোবাইল অ্যাপ , ওয়েবসাইট https:// swasthyasathi.gov.in , টোল ফ্রি নম্বর - ১৮০০-৩৪৫-৫৩৮-৪ 

              পশ্চিমবঙ্গ সরকার


Download



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন